-
ফরেক্স এ ভেরিফাই করতে হলে আপনার মূলত পাসপোর্ট/নেশনাল আইডি কার্ড ও ড্রাইভিং লাইসেন্স লাগে। তবে ভেরিফাই করার জন্য এর ফটোকপি দিলে হবে না। স্ক্যান মেশিন দ্বারা পাসপোর্ট/নেশনাল আইডি কার্ড ও ড্রাইভিং লাইসেন্স স্ক্যান করে ফটো এ ফরমেট করে ফরেক্স এর ভেরিফাই আপলোড দিতে হবে। আর এতেই ফরেক্স এর ভেরিফাই করা হয়। বেশীর ভাগ ফরেক্স এ পাসপোর্ট দিয়ে ভেরিফাই করলে ভাল হয়।
-
ফরেক্সে আপনার একাউন্ট দুইটি স্টেপে ভেরিফাই করতে হবে।। ফরেক্স থেকে আপনার একাউন্ট ভেরিফাই করার জন্য আপনাকে যে কোনো দুইটি ডকুমেন্টস আপলোড করতে হবে।। আপনার,, ন্যাশনাল আইডি,পাসপোর্ট, ব্যাংক স্টেটমেন্ট, অথাবা ড্রাইভিং লাইসেন্স মধ্যে আপনি যে কোনো দুটি ডকুমেন্টস দিয়ে আপনার একাউন্ট ভেরিফাই করতে পারবেন।।।।
-
অ্যাড্রেস ভেরিফিকেশন ডকুমেন্টস ভেরিফাই করার মাধ্যমে আপনি নিশ্চিত করবেন যে আপনি ফরেক্স ব্রোকারে জয়েন করার সময় যে ঠিকানা দিয়েছেন তা সঠিক। আপনি অ্যাড্রেস ভেরিফিকেশন ডকুমেন্টস হিসেবে যেকোনো ইউটিলিটি বিল যেমন - মোবাইল বিল, ইন্টারনেট বিল, কারেন্ট-গ্যাস বিল দিতে পারেন। অর্থাৎ, যে বিলে ইংলিশে আপনার নাম, ঠিকানা লেখা আছে এবং যা ৩-৬ মাস এর পুরনো নয় তা আপনি ভেরিফাই করার জন্য ব্যবহার করতে পারেন। বাংলালায়ন, কিউবি ইত্যাদির বিল দিয়েও ভেরিফাই করা যাবে।
-
প্রথম লেভেল ভেরিফাই করার জন্য আপনার ন্যাসনাল আইডিকার্ড এর উভয় পার্শ্বের পরিষ্কারভাবে স্কান করে আপলোড করতে হবে।এবং দ্বিতীয় লেভেল ভেরিফাই করার জন্য আপার নামের বিদ্যুৎ বিল,পানি বিন,ব্যাংক স্টেটমেন্ট স্কান করে দ্বিতীয় লেভেলে আপলোড করতে হবে।তবে একটা বিষয় খেয়াল রাখবেন স্কান করা যেন পরিষ্কার হয়।দুটি লেভেল ভেরিফাই করতে সর্বোচ্চ সময় নিবে ৭২ ঘন্টা।
-
আমি তো নতুন ট্রেডার তাই আমি এখন রিয়েল একাউন্ট খুলি নাই আর ভেরিফাই ও করি নাই । তবে জানা আছে যে একাউন্ট ভেরিফাই করতে হলে নিজের এন আই ডি কার্ড ও বাংক একাউন্ট এর কপি স্কান করে দিলে একাউন্ট ভেরিফাই হয়ে যায় । তাই ফরেক্স বন্ধুরা তোমরা চেষ্টা করে দেখ আসা করি একাউন্ট ভেরিফাই হয়ে যাবে ।
-
আসলে ভেরিফাই এর জন্য প্রথম লেভেলে আইডি কার্ড এর স্ক্যান কপি এবং আইডি কার্ড ধরে মোবাইল দিয়ে তোলা ছবি আপলোড করতে হয়।যদি প্রথম লেভেল ভেরিফাই হয়ে যায় তাহলে দ্বিতীয় লেভেলের জন্য ব্যাংক স্টেটমেন্ট বা কারেন্ট বিলের সদ্য স্ক্যান কপি আপলোড করতে পারেন।তবে ফাইল এর সাইজ ২ মেগাবাইট এর নিচে হতে হবে এর উপরে হলে আপলোড হবে না।এছাড়াও অন্যান্য কিছু কারনও থাকতে পারে যা আমি জানি না।
-
ফটো ভেরিফিকেশন! এ এক যন্ত্রণার নাম! আমি বছর খানেক আগে এই জ্বালায় পড়ে যাই। অটোলাইক সাইট ট্রাই করতে গিয়ে আমার আইডি লক করে দেয় ফেসবুক । যাই হোক, আপনি একটি পাসপোর্ট ইস্যু করে নিন আপনার কাজে লাগবে আমি মনে করি ফরেক্স ভেরিফাই পাসপোর্ট দিয়ে করলে ভাল হয়|
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য ভেরিপাই করা লাগেনা তবে ভেরিপাই ছাড়া প্রপিট মানি উঠাতে পারবেন না তাই আপনাকে আগে ভেরিপাই করলে ভাল হবে। ভেরপাই করার জন্য আপনার আইডি কার্ডের স্কেন কপি এবং সামনে আইডি কার্ড ধরে তলতে হবে সেটাকে একসাথে আপলোড করতে হবে। ২য় ভেরিপাই করার জন্য ব্যাংক স্টেট মেনে আপলোড করতে হবে।
-
ফরেক্স মার্কেটে ট্রেডিং একাউন্ট ভেরিফাই করার জন্য যদি ভাল করে ডকুমেন্ট আপলোড দেওয়া যায় তাহলে একাউন্ট ভেরিফাই হয়ে যাবে,ফরেক্স মার্কেটে ট্রেডিং একাউন্ট ভেরিফাই করে নিয়ে ট্রেডিং করা অনেক ভাল,ভেরিফাই করতে ন্যাশনাল আইডি কার্ড,ব্যাংক ষ্ট্রেট মেন্ট এর স্ক্রেন কপি আপলোড দিলে ভেরিফাই হয়ে যাবে।
-
একাউন্ট ভেরিফকেশন ইন্সটা ফরেক্সে এক জটিল । জটিল বলতে আমাদের অনেকর পার্সপোট নাই যে কারনে ভেরিভিকেশন সহজে করতে পরিনা । আমি আইডি কার্ড দিয়ে ফাষ্ট লেভেল করেছি আর দ্বিতিয় লেভেল করতে পারিনাই। অনেক গুলো ডকুমেন্ট অনেক ভাবে আপলোট করেছি তা হয় না একাউন্ট ম্যানেজারের সাথে কথা বলেছি তা হয় না । বাংলাদেশের ইন্সটা ফরেক্স এর অফিস প্রতিনিধি এর সাথে কথা বলে এখন আবার চেষ্ট করছি দেখি তারা কি করতে পারে।