-
আমার জানামতে ভেরিফাই সম্পূর্ন হওয়ার পূর্বেই ট্রেড করা যায়।বিশেষ করে ইন্সটাফরেক্সসহ আরও কিছু ব্রোকারে ট্রেড করা যায়।তবে ভেরিফাই ছাড়া উইথড্র করা যায় না।এজন্য ভেরিফাই করার পর ট্রেডিং করা ভালো।আমি সবসময় চেষ্টা করি ভেরিফাই সম্পূর্ন হওয়ার পর ট্রেড করতে।
-
আপনি আপনার ট্রেডিং অ্যাকাউন্ট ভেরিফাই ছাড়াও ফরেক্সে ট্রেড করতে পারবেন তবে তাতে ঝুকি কিছুটা হলেও বেশি থাকে কারন কথাটি এই কারনে বললাম যখন আপনি আপনার ট্রেডিং অ্যাকাউন্ট থেকে প্রফিট উঠাতে যাবেন তখন ব্রোকার চাইলে আপনার পরিচিতি চাইতে পারে আর সেটি আপনি যতক্ষন না প্রর্যন্ত করছেন ততক্ষন প্রর্যন্ত আপনার প্রফিট উঠানোর কাজটি বন।ধ হয়ে যেতে পারে তাই ঐ ধরনের ঝুট ঝামেলায় না পরতে চাইলে ট্রেডিং অ্যাকাউন্টটি অবশ্যই ভেরিফাই করিয়ে নিতে হবে।
-
আপনি জানতে চান ভেরিফাই ছাড়া ট্রেড করা যায় কিনা হ্যা ভেরিফাই না করেও আপনি ট্রেডিং করতে পারবেন। কিন্তু তাতে আপনিরই ক্ষতি কেননা আপনি একাউন্ট ভেরিফাই না করলে একসময় দেখবেন আপনার বিভিন্ম রকমের অসুবিধা হচ্ছে তখন আপনার তেমন কিছু করার থাকবেনা । তাই আমার মনে হয় একাউন্ট ভেরিফাই অত্যান্ত গুরুত্বপূর্ণ।
-
ফরেক্সে ভেরিফাই ছাড়া ট্রেডিং করা সম্ভব। তবে পরবর্তিতে আপনার যে সমস্যা গুলো হবে আপনি যখন ডলার তুলতে যাবেন তখন আপনার সমস্যা হবে। তাই আপনি যত তারাতারি সম্ভব আইডি কার্ড, পাসপোর্ট দিয়ে ভেরিফাই করে ফেলুন।
-
ফরেক্স অ্যাকাউন্ট এ ভেরিফাই ছাড়াই ট্রেড করা যায় কিন্তু ট্রেড করে যে প্রফিট হবে তা ক্যাশআউট করার জন্য অবশ্যই অ্যাকাউন্ট ভেরিফাই করা লাগবে। ফরেক্স অ্যাকাউন্ট ভেরিফাই করা ছাড়া প্রফিট এর ডলার কোনোভাবেই ক্যাশআউট করা যাবে না। তাই ফরেক্স এ অ্যাকাউন্ট ওপেন করার পরই ভেরিফাই করে নিলে ভাল হয়।
-
ভেরিফাই ছাড়াও ফরেক্স মার্কেটে আপনি ট্রেড করতে পারবেন তাতে কোন বাধা নেই তবে আমার মনে হয় ভেরিফাই করিয়ে নেওয়াটাই ভাল কারন এখানে আর্থিক বিষয় যেহেতু জড়িত তার জন্য আপনার সঠিক তথ্য অবশ্যই ব্রোকারের কাছে থাকা উচিত। তাছাড়া এতে করে আপনি যখন প্রফিট উঠাতে চাইবেন তখন চাইলে ব্রোকার আপনার উইথড্রো আটকে দিতে পারে ।
-
ভেরিফাই ছাড়া ট্রেড করা যায় ।তবে আপনি একাউন্টের সকল সুবিধা ভোগ করতে পারবেন না।অপনাকে অবশ্যই একটি একাউন্ট ভেরিফাই করে ট্রেড করার প্রস্তুতি নিতে হবে।আর ভেরিফাই করা একাউন্টই উত্তম ।এতে করে আপনি একাউন্টের বাড়তি সুবিধা পাবেন।বিভিন্ন সময়ে বিভিন্ন ব্রোকারের অফারগুলো ভালভাবে ব্যবহার করার জন্য ভেরিফাইড একাউন্ট হওয়া জরুরী।
-
হ্যা, ইন্সটাফরেক্সসহ বেশ কিছু ব্রোকারে ভেরিফাই সম্পন্ন হওয়ার পূর্বেই ট্রেডিং করা যায়। অর্থাত ভেরিফাই সম্পন্ন না করেও বাই অথবা সেলের ট্রেড এন্ট্রি ওপেন করে লাভ বা লস করা যায়। তবে একটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ যে ভেরিফাই ছাড়া ট্রেডিং করা গেলে ভেরিফাই ছাড়া কোনো ধরনের উইথড্র করা যায় না। তাই ভেরিফাই না করে ট্রেড করা ভালো নয়।
-
হ্যা *আপনি ভেরিফাই ছাড়াও মার্কেটে ট্রেডিং করতে পারবেন । তবে আপনি এই ফোরারেম বোনাস নিতে হলে আপনাকে অবশ্যই একাউন্ট ভেরিফাই করতে হবে । ইন্সটা ফরেক্স এ আপনার একাউন্ট ভেরিফিকেশন করার জন্য প্রথম ধাপে আপনার জাতীয় পরিচয়পত্রের দুই সাইডই স্কেন করে এবং আপনার ফেইস এর সাথে বুক বরাবর জাতীয় পরিচয় পত্রটি রেখে একটি ছটি আপলোড করতে হবে । ২য় স্থরে আপনাকে ব্যাংক স্টেটমেন্ট আপলোড করতে হবে । উল্লেখ্য যে আপনার জাতীয় পরিচয় পত্রের নাম এবং *ঠিকানা অবশ্যই ব্যাংক স্টেটমেন্ট এর নাম ঠিকানার সাথে মিল থাকতে হবে । ধন্যবাদ ।
-
ভেরিপাই হল ব্রোকর কর্তৃক সত্যতা নিশ্চিত করা । কেননা আপনি মনে যদি কোন ব্রোকার এর অধীনে ট্রেড করেন তবে মনে রাখতে হবে যে সে ব্রোকারে কর্তৃক চাহিদা মোতাবেক উপযুক্ত তথ্য দিয়ে যদি ভেরিপাই করান তবে বাড়তি অনেক সুবিধা ব্রোকার হতে পাবেন । তার মধ্য অন্যতম সুবিধা হল টাকা উত্তোলন করার সুবিধা যেটার কারণে আমরা সবাই এখানে ট্রেড করি ।