-
হ্যাঁ এটা ঠিক যে বাংলাদেশ থেকে সরাসরি হবে ব্যাংকের মাধ্যমে বা অন্য কোনো আর্থিক লেনদেন কারী প্রতিষ্ঠানের মাধ্যমে ফরেক্স ডিপোজিট এর কোন ব্যবস্থা নাই। কারণ এতে করে দেশের অর্থ বাইরের দেশে পাচার হয়ে যেতে পারে এই কারণে ফরেক্সে বিনিয়োগের ব্যাপারে বা ডিপোজিট এর ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের সুনিদৃষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। হ্যাঁ এটা ঠিক যে বাংলাদেশ যদি শতভাগ পেপাল এর সার্ভিস নিশ্চিত করা সম্ভব হতো তবে সে ক্ষেত্রে খুব সহজে পেপালের মাধ্যমে যেমন প্রফিট এর অর্থ খুব সহজে উত্তোলন করা সম্ভব হতো ঠিক তেমনি ফরেক্সে ডিপোজিট করার খুব সহজ বিষয় হয়ে যেত। তবে এতসবের পরেও যে ফরেক্সে ডিপোজিট থেমে আছে বিষয়টা কিন্তু তা না বাংলাদেশ অনেকগুলা অনলাইন পেমেন্ট মেথড রয়েছে এর মধ্যে অন্যতম হল স্ক্রিল, নেটেলার, ইত্যাদি যার মাধ্যমে খুব সহজে ফরেক্স থেকে অর্জিত প্রফিট যেমন উত্তোলন করা যাচ্ছে পাশাপাশি খুব সহজে অতি অল্প সময়ের মধ্যেই ফরেক্সে ডিপোজিট করা সম্ভব হচ্ছে।
-
আমার মনে হয় ফরেক্সে ডিপোজিট করার জন্য মানিবুকারস/স্ক্রিল ভাল একটি পেমেন্ট প্রসেসর । অনেক ব্রোকার মানিবুকারস/স্ক্রিল সাপোর্ট করে । কিন্তু মানিবুকারসের আলাদা একটি সুবিধা রয়েছে । আপনি আপনার মানিবুকারস থেকে সরাসরি ব্যাংকে উইথড্র করতে পারবেন । আপনি আপনার ব্যাংকের Swift Code এবং অ্যাকাউন্ট নং দিয়ে উইথড্র চাইলে কয়েকদিনের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে তারা টাকা পাঠিয়ে দেবে। এমনকি আপনি আপনার ডেবিট/ক্রেডিট কার্ডেও মানিবুকারস থেকে উইথড্র করতে পারবেন ।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য ডিপজিট করা লাগের আবার টাকা উত্তলন করা লাগে আর এই টাকা উত্তলন বা ডিপজট করার জন্য একটি নেটেলার একাউন্ট বা স্কিল একাউন্ট তৈরি করা দরকার হয় এই একাউন্ট দিয়ে ডিপজিট করা বা টাকা উত্তলন করা যায়।
কেননা ফরেক্স মার্কেট বর্তমানে বাংলাদেশে এখনও অবৈধ । বাংলাদেশ সরকার এখনও ফরেক্স মার্কেট কে বৈধতা দেয়নি । ফলে বাংলাদেশের কোন ব্যাংক থেকে সরাসরি ফরেক্স মার্কেটে বিনিয়োগ করা যায় না । বা টাকা উত্তোলন করাও যায় না।
-
ফরেক্স মার্কেট এ খুব সহজে আপনি ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন,আপনি স্ক্রীল অথবা নেটেলার একাউন্ট দ্বারা খুব সহজে করতে পারবেন,ফরেক্স মার্কেট এ টাকা ডিপোজিট এবং উইথড্র করা খুব সহজ ব্যাপার,অল্প সময়ের ভিতর আপনি করতে পারবেন,তাই আগে আপনাকে আপনার পছন্দ মোত পেমেন্ট প্রসেসর খুলতে হবে।
-
একটি ট্র্যাঞ্জেকশন একাউন্ট লাগে ডিপোজিট এর জন্য। আন্তর্জাতিক অনলাইন ব্যাংক থেকে নেটেলার, মানিবুকারস থেকে ডিপোজিট করা যায়। এবং এই ব্যাংকের সাহায্যে একই পদ্ধতিতে মানি উইথড্র করা যায়।
-
ফরেক্স মার্কেট হল একটি অনলাইন ভিত্তিক আন্তর্জাতিক মানি মার্কেট। এখনে এক দেশের অর্থ অন্য দেশের মূদ্রার ওপর বিনিয়োগ করে। ফরেক্স মার্কেটের অর্জিত মুনাফা ডিপোজিট এবং উইথড্র ব্যাংকিং অনলাইনের মাধ্যমে করতে হয়।রেগুলেটেড ব্রোকার নেটেলার সাপোর্ট করে । নেটেলার তাদের নিজস্ব নেট+ মাস্টারকার্ড প্রদান করে থাকে । সেই মাস্টারকার্ডের মাধ্যমে আপনি ATM Booth থেকেই টাকা উইথড্র করে নিতে পারবেন । আপনি আপনার নেটেলার অ্যাকাউন্ট থেকে সরাসরি ব্যাংকে উইথড্র করতে পারবেন । আপনি আপনার ব্যাংকের Swift Code এবং অ্যাকাউন্ট নং দিয়ে উইথড্র চাইলে কয়েকদিনের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে তারা টাকা পাঠিয়ে দেবে ।
-
বাংলাদেশে ফরেক্স মার্কেট সরকার কর্তৃক অবৈধ হওয়ায় কোন ব্যাংক থেকেই ফরেক্স এর মত প্লাটফর্ম গুলোতে ডিপোজিট করা যায় না। এজন্য ডিপোজিট করতে হলে স্ক্রিল নেটেলার পেওনিয়ার এর মত মানি ট্রানজেকশন সিস্টেমের সাহায্যে ডিপোজিট করতে হয়। ফরেক্স মার্কেটের অনেক ব্রোকারই যে সিস্টেমে ডিপোজিট করা হয় ওই সিস্টেমেই প্রেমেন্ট করে অর্থাৎ আপনি যদি স্ক্রিল এর সাহায্যে ডিপোজিট করে থাকেন তাহলে নেটেলার বা পেওনিয়ারে উইড্রো করতে পারবেন না। সে ক্ষেত্রে কিছু কিছু ব্রোকার তাদের নিজস্ব ডেবিট কার্ডের মাধ্যমে উইথড্রো দিয়ে থাকেন। অর্থাৎ ডিপোজিট সিস্টেম যাই হোক না কেন তাদের ডেবিট কার্ডের মাধ্যমে টাকা উত্তোলন করা যায়।
-
আপনি ট্রেডিং অ্যাকাউন্টে ডিপেচিট এবং উইথড়্র এর জন্য বিভিন্ন পেমেন্ট ম্যাথড ব্যগার করতে পারেন। এটিই সবথেকে স্বাভাবিক একটি ঘটনা। আপনার কোন অ্যাকাউন্টের থেকে ৳ তুলতে বা ঢোকার মাত্র ২৪ ঘন্টা সময় লাগভে।
-
ফরেক্স মার্কেটে ডিপোজিট এবং উইথড্র এর অনেক মাধ্যমে আছে , আপনি যেকোনো পেমেন্ট মেথড ব্যাবহার করতে পারেন । বাংলাদেশে বেশিরভাগ ট্রেডার নেটেলার এবং স্ক্রিল পেমেন্ট মেথড ব্যাবহার করে । আমি আমার অ্যাকাউন্ট এ ডিপোজিট এবং উইথড্র এর জন্য নেটেলার পেমেন্ট মেথড ব্যাবহার করে থাকি । আপনি ইচ্ছে করলে স্কিল অথবা নেটেলার ছাড়াও যেটা আপনার ভালো লাগে সেটাই করতে পারেন , কোন সমস্যা নাই এই বিষয়ে ।
-
ঝুঁকি নেওয়ার অর্থ এই নয় যে আপনি অন্ধভাবে ঝুঁকি নিচ্ছেন। একজন ভাল ব্যবসায়ী সর্বদা এই ব্যবসায় গণনা করা ঝুঁকি নিয়ে থাকেন। আমি বলতে চাই যে আমাদের বড় ঝুঁকি নেওয়া উচিত নয় যা আমরা হারাতে পারি না। এটি সত্য নয় যে যতবার আমরা লাভ করতে পারি, ক্ষতিগুলিও ব্যবসায়ের অংশ। সুতরাং আপনি যদি ব্যবসায়ের জন্য সর্বাধিক লট সাইজ ব্যবহার করেন এবং কয়েক মিনিটের পরে বাজার আপনার বিরুদ্ধে চলা শুরু করে তবে আপনি কয়েক মিনিট বা কয়েক ঘন্টার মধ্যে পুরো মূলধন হারাতে পারেন। ঝুঁকি গ্রহণ করুন তবে কিছু লাভের জন্য ব্যবসায়ের জন্য ভুল করবেন না।