-
আমাদের দেশে ফরেক্স ট্রেডারদের সম্মান এখনো সেভাবে গড়ে উঠেনি। আপনি যদি কারো কাজে বলেন যে আপনি অনলাইনে কাজ করছেন। তাহলে তাদের সামনে ডোলেন্সার এর মত কোন কম্পানীর ছবি ভেসে উঠবে। তারা ভাববে আপনি হয়ত এ রকম কোন প্রতিষ্ঠানের সাথে জড়িত। আসলে সমাজের কিছু অসাধু লোক যারা সাধারন মানুষের সাথে প্রতারিত করে অনলাইন ব্যবসাটার উপর নেতিবাচক ধারনা মানুষের মনে জন্ম দিয়েছে। আমাদের দেশে এখনো মানুষ ফরেক্স এর সাথে এতোটা পরিচিত নয়। তাই তারা ফরেক্স সম্পর্কে ভাল মন্দ বুঝতে পারে না। সুতরাং আমাদের দেশে ফরেক্স ট্রেডারদের সম্মান নেই বললেই চলে।
-
যে যার পেশায় সন্মানী। তেমনি ফরেক্সে যারা কাজ করে তারা ফরেক্সের দিক থেকে সন্মানী। ফরেক্সে এর সাথে ডাক্তারের বা শিক্ষকের সাথে ফরেক্সের তুলনা করলে চলবে না। এক পেশার মর্যাদা সন্মান এক রকম। তবে হ্যাঁ ফরেক্স হচ্ছে ব্যবসা। এই ব্যবসা অনলাইনে করা হয়। ফরেক্স একটি সন্মানী ব্যবসা।
-
সংক্ষেপে যদি বলি তা হলো আপনি যদি সফল হন তবে ট্রেডিং আপনার জন্য সন্মান জনক আর যদি সফল না হতে পারেন তবে ফরেক্সে আপনাকে সন্মান এনে দেবেনা । আমার মতে ফরেক্সে হতে যদি সন্মান জনক আয় করেতে পরি তবে ফরেক্স সন্মানজনক ।
-
ফরেক্স ট্রেডার মানি আপনি একজন ব্যবসায়ি, এখন প্রশ্ন হলো ব্যবসায়িদের সম্মান কত টুকু? উত্তর যে ব্যবসায়ি যত বেশি টাকা ইনকাম করতে পারে সমাজ তাকে তত বেশি সম্মান করে। আর যে কম করে তার দামও সমাজে কম থাকে। তাই আপনি যদি ভাল ও দক্ষ ট্রেড়ার হন তাহলে আপনি ভাল ইনকাম করতে পারবেন সাথে সাথে সমাজে আপনার সম্মান বাড়বে, আর কম হলে সম্মান কম হবে।
-
আমি আপনার সাথে একমত কারন একজন ফরেক্স ট্রেডার এন মান অনেক বেশি যদি সে সেই ভাল কাজটি করে । সেটা হলো অন্য আরেক জনকে প্রস্তুত করে তার বেকারত্ব দূর করতে সাহায্য করে ।
-
একজন ডাক্তার বা ইনজিনিয়ার যদি মন থেকে চায় যে একজন সাধারণ লাইনে পড়া কোন ব্যক্তিকে ডাক্তার বা ইনজিনিয়ার হিসেবে গড়ে তুলবে তাহলে তা অসম্ভব একটি ব্যপার। কিন্তু যদি একজন দক্ষ ফরেক্স ট্রেডার মন থেকে চায় যে সাধারণ শিক্ষিত একজন কে সে দক্ষ ট্রেডার হিসেবে গড়ে তুলবে তাহলে তা সম্ভব। তাই একজন ফরেক্স ট্রেডার একজন সম্মানি ব্যক্তি।
-
ফরেক্স ট্রেডার এর সম্মান অনেক। আমি মনে করি একজন ফরেক্স ট্রেডার এর গুরুত্ত অনেক যা বলে শেষ করা যাবে না। একজন ভালো ট্রেডার সর্ব্দাই মার্কেট এ ভাল ট্রেড করে থাকে। নতুন ট্রেডার ও একজন ভাল কিছু জানতে পারে তাদের কাছ থেকে।
-
কোনো কাজ করে সফল হতে পারলে তা অনেক সমানের হয়,আর ফরেক্স কোনো নীতি বিরোধী কাজ না এখানে কাজ করে সফল হতে পারলে আর্থিক উন্নয়নের সাথে সমাজেও সম্মান প্রতিষ্ঠা করা সম্ভব।আর সকল স্বভাবিক পেশার মত ফরেক্স এ কাজ করেও যথেষ্ট সম্মান পাওয়া যায়।
-
ফরেক্স মার্কেট এ আপনি যদি ভাল ট্রেড করে লাভ করে লাভ করতে পারেন তা হলে আপনার বাড়ি গাড়ি দেখে আপনাকে এম্নিতেই মানুষ আপনাকে সন্মান করবে যারা বাইরের দেসে যারা ফরেক্স মার্কেট এ ট্রেড করে তারা অনেক টাকার মানুষ হয় । বিদেসে যারা ফরেক্স মার্কেট এ ট্রেড করে তাদের বলা হয় মানি ম্যান মানে অনেক টাকার মানুষ তাই আপনি যদি ফরেক্স মার্কেট এ সফল হতে পারেন তা হলে আপনি অনেক সম্মান পাবেন
-
যেকোন কাজে দক্ষ হতে পারলেই তা অনেক বেশি সম্মানের তা আমি বলবো যদি ফরেক্সে একজন অভিজ্ঞ ট্রেডার হোন তবে তা অনেক সন্মানের।তাছাড়া ফরেক্স বেকারত্ব সমস্যা দূর করতে সক্ষম। ফরেক্স ট্রেডাররা অবশ্যই সন্মানি সবার কাছে কারন তারা কোন ছোট কাজ করেনা তারা অনেক বড় কাজ করে যা সারাবিশ্বে চলে।