রাগ নিয়ে কখনও ফরেক্স মার্কেট এ ব্যাবসা করা সম্ভব নয়।এখানে খুব ধৈর্যের সাথে কাজ করতে হয়।কঠোর পরিশ্রম না করলে ফরেক্স এ উন্নতি করা সম্ভব নয়।তাই ফরেক্স এ উন্নতি করতে হলে কঠোর পরিশ্রম এর পাশাপাশী অবশ্যই রাগ বর্জন করতে হবে।আর রাগলেন তো হারলেন।
Printable View
রাগ নিয়ে কখনও ফরেক্স মার্কেট এ ব্যাবসা করা সম্ভব নয়।এখানে খুব ধৈর্যের সাথে কাজ করতে হয়।কঠোর পরিশ্রম না করলে ফরেক্স এ উন্নতি করা সম্ভব নয়।তাই ফরেক্স এ উন্নতি করতে হলে কঠোর পরিশ্রম এর পাশাপাশী অবশ্যই রাগ বর্জন করতে হবে।আর রাগলেন তো হারলেন।
রাগ মানুষকে ধংস করে দেয় আর জিদ মানুষে উপরে তুলে। ফরেক্স মার্কেটে যারা রাগ করে ট্রেড করে থাকে তাদের উদ্দেশ্য আমি দুটি কথা বলতে চাই, ফরেক্সে যখনেই আপনি রাগ করে ট্রেড নিবেন দেখবেন আপনার একাউন্টের বারটা বেজে যাবে। প্লিজ প্লিজ আপনি ট্রেড করার সময় আপনার রাগটা নিয়ন্ত্রন করতে পারলে আপনি জিতবেনই জিতবেন।
রাগ ফরেক্স ট্রেডিং করার জন্য বেশ ক্ষতি কর। রাগ এমন একটা বিষয় যেটা থাকলে ফরেক্স করা সম্ভব না। যার মধ্যে রাগ বিদ্যমান সে ফরেক্স এ উন্নতি করতে পারবে না। রাগের কারনে লস হলে পরে রাগ করে বেশি লট ব্যবহার করবে যার ফলে অকালে তার একাউন্ট জিরো হয়ে যেতে পারে। রাগের কারনে ইমোশন আসে যার জন্য ফরেক্স এ লস হয়।
রাগ মানুষের ধ্বংসের দিকে নিয়ে যাই। ফরেক্সে কাজ করতে হলে রাগ কে নিয়ন্ত্রন করতে হবে। আপনার যদি লস হই তাহলে রাগ না করে লাভ করার আশাই চেষ্টা করতে হবে। একবার না পারলে বার বার চেষ্টা করতে হবে। আপনি যদি রাগ কে কন্ট্রোল করে ভালো ভাবে ব্যবসা করতে পারেন তাহলে এক সময় আপনার জীবনে সফলতা বয়ে আসবে।
রাগ মানুষের অন্যতম একটি বাজে ব্যপার। সবার মাঝেই রাগ আছে, কিন্তু সবাই রাগ নিয়ন্ত্রন করতে পারেনা। রাগ নিয়ন্ত্রন করা খুবই জরুরি। যারা ফরেক্সে রাগ নিয়ন্ত্রন করতে পারেনা তারা হয় লুজার। আর যারা ফরেক্সে রাগ নিয়ন্ত্রন করতে পারে তারা হয় গেইনার। অতএব আমাদের রাগ নিয়ন্ত্রন করতে হবে।
ফরেক্স মার্কেটে ট্রেডিং করার সময় অনেক লস করে ফেলি শুধু একটি ভুলের জন্য তাই সে সময় অনেক রাগ উঠে,তাই বলি ফরেক্স মার্কেট এ ট্রেডিং করার জন্য মাথা ঠান্ডা রাখতে হবে,রাগ করা যাবেনা,রাগ নিয়ন্ত্রন করে পুনরায় এনালাইসিস করে যদি ট্রেড করা যায় তাহলে অনেক প্রফিট হবে।
ভাই আপনার কথা গুলো আমার কাছে অনেক ভাল লাগছে কারন আমি যখন একটা ট্রেড লস করি তখন পরবর্তীতে আরও বড় ট্রেড অপেন করি তখন সেই লস কবার দিতে আর পারিনা আমার একাউন্ট জিরো হয়ে যায়। আমি রাগ নিয়ত্রন করতে পারলে এই মার্কেটে সফল হতে পারব।
আমার আসলে কোন রাগ হয় না । এখন লস হোক আর লাভ হোক দুটোকেই স্বাভাবিকভাবে মেনে নিতে পারে । এখন লস হলে আগের মত রিভেঞ্জ ট্রেড করি না । ভেবে চিন্তে একটু একটু করে রিকভারি করার চেষ্টা করি । এটাই আমার আসল ব্যাপার ।
রাগ হারাম। তাই রাগ করে ফরেক্স ট্রেড করা উচিত নয়। ফরেক্সে রিভেঞ্জ ট্রেড খুবই খারাপ। এখানে ট্রেডের সাথে রাগ না করে বরং নিজের স্বভাবের সাথে রাগ করা উচিত। আমরা যদি আমাদের স্বভাবকে পরিবর্তন করে ট্রেড করি তাহলে অনেক সুফল পাব।
ফরেক্স মার্কেটে ফরেক্স ট্রেড করে সফলতা অর্জন করতে গেলে বা ফরেক্স করে প্রফিট করতে হলে অবশ্যই আপনাকে নিজের রাগ নিয়ন্ত্রন করতে হবে নিজের ভিতর কোন রাগ রাখা যাবে না রাগ ফরেক্স ট্রেডারকে ধংশ করে দেয় তাই কখনো রা রাখা যাবে নিজের ভিতর ফরেক্স ট্রেদ করার সময় নিজেকে ঠান্ডা মাথায় ফরেক্স ট্রেদ করতে হবে ।