-
ফরেক্স মার্কেটে আমরা স্প্রেড বলতে বুঝে থাকি বাইড প্রাইস ও আস্ক প্রাইসের মধ্যে পার্থক্য কে,ফরেক্স ট্রেডিং করতে আমরা স্টপ লস বা টেক প্রফিট ব্যাবহার করে ট্রেডিং করে থাকি,স্টপ লস ব্যাবহার করি আমরা কি পরিমান পিপস লস দিব,আর কি পরিমান পিপস প্রফিট করব সে জন্য আমরা টেক প্রফিট ব্যাবহার করি।
-
স্টপ লস (stop loss): স্টপ লসের মাধ্যমে আপনি আপনার লসে থাকা ট্রেডটি কোন প্রাইস এ বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।টেক প্রফিট (take profit): টেক প্রফিটের মাধ্যমে আপনি আপনার লাভে থাকা ট্রেডটি কোন প্রাইসে বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।
-
স্প্রেড, স্টপ লস এবং টেক প্রফিট
আপনি একটি ট্রেড ওপেন করলেই দেখবেন ট্রেডটি কিছুটা লসে ওপেন হবে। এটাকেই স্প্রেড বলে। ফরেক্স ব্রোকার একটি ট্রেড ওপেন করার জন্য এই ফি কমিশন বা চার্জ হিসেবে কেটে নেয়।
আপনি ধরুন ১.৭৪৪৫ এ GBPUSD বাই করলেন, কিন্তু তা ১.৭৪৪৮ এ ওপেন হবে অর্থাৎ ৩ পিপস ফি প্রযোজ্য হয়েছে। আপনি যদি $১ পিপস ভ্যালু দিয়ে ট্রেড ওপেন করে থাকেন তবে ট্রেডটি $৩ লসে ওপেন হবে।
বিভিন্ন পেয়ারের স্প্রেড বিভিন্ন হয়। আবার বিভিন্ন ব্রোকার ভেদেও স্প্রেড কম বেশি হতে পারে। যেমন Instaforex এ EURUSD এর স্প্রেড ৩ পিপস। কিন্তু Fxoptimax এ EURUSD এর স্প্রেড ২ পিপস। কিছু কিছু Exotic পেয়ার এ স্প্রেড ৩০ পিপস পর্যন্ত বা তার বেশী হতে পারে। তাই অপরিচিত পেয়ার ট্রেড করার আগে স্প্রেড কত তা দেখা নেয়া উচিত।
স্টপ লস এবং টেক প্রফিটঃ
স্টপ লস (stop loss): স্টপ লসের মাধ্যমে আপনি আপনার লসে থাকা ট্রেডটি কোন প্রাইস এ বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।
টেক প্রফিট (take profit): টেক প্রফিটের মাধ্যমে আপনি আপনার লাভে থাকা ট্রেডটি কোন প্রাইসে বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।
ধরুন, আপনি ১.৩৫৪০ তে একটি বাই ট্রেড ওপেন করলেন। আপনি চাচ্ছেন ৫০ পিপস লাভ করবেন এবং ৫০ পিপসের বেশি লস করবেন না। তাহলে আপনি ৫০ পিপস স্টপ লস এবং ৫০ পিপস টেক প্রফিট সেট করে রাখতে পারেন। আপনার কম্পিউটার বন্ধ থাকলে বা কোন স্পাইকের ফলে হঠাৎ প্রাইস বেড়ে বা কমে গেলে, স্টপ লস বা টেক প্রফিটের প্রাইসে অটোমেটিক ভাবে আপনার ট্রেড ক্লোজ হয়ে যাবে।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
-
ফরেক্স মার্কেট একটি প্লাটফর্ম আছে জেটার মাধ্যমে আমরা ট্রেড করে থাকি এই প্লাট ফর্ম গুলো আবার বিভিন্ন ব্রকার আছে জারা সেটা নিয়ন্ত্রণ করে তাদের একটা চার্জ আচে ট্রেড ওপেন করলে সাথে সাথে কেটে নেয় এই চারজটাই স্প্রেড আর ট্রেড ওপেন করলে স্টপ লস ব্যবহার করা হয় জেন আমার ট্রেডটা বিপরিত গেলে আমার লস কম হবে আমি যেখানে স্টপ লস দিব সুধু ওই টুকু আর টেক প্রফিট হল আমি ট্রেড দিয়ে বাইরে চলে গেলাম তখন মার্কেট আমার এন্ট্রি পক্ষে গিছে আবার অনেক সময় জেয়ে ফিরে আসে তাই টেক প্রফিট আমি যেখানে দিব সেটা প্রফিট থাকবে।
-
আমার মনে হয়, কেউ ইচ্ছাকৃত ভাবে লস করতে চায় না। ফরেক্স মার্কেটে সব সময় লক্ষ্য রাখা সম্ভব হয় না। এই জন্য ফরেক্স গ্রাহক/ট্রেডারদের জন্য বিশেষ কিছু সুবিধা দিয়ে থাকে । স্পেড হচ্ছে ব্রোকারের লাভ ফরেক্স মার্কেটে আপনি ট্রেড ওপেন করার সাথে সাথে যে পরিমান লসে ওপেন হয় তাই হচ্ছে আপনার স্পেড আর স্টপ লস হচ্ছে আপনি আপনার নেওয়া ট্রেডে কি পরিমানে লস দিতে চান আর টাইক প্রফিট হচ্ছে যে আপনি আপনার ট্রেডের লাভ কতটুকু নিয়ে আপনি সন্তুস্ট হতে চান।
-
প্রিয় বন্ধু স্পেড হল আপনার ব্রোকার কতৃক
মার্কেটে প্রতিট ট্রেড ওপেন করার জন্য যে চার্জ
কর্তন করা হয় তাকে বলে আর স্টপ লস এবং টেক
প্রফিট হল এমন দুইটা ট্রেডিং সহায়ক টুলস যা
আপনি ব্যবহার করে কোন নিদ্দিষ্ট প্রাইসে গিয়ে
আপনার চালু থাকা ট্রেডটি নিদ্দিষ্ট পরিমান
লাভে বা লসে অটোমেটিক ক্লোজ করতে পারেন।
ধন্যবাদ।
-
স্প্রেড হল আপনার ব্রোকার কতৃক মার্কেটে প্রতিটি ট্রেড ওপেন করার জন্য যে চার্জ কর্তন করা হয় তাকে বলে আর স্টপ লস এবং টেক প্রফিট হল এমন দুইটা ট্রেডিং সহায়ক টুলস যা আপনি ব্যবহার করে কোন নিদৃষ্ট প্রাইসে গিয়ে আপনার চালু থাকা ট্রেডটি নিদৃষ্ট পরিমান লাভে বা লসে অটোমেটিক ক্লোজ করতে পারেন।আমি স্টপ লসটা ব্যাবহার এখনো ভাল করে শিখতে পারিনাই তাই আমার কিছু ট্রেড স্টপ লস হিট করে প্রপিটে যায়।
-
ফরেক্সে স্প্রেড হলো বোকারে কমিশন। যেটা ব্রোকার একটি ট্রেড ওপেন করার সাথে সাথেই কেটে নেয়। আপনি লাভ করেন আর লস করেন ব্রোকার কমিশন শুরুতেই নিয়ে নেবে।
ফরেক্স ট্রেডিংয়ের স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করা খুবই প্রয়োজনীয় যদি আপনি নতুন ট্রেডার হন।স্টপ লস ব্যবহার করলে লাভ কম হলেও লস হওয়ার সম্ভাবনা খুব কম থাকে এবং ব্যালেন্স জিরো হওয়া থেকে রক্ষা পাওয়া যায়।
স্টপ লসের মাধ্যমে আপনি আপনার লসে থাকা ট্রেডটি কোন প্রাইসে বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।
এবং টেক প্রফিটের মাধ্যমে আপনি আপনার লাভে থাকা ট্রেডটি কোন প্রাইসে বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।
ধরুন, ১.৭৪৩৫ এ একটি বাই ট্রেড ওপেন করলেন। আপনি চাচ্ছেন ৫০ পিপস লাভ করবেন অথবা ৫০ পিপস এর বেশি লস করবেন না। তাহলে আপনি ৫০ পিপস স্টপ লস ৫০ পিপস টেক প্রফিট সেট করে দিতে পারেন। আপনার কম্পিউটার বন্ধ থাকলেও বা কোন স্পাইকের ফল হঠাৎ প্রাইস বেড়ে বা কমে গেলে স্টপ লস বা টেক প্রফিটের প্রাইসে সয়ংক্রিয়ভাবে আপনার ট্রেড ক্লোজ হয়ে যাবে।
-
অনেক নতুন নতুন টার্ম এর সাথে পরিচয় হবে । ফরেক্স ট্রেডিং এ সফলতার জন্য এসব টার্ম সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ । এসব টার্ম এর আলাদা আলাদা অর্থ রয়েছে । আপনি অনেক সুন্দর ভাবে বর্ণনা করেছেন। স্প্রেড বলতে বুঝে থাকি বাইড প্রাইস ও আস্ক প্রাইসের মধ্যে পার্থক্য কে,ফরেক্স ট্রেডিং করতে আমরা স্টপ লস বা টেক প্রফিট ব্যাবহার করে ট্রেডিং করে থাকি,স্টপ লস ব্যাবহার করি আমরা কি পরিমান পিপস লস দিব,আর কি পরিমান পিপস প্রফিট করব সেটা বুঝায়।
-
ফরেক্স মার্কেটে প্রতিটা কারেন্সি পেয়ারের বিড প্রাইস এবং আস্ক প্রাইস দেয়া থাকে । বিড প্রাইস এবং আস্ক প্রাইস এর পার্থক্য কে স্প্রেড বলে । আমরা যখন কোন ট্রেড ওপেন করি তখন এই স্প্রেড এর সমপরিমান লসে আমাদের ত্রেদটি ওপেন হয় । তাই স্প্রেড যত কম হয় ততই আমাদের জন্য ভালো । অন্যান্য ব্রোকার এর চেয়ে ইন্সটাফরেক্স ব্রোকারে স্প্রেড কম এবং এটা সব সময় ফিক্সড থাকে । এমন কি নিউজ এর সময়ও এই স্প্রেড ফিক্সড থাকে। স্প্রেড সিস্টেম টা অবশ্যই দেখে নিবেন৷স্টপলস বা টেক প্রফিট সেট করা অবশ্যই ভালো৷তার জন্য আপনার ট্রেডিং টাইম ফ্রেমের চার্টে সাপোর্ট এন্ড রেসিসট্যান্স লেভেলগুলো সঠিকভাবে মার্ক করতে হবে এবং পরিষ্কার চিনতে হবে,বুঝতে হবে৷তা না হলে আপনার স্টপলস ও টেকপ্রফিট সেট করা ভূল হবে৷