-
আমি মনে করি ফরেক্স সম্পুর্ন হালাল কারন এখানে লাভ ও লস এর সম্ভাবনা সমান ভাবে রয়েছে, তাছাড়া এখানে মানসিক পরিশ্রম এর মাধ্যমে অর্থ উপার্জন করা হয়।যেখানে পরিশ্রম আছে লাভ লস আছে তা কি কোনো ভাবে হারাম হবে।ফরেক্স থেকে আয় করা টাকা আমরা সব রকম কল্যান জনক কাজে ব্যবহার করতে পারি।
-
ফরেক্স মার্কেটে আপনি দুই ধরনের একাউন্টে ট্রেড করতে পারবেন-সুদ মুক্ত বা সোয়াপ ফ্রী বা ইসলামিক একাউন্ট এবং সুদ যুক্ত বা সোয়াপ একাউন্ট৷আপনি যদি 100% সুদ মুক্ত হালাল ব্যাবসা করতে চান তাহলে অবশ্যই সুদ মুক্ত বা সোয়াপ ফ্রী বা ইসলামিক একাউন্টে ট্রেড করবেন৷আমরা বাংলাদেশী মুসলিম সহ বিশ্বের অন্যান্য সকল দেশের কোটি কোটি মুসলিম মানুষের জন্য 100% হালাল,সুদমুক্ত ও বৈধ আয় রোজগারের চিন্তা করেই এই সোয়াফ ফ্রী একাউন্ট তৈরি করে দেওয়া হয়েছে৷আবার আমদের দেশে শরীয়ামতে যদি ফরেক্স ট্রেড অবৈধ বা হারাম বা নিষিদ্ধ ঘোষিত হতো তাহলে সরকার ব্যাংকের মাধ্যমে ফরেক্স ব্যাবসার প্রফিটকে রেমিট্যান্স খাতে যোগ করতো না এবং কখোনোই অর্জিত আয়ের উপর ট্যাক্স কেটে রাখার ব্যাবস্হা করতে পারতো না৷
-
আলহামদুলিল্লাহ ইসলামিক দৃষ্টিকোন থেকে এই ব্যবসাটা ১০০% হালাল ব্যবসা । কারন এখানে লাভ ও লস দুটোই রয়েছে । এখানে পরিশ্রম আছে, সততা না থাকলে এখান থেকে ভাল কিছু অর্জন করতে পারবেননা । সুতরাং আমার মতামত হল এই ব্যবসাটা একেবারেই হালাল তাতে কোন সন্ধেহ নেই ।
-
আমি ফরেক্স ব্যবসাকে হালাল মনে করি কারণ যে ব্যবসায় লাভ লস দুটোই আছে এবং লাভের ও একটি নির্দিষ্ট পরিমান আছে। আর কেউ যদি এটাতে লোভ করে সেটা পাপ হবে এবং তার লস বেশী হবে এবং ব্যবসা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। ফরেক্স ব্যবসায় অনেক শ্রম দিতে হয় এবং সময় দিতে হয় টাকাও বিনিয়োগ করতে হয়। এবং তারপর গিয়ে লাভ লস। যদি ব্যবসাটা ভালভাবে করতে পারে লোভ করা ছাড়া তাহলে আপনি লাভবান হবেন। আর তাই আমি মনে করি এটা সম্পূর্ন হালাল।
-
ইসলাম ধর্মে কিছু বিধিবিধান আছে। ব্যবসা করার ক্ষেত্রে কিছু নিতি নির্ধারন করা হয়েছে। ইসলাম এর দৃষ্টি কোণ থেকে আমরা যা কিছি করি না কেন তা যেন হালাল হয়। যেমনঃ আমরা যদি সুদের ব্যবসা করি তাহলে সেখানে বিনা কস্টে টাকা আয় করা হয়। এটি ইসলাম ধর্মে হারাম হিসাবে গন্য করা হয়েছে। আর যেহেতু ফরেক্স এ আপনি ইনভেস্ট করে আপনি ট্রেড করে আয় করছেন। সেহেতু এখানে আপনাকে পরিশ্রম ও করতে হচ্ছে। তাই এটা হালাল অবশই বলা যেতে পারে।
-
সুদ মুক্ত একাউন্ট থেকে ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য আপনাদের ধন্যবাদ
-
যে বিজনেস এ লাভ এবং লস আছে সে ব্যবসা হালাল আর ফরেক্স বিজনেস এ লাভ লস আছে তাই এই ব্যবসা হালাল।ফরেক্স ব্যবসা লোভ করলে লসের পর্যায় পরতে হয় তাই ফরেক্স মার্কেট এনালাইসিস করে ট্রেড ওপেন করতে হয় না হলে লস হবে তাই আমার মতে যে ব্যবসা রিস্ক আছে এবং লাভ লস আছে সেই ব্যবসা হালাল।
-
যে ব্যবসায় লাভ বা লস দুটোই বিদ্যমান থাকবে সেটা অবশ্যই ইসলামের দৃষ্টিতে হালাল বলে বিবেচিত হবে। তবে আমার জানা মতে কষ্ট করে যে ব্যবসায় টাকা বিনিয়োগ করে মুনাফা অর্জন করা যায় সেটা অবশ্যই হালাল বলে বিবেচিত হয়। ঠিক তেমনি আমিও মনে করি ফরেক্স মার্কেটে টাকা ইনভেষ্ট করলেই শুধু ইনকাম করা যায় না এজন্য আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রম ও ধৈর্য্য নিয়ে ফরেক্স সম্পর্কে আগে দক্ষ ও অভিজ্ঞ হয়ে উঠতে হবে। তারপর আপনি এই মার্কেট হতে মুনাফা ইনকাম করতে পারবেন এর আগে নয়।
-
ইসলামিক দৃষ্টিতে ফরেক্র হালাল কিনা তা আমি বোলতে পারলাম না । কারন আমি হিন্দু তারপর ও আমার মনেহয়, হালাল না ।
-
হ্যা ভাই এটা হালাল একটা ব্যবসা। ইসলাম ব্যবসাকে হালল করেছেন তবে সুদকে হামাম করেছেন। তাই যে কোন ব্যবসাকে আপনি হালাল ভাবে করতে পারেন, যদি সেই ব্যবসা থেকে আপনি কোন সুদ গ্রহণ না করেন তাহলে। সুতরাং ফরেক্স নিয়ে কারও মনে কোন প্রকার সন্ধেহ থাকতে পারেনা একারনেই যে, এখানে সবদিক থেকে শুধু পরিশ্রম না, অনেক পরিশ্রম করতে হয়, মেধা ও জ্ঞান খাটাতে হয়, ধৈর্য্য নিয়ে কাজ করতে হয়, তারপর নিতে হয় একটা ট্রেড, কিন্তু তার পরেও আমরা বলতে পারব না যে এটাতে লাভ হবে না লস হবে। তাই ইসলামিক দৃষ্টিতে ফরেক্স হালাল।