ফরেক্স ট্রেডিং এ মার্কেট এনালাইসিস একটি গুরুত্বপুর্ন বিষয় .কারন মার্কেট এনালাইসিস না করলে প্রফিট ভালো হবে না। উল্টো লস হতে পারে। মার্কেট এনালাইসিস করলে বুঝা যায় মার্কেট দিনের কখন উপরে উঠে বা কখন নিচে নামে। যা ট্রেড করতে অনেক সুবিধা এনে দেয়
Printable View
ফরেক্স ট্রেডিং এ মার্কেট এনালাইসিস একটি গুরুত্বপুর্ন বিষয় .কারন মার্কেট এনালাইসিস না করলে প্রফিট ভালো হবে না। উল্টো লস হতে পারে। মার্কেট এনালাইসিস করলে বুঝা যায় মার্কেট দিনের কখন উপরে উঠে বা কখন নিচে নামে। যা ট্রেড করতে অনেক সুবিধা এনে দেয়
যে কোন ব্যবসা করতে হলে আপনাকে সেই ব্যবসা সম্পর্কে এনালাইসিস করে তারপরে আপনাকে সেই ব্যবসায় আগমন করতে হবে। আর ফরেক্স মার্কেটে ট্রেডিং এনালাইসিস হচ্চে আপনি যে পিয়ারে ট্রেড করবেন তার এক মাসের বা চয় মাসের কি অবস্থা ছিল সব কিছুই বিছার করে ট্রেড করাই হচ্ছে এনালাইসিস।
ফরেক্স মারকেটে এনালাইসেস খুবি একটা গুরত্বপুরন বিশয় । এখনে কয়েক বিশয়ের উপর এনালাইসেস করতে যেমন টেকনিক্যাল/ফান্ডামেন্টাল/সেন্টিমেন্ট তবে প্রাইজেকশন খুবই বিবেচনার বিশয় এর উপরে আপনার প্রফিট নিরভর করে ।
ফরেক্স ট্রেড করতে গেলে সর্ব প্রথম আমাদেরকে ফরেক্স মার্কেট এনালাইসিস করতে হয়। আর মার্কেট কে তিনটি ধাপে এনালাইসিস করতে হয়। বকে টেকনিক্যাল এনালাইসিস দুই ফান্ডামেন্টাল এনালাইসিস আর তিন সেন্টিমেন্টাল এনালাইসিস। টেকনিক্যাল এনালাইসিস খুবি গুরুত্ব পূর্ন একটি বিষয়। টেকনিক্যাল এনালাইসিস না জানা থাকরে ফরেক্স করা যায় না।
ফরেক্স এমন একটি ব্যাবসা যেখানে ভাগ্যের দ্বারা প্রফিট করা সম্ভব নয়।প্রফিট করতে হলে আপনাকে মার্কেট সম্পর্কে সঠিকভাবে এনালাইসিস করা জানতে হবে।কারন মার্কেট কখন কোনদিকে মুভ করবে সেটা আপনি এনালাইসিস ছাড়া বুঝতে পারবেন না এজন্য আপনাকে ভালোকরে টেকনিক্যাল এনালাইসিস করতে হবে।তাছাড়া ফরেক্স মার্কেট কখনো কখনো হঠাৎ করেই অনেক বেশি মুভ করে এর কারন হলো ঐ সময়ে কিছু গুরুত্পূর্ন নিউজ রিলিজ হয়েছে।এজন্য ফান্ডামেন্টাল এনালাইসিস করাটা খুবই গুরুত্বপূর্ন।
ফরেক্স মার্কেটে নিজেদেরকে একজন দক্ষ ট্রেডার হিসেবে গড়ে তুলতে হলে অবশ্যই এনালাইসিস ভালো ভাবে বুঝতে হবে। এনালাইসিস ছাড়া আমরা কখনও পুরোপুরি অভিজ্ঞতা অর্জন করতে পারব না । টেকনিক্যাল এনালাইসিস মুলত মার্কেটের মুভমেন্ট বুঝার জন্য । মার্কেট এনালাইসিস বুঝলে ট্রেডিং করতে সুবিধা ।
ফরেক্সে ট্রেডিং বিষয়টা খুব গুরুত্তপূর্ন বিষয় । ফরেক্সে যে যত ভাল ট্রেড করতে পারবে ফরেক্সে সে তত বেশি ভাল করতে পারবে । ফরেক্সে ভাল করতে হলে ফরেক্সের ট্রেডিং দক্ষপ্তা ভাল থাকতে হবে , ফরেক্সে ভাল করে ধৈর্য নিয়ে কাজ করতে হবে । ফরেক্সে ভাল করার ভাল একটা মাধ্যম হলো ফরেক্সে কাজ ভাল করে শিখে ফরেক্সে ভাল করে ট্রেড করতে পারলে ফরেক্সে থেকে অনেক ভাল করা যাবে ।
আমরা এটা ভাল করে ই জানি যে আমাদের সুধুর প্রসারী আশাই আমদের বেঁচে থাকার তাগিত দেয়। আর এই আশা নিয়ে ই আমরা বেঁচে থাকি অনেকটা দিন। অনেক হতাশার পরও আমরা আমদের আশা টুকু বাদ দিতে পারি না। ফরেক্স টা একি রকম , অনেক বার লস হওয়ার পরও আমরা আশায় থাকি এক সময় না এক সময় ভাল কিছু হবে। আর তখন হয়ত মিটে যাবে আগের সব লুক সান । তাই এত কিছুর পরও মানুষ ফরেক্স ছারতে রাজি নয়। তাই ফরেক্স এত জনপ্রিয় ।
ফরেক্স মার্কেট এ আমরা ৩ ধরনের এনালাইসিস এর সম্পর্কে জানি এবং এনালিসিস করে ট্রেড করি এক্টাকে বাদ দিইয়েও এনালিসিস সম্পুর্ন হয় না। ০১. ফান্ডামেন্টাল অ্যানালাইসিস
০২. টেকনিক্যাল অ্যানালাইসিস
০৩. সেন্টিমেন্টাল অ্যানালাইসিস এগুলো ৩ পায়া টুলের মত এক্টাকে বাদ দিলেও সব অচল।
আমি বলবো ফরেক্স মার্কেটে আমরা নিজেদেরকে একজন দক্ষ ট্রেডার হিসেবে গড়ে তুলতে চাইলে আমাদেরকে অবশ্যই এনালাইসিস ভালো ভাবে বুঝতে হবে। এটা ছাড়া আমরা কখনও পুরনাঙ্গ অভিজ্ঞতা অর্জন করতে পারব না। টেকনিক্যাল এনালাইসিস দ্বারা আমরা মুলত মার্কেটের মুভমেন্ট অবস্থা ভালো ভাবে বুঝতে সক্ষম হই। আমরা মার্কেটের দিক সম্পর্কে জানতে পারি। তাই আমাদের এনালাইসিস ভালো ভাবে বুঝতে হবে।