-
ফরেক্সে ট্রেড করার জন্য মার্কেট এনালাইসিস করা অত্যন্ত জরুরি। যে সকল ট্রেডার যত ভালো এনালাইসিস করতে পারেন তার প্রফিট হওয়ার সম্ভাবণা বেশী থাকে। আর এনালাইসিস করার ক্ষেত্রে সার্পোট ও রেসিস্টেন্ট চিহ্নিত করে ট্রেড করারও খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
সঠিকভাবে সার্পোট ও রেসিস্টেন্ট চিহ্নিত করতে না পারলে প্রফিট করা সম্ভব নয়। সার্পোট ও রেসিস্টেন্ট চিহ্নিত করে এনালাইসিস করা জানতে হবে। যে যত বেশি অভিজ্ঞতা সাথে এনালাইসিস করতে পারবে সে তত বেশি সাফল্য অর্জন করতে পারেন।
-
ফরেক্স মার্কেট হতে আমাদের ট্রেডিং করতে আমরা সাপোর্ট এবং রেজিস্টেন্স এর গুরুত্ব অনেক, ফরেক্স মার্কেটে আমাদের টিকে থাকিতে হলে অনেক কিছু জানিতে হবে,ফরেক্স মার্কেটে ট্রেডিং করে আমরা ভাল প্রফিট করতে হলে আমাদে স্টপ লস আর টেক প্রফিট ব্যাবহার করে ট্রেডিং করতে হবে,ফরেক্স মার্কেটে টিকে থাকিতে হবে।। সাপোর্ট & রেজিস্টান্স লেভেল আপনাকে ভবিষ্যতে মার্কেট কোথায় যেতে পারে তা ধারনা দিতে পারে । তাই আমাদের সকলর উচিত ভালভাবে দেখে শুনে ট্রেড করা ।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার ক্ষেত্রে সাপোরট এন্ড রেসিসট্যান্ট লেভেল নির্নয় করা খুবিই ণ্ডরুত্বপূর্ণ বিষয়।ফরেক্স মার্কেটে ট্রেড ওপেন করার পূর্বে ভালোভাবে সাপোরট এন্ড রেসিসট্যান্ট লেভেল নির্নয় করতে হবে কারন সাপোরট এন্ড রেসিসট্যান্ট লেভেল সঠিকভাবে নির্নয় করতে না পারলে আপনার প্রতিটি ট্রেডে লস খাওয়ার সম্ভাবনা বেশি থাকবে।
-
বৈদেশিক মুদ্রার বাজার বিনিময় করার সময় সহায়তা এবং প্রতিবন্ধকতার ডিগ্রি স্থির করা জরুরি is ফরেক্স মার্কেট কোনও এক্সচেঞ্জ খোলার আগে, সহায়তা এবং বিরোধিতার ডিগ্রিটি সিদ্ধান্ত নেওয়া গুরুত্বপূর্ণ কারণ আপনার কাছে সঠিকভাবে সহায়তা এবং বাধা ডিগ্রি ঠিক করার বিকল্প নেই।
-
আমার মতে ফরেক্স মার্কেটে সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট সঠিক ভাবে বের করতে পারা একটি ভালো আর্ট। সঠিকভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট বের করতে পারলে আপনার এটি মার্কেট সম্পর্কে ধরনা আসবে । অর্থাত আপনি ট্রেড রান করার পর এস এল টিপি দেবার ক্ষেত্রে এটি অনেক ভুমিকা পালন করে তবে আপনি যদি সর্ট টাইমে মার্কেট করে লংটাইমে সাপের্টি রেজিস্ট্যান্ট দেখেন তাহলে অনেক ভুল করবেন।
-
ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে সাপোর্ট এবং রেজিস্টেন্স লেভেল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সাপোর্ট এবং রেজিস্টেন্স লেভেল অনুসরণ করেই সব সময় ট্রেডে এন্ট্রি নিতে হয়। এ কারণে সব সময় ভালোভাবে সাপোর্ট এবং রেজিস্টেন্স লেভেল নির্ণয় করে নিতে হবে। সাপোর্ট এবং রেজিস্টেন্স লেভেল নির্ণয় ভুল হলে আমাদের ট্রেডে এন্ট্রি নেওয়াও ভুল হবে এবং আমরা লস করব। কমপক্ষে তিনটি হাইয়ার হাই বা হাইয়ার লো অথবা লোয়ার লো বা লোয়ার হাই অনুসরণ করে সাপোর্ট এবং রেজিস্টেন্স লেভেল নির্ণয় করতে হবে। সাপোর্ট এবং রেজিস্টেন্স লেভেল অনুসরণ করলেই আমাদের মার্কেটের পরবর্তী গতিপথ নির্ণয় করতে সুবিধা হবে।
-
সঠিকভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট বের করতে পারলে আপনার এটি মার্কেট সম্পর্কে ধরনা আসবে । অর্থাত আপনি ট্রেড রান করার পর এস এল টিপি দেবার ক্ষেত্রে এটি অনেক ভুমিকা পালন করে। নির্ভরযোগ্য টাইমফ্রেম দৈনিক এবং সাপ্তাহিক চার্ট।এ দুট টাইমফ্রেম থেকে ট্রেন্ডের গতি বুঝে ছোট টাইমফ্রেমে এনালাইসিস করে ট্রেড করলে ট্রেডে ভুল হওয়ার আশংখা খুবই কম থাকে।
-
ফরেক্স মার্কেট একটি নির্দিষ্ট সীমার মধ্যে উঠানামা করে।এজন্য আমাদেরকে সঠিকভাবে এনালাইসিস করে সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল বের করে নিতে হবে তাহলেই আমাদের পক্ষে প্রফিট করা সম্ভব হবে।
-
ফরেক্স আন্তর্জাতিক ব্যবসা । যেকোন সময় যেকোন ব্যক্তি ফরেক্স ব্যবসায় অংশ গ্রহন করতে পারবে ও টাকা আয় করতে পারবে । কিন্তু আমি মনে করি সকলের সাপোর্ট ও রেজিস্টান্স এনালাইসিস করে ট্রেড করা উচিত । আমি মনে করি সাপোর্ট ও রেজিস্টান্স মাত্রার গুরত্ব অনেক বেশি । এই জন্য আমি সাপোর্ট ও রেজিস্টান্স এনালাইসিস করেই ট্রেড করি ।
-
ফরেক্স মার্কেটে ট্রেডিং এর সময় সার্পোট ও রিজিসটেন্স একটি গুরুত্ব বিষয় । কারন এটি আমাদের ট্রেডকে অনেক বেশি শক্তিশালী করে থাকে । সেজন্য আপনি যখন কোন ট্রেড নিতে যাবেন তখন অবশ্যই বেশ ভালভাবে ঠান্ডা মাথায় ফ্রেস মাইন্ড নিয়ে সঠিক সাপোর্ট ও রিজিসটেন্স খুঁজে বের করতে হবে । কারন এটা সঠিকভাবে বের করতে না পারলে আমাদের লসের সম্ভাবনা অনেকহারে বেড়ে যায় । সুতরাং এ বিষয়ে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা আমাদের কর্তব্য ।