আপনাকে আবেগ কন্টোল করতে হবে। যদিও অামিও অাবেগ কন্টোল করতে পারি না । তাই বেশি বেশি ডেমো ট্রেডিং করি।
Printable View
আপনাকে আবেগ কন্টোল করতে হবে। যদিও অামিও অাবেগ কন্টোল করতে পারি না । তাই বেশি বেশি ডেমো ট্রেডিং করি।
আমার মতে আবেগ কন্ট্রোল এর সবচে ভাল উপায় হল শান্ত থাকা। ট্রেডিং এর ক্ষেত্রে আবেগ নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরী। আবেগের বশবর্তী হয়ে ট্রেডিং করতে গেলে ভুল সিদ্ধান্ত নেয়া হতে পারে। বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় যে লস ট্রেড অনেকেই মেনে নিতে পারেন না। লাভ করার জন্য চিন্তা ভাবনা ছাড়াই আরকটি ট্রেড অপেন করে। যা উচিত না।
ফরেক্স মারকেট এ আপনাকে টিকে থাকতে হলে অনেক বেশি বাস্তববাদী হতে হবে। আপনাকে বুঝতে হবে আপনি সারা বিশ্বের মানুষের সাথে ট্রেড করছেন। আপনার একটু ভুল আপনাকে পথে বসিয়ে দিতে পারে। দিতে পারে আপনার তিল তিল করে বুনা স্বপ্নকে নষ্ট করে দিতে। ডেমোতে বেশি ট্রেড করুন তাহলেই বুঝতে পারবেন কিভাবে লাভ হয় কিভাবে লস হয়। তাই লাভ-লসের এই হিসাব দেখে আপনি একসময় শিখে যাবেন কখন লাভ হবে কখন লস হতে পারে। তাই আপনি নিজেকে ঐ ভাবে নিয়ন্ত্রণ করাও শিখে যাবেন।
ফরেক্স মার্কেটে আবেগটা ট্রেডিং
এর ক্ষেথ্রে একটি খুভ খারাপ দিক এই
ট্রেডিং আবেগ টা ধুরকরতে হলে
ফরেক্স ট্রেডের ক্ষেত্রে আপনাকে
ট্রেডের নিওন্ট্রন করতে বেশি ট্রেড
করা যাবে না মার্কেটে থাকতে হবে
তবে যখন দেখতে হবে যে মার্কেট এখন
নিজের অনুকুলে আছে তখন একটি ট্রেড
ওপেন করতে হবে।
আমি মনে করি যে ছোট লটে ট্রেড করলে ভয় কম থাকে ফলে আবেগ নিয়ন্তণ নিয়ে ভাবতে হয় না আর দিনে পরপর দুটি ট্রেডে লস হলে আর টেড করবেন ভাববেন দিনটি টেড করার জন্য উপযুক্ত না কেকনা ট্রেড আপনার এ্যানালাইসিসে এর বিপক্ষে যাচ্ছে.
ফরেক্স ট্রেডিংয়ে আবেগ আমাদের অনেক বড় শত্রু এটি ভাল প্রফিট লাভের পথকে রুদ্ধ করে রাখে তাই ভাল ভাবে ফরেক্স ট্রেডিংয়ে পারদর্শিতা লাভ করে তার পর সেই ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতা ব্যবহার করে ফরেক্সে ট্রেড করার অভ্যাস তৈরী করা গেলে আবেগকে অনেকাংশেই কন্ট্রোল করা সম্ভাব হয়।সব সময় একটি কথা মনে রাখতে হবে যে আবেগ সব সময় আমাদের ট্রেডিং কেৌশল থেকে দূরে সরিয়ে রেখে
ট্রেড করতে প্ররোচিত করে এবং তার মাশুল আমাদেরকে বড় ধরনের লসের মধ্যদিয়ে দিতে হয়।
ফরেক্স ট্রেডিং এ ভালো করতে গেলে আবেগ কন্ট্রোল করতে হবে তা না হলে বেশীর ভাগ সময় লস হওয়ার সম্ভবনা থাকে। ফলে সব কষ্ট বৃথা যেতে পারে। আবার বেশী করে ডেমো প্রাকটিস করলে ফরেক্স মার্কেট সম্পর্কে সঠিক ধারনা পাওয়া যায়। ফলে আবেগ কন্ট্রোল হয়।
ডেমোতে প্র্যাকটিস করতে করতে হয়তো একদিন আত্মবিস্বাস ও বেড়ে যাবে অনেক এবং তারপর লাইভ ট্রেড করাটাও কোন ব্যপার মনে হবেনা। আমার কাছে মনে হয় লাইভ করতে গেলে আমরা অনেকে ই নার্ভাস হয়ে পরি । আর তখন সহজ ট্রেড ও অনেক কঠিন হয়ে পরে। এই জন্য নিজেকে যত টা সিথিল রাখা যায় তত ই মঙ্গল।
ট্রেডিং এর সময় আবেগ বা ভয় দুটোই কন্ট্রলের ভেতর রাখতে হবে । মনের ভেতর পুষে নিতে হবে এই ট্রেডে লাভ হবেই । যদি না হয় তাহলে ধৈয ধরে আবার ও কাজ করতে হবে । বেশি লাভের আশায় আবের বেশি লস হয়ে যায় । তাই বেশি লোভ করা ঠিক না ।
ট্রেড করার সময় অবশ্যই আবেগ কন্ট্রোল করতে হবে। আবেগের বশবর্তী হইয়া আমরা ট্রেড করি তাহলে লস বহন করতেই হবে। আমাদর সবাইকে ডেমোতে প্রাক্টিস করে পাকা পোক্ত হতে হবে তাহলে আবেগ আয়ত্তে চলে আসবে।