-
ফরেক্সে সফলতা পাওয়ার অন্যতম চাবিকাঠি হলো মানি ম্যানেজমেন্ট করা। মানি ম্যানেজমেন্ট না করলে আপনার ওকাউন্ট কোনো ভাবেই সিকিওর থাকবে না।। আপনি যত দক্ষ ট্রেডার ঈ হুন না কেন। মানি ম্যানেজমেন্ট না করলে আপনি যে কোনো সময় বিপদের সম্মুখীন হবেন।। তাই ফরেক্স ট্রেডিং এ অবশ্যই মানি ম্যানেজমেন্ট মেনে চলুন।।।
-
ফরেক্স ট্রেডিং এ মানি ম্যানেজমেন্ট এর গুরুত্ব অনেক। একটা সুন্দর ট্রেডিং প্ল্যান এর জন্য মানি ম্যানেজমেন্ট করা জরুরী। আপনার একাউন্ট কে জিরো হওয়ার হাত থেকে বাচানোর জন্যও আপনাকে মানি ম্যানেজমেন্ট জানতে হবে। আর এটা ফলো করলে লস হওয়ার সম্ভাবনা খুব কম।
-
মানিম্যানেজমেন্টের গুরুত্ত অনেক বেশি । সঠিক মানি মানি ম্যানেজমেন্ট না জানলে যে কোন সময়ে ক্যাশ জিরো হয়ে যেতে পারে । আগে মানি ম্যানেজমেন্ট শিখুন পরে ট্রেড করুন ।
-
ফরেক্স আমি একজনের নিকট শিখেছি তার শিখা অনুযায়ী আমি ডেমো করেছি ১৫ দিন । এখন রিয়েল ট্রেড করি কিন্তু কোন লাভ হয়না শুধু লস হয় এখন কি আমার আরো ডেমো করতে হবে । পরামরশ দিন ।
-
ফরেক্স মার্কেটে ট্রেডিং এর জন্য মানি ম্যানেজমেন্ট এর গুরুত্ব অপরিসীম । মার্কেটে আপনি যদি মানি ম্যানেজমেন্ট না করে ট্রেড করেন তাহলে আপনার মূলধন যতই হোক না কেন আপনার একাউন্ট জিরো হতে সমায় লাগবে না । তাই আমার মতে প্রতিটি ট্রেডেই মানি ম্যানেজমেন্ট অনুসরন করা উচিৎ । ধন্যবাদ ।
-
আমি মনে করি মানি ম্যানেজমেন্ট ফরেক্স লাইফ এর একটি অনেক বড় ভুমিকা পালন করে থাকে। ফরেক্স ট্রেডিং এ আপনি যদি মানি মানেজমেন্ট না করে ট্রেড করেন তাহলে আপনার একাউন্ট জিরো হতে খুব বেশি দেরি হবে না এটাই স্বাভাবিক। তাই মানি ম্যানেজমেন্ট ফরেক্স মার্কেটে খুব খুব গুরুত্ব পালন করে।
-
আমি মনেকরি ফরেক্স এ মানি মেনেজমেন্ট এর গুরুত্ব অপরিসীম। কারন যেকোন জায়গায় ভাল মুনাফা বা ব্যবসা নিয়ন্ত্রন এর জন্য মূলধন এর সঠিক ব্যবহার অত্যন্ত জরুরি। তাই ফরেক্স যেহেতু একটা সম্ভাবনাময় মার্কেট এবং এবং এখানে যেহেতু লস এর ও একটা বিষয় আছে, তাই এখানে বিনিয়োগের একটা সঠিক বন্টন বিধি থাকা আবশ্যক।
-
মানি মেনেজমেন্ট বিষয়টা আমাদের জীবনের সাথে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। ফরেক্স মার্কেটে মানি মেনেজমেন্ট বিষয়টা ভালভাবে বুঝলে আপনি ট্রেডিং এ সফলতা পাবেন।
-
আমার মতে যেহেতু মার্কিন ডলার হচ্ছে বেজ কারেন্সী এবং সব দেশের কারেন্সীর উত্থান পতনের জন্য ইউএস ডলার এর ভূমিকা অত্যবশ্যকীয়। মার্কেট সপ্তাহে দিন খোলা থাকে, এই দিনে যে কোনো সময় ই ট্রেড করা যায়, আসলে ট্রেড নির্ভর করে মার্কেট এর অবস্থার উপর মার্কেট এর অবস্থা যদি অস্থিতিশীল হয়, যদি ট্রেড না নেয়ার মত হয়, তাহলে তখন ট্রেড না নিয়ে অপেক্ষা করাই ভালো।
-
একজন ট্রেডার যত টাকাই ফরেক্স মার্কেটে ইনভেস্ট করুক না কেন আমি মনে করি সে যদি তার টাকার যথার্থ ম্যানেজমেন্ট করতে না পারেন তবে অনেক বেশি পরিমাণে লস খেতে হবে । ফরেক্স ট্রেডিং এর মধ্য মানিম্যানেজমেন্ট অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় । যে যত ভাল মানিম্যানেজমেন্ট করতে পারে সে তত বেশি লাভ বের করে আনতে পারে । মানিম্যানেজমেন্ট শুধু গুরুত্বপূর্ণ নয় এটা অবশ্যম্ভাবী একটা ধাপ । যা সবারই আয়ত্ত করা উচিত নিজেরই স্বার্থে ।