-
আমি বলবো রেগুলার ডেমো ট্রেড করতে থাকুন। ধৈর্য সহকারে ট্রেড করুন, মার্কেটের মৌলিক বিষয় গুলো আয়ত্ব করুন। স্টপ লস টেক প্রফিটের সঠিক ব্যবহার করুন। কখন বাই নিতে হবে কখন সেল নিত এহবে এটা বার বার অনুশীলনের মাধ্যমে আয়ত্ত করুন তাহলেই ফরেক্সের সমস্যার হাত থেকে বেরুতে পারবেন। মনে রাখবেন যত অনুশীলন করবেন তত শিখবেন।
-
কখনোই এই পথ থেকে বের হওয়া যায় না । কারণ এখান থেকে তো কম বেশী অায় করা সম্ভব । অামরা অায়ের জন্য এই পতে অাসা । অামরা ধৈর্য্যের সহিত কাজ করার চেষ্টা করব । অার এই পথ থেকে বের হয়ে অাসা দরকার হবে না । অামরা কাজ করব অার তার ফল উপভোগ করব ।
-
প্রথম অবস্থায় একটি কারেন্সি নির্বাচন করুন। যে কোন কেওট পেয়ার নিয়ে কাজ করলে সেই পেয়ার সম্পর্কে ধারনা হবে। কখন কোন সময় এই কারন্সি পেয়ার টি কিভাবে মুভ দিচ্ছে। অনেক ট্রেডার আছেন যারা একটি কারন্সি নিয়েই শুধু ট্রেড করেন। একটা কারন্সি পেয়ার ট্রেড করেও অনেক আইয় করা সম্ভব।
-
আমার কাছে মনে হয় ফরেক্স এর মুল সমস্যা হল এর ইমোশন। আমরা যখন আবেগের বশে ট্রেড করি তখন উল্টা পাল্টা ট্রেড নিতেই থাকি আর তার ফলাফল স্বরুপ একাউন্ট জিরো হতে থাকে। তাই আমার সাজেশান হল আপনি আপনার মধ্যে প্রফেশনালিজম তৈরী করুন। না হলে আপনি কোন দিন শাইন করতে পারবেন না।
-
ফরেক্স এ সাইকোলজিকাল কিছু ব্যাপার রয়েছে।আপনি যখন ট্রেড করবেন তখন নিজেকে এক্সপাট ভাবতে যাবেন না নিজেকে এক্সপাট ভাবতে গেলে আপনার ভুল গুলো আর আপনার চোখে পরবেনা এবং আপনার মধ্য ওভার কনফিডেন্স চলে আসবে। আর এই ওভার কনফিডেন্স এর কারনে লস হয়ে থাকে। আর ট্রেড করার সময় উত্তেজিতো হবেন না।
-
ফরেক্স এ লস এর কারন হচ্ছে সারাদিন চার্ট এর সামনে বসে থাকা। আর যখন লস হয় তখন ধর্য্য ধরে দেখা। কিন্তু লাভ হলে ক্লোজ করার জন্য অস্থির হইয়ে যাই। যার ফলে লাভের চেয়ে লস এর পরিমান বেরে যায়। লস হলে আমাদের আবার ট্রেড করা উচিত।
-
আমি একজন নতুন ট্রেডার হিসেবে আমি মনে করি যে ফরেক্স থেকে যদি নিয়মিত আয় করতে হয় তবে সর্বপ্রথম একটা কাজ আমাদেরকে অবশ্যই করতে হবে সেটা হলো বেশি করে ফরেক্স সম্পর্কে জানা ও সে অনুযায়ী মান । অর্থ্যাৎ আমি বলতে চাইছি যার যত প্রেকটিস থাকবে সে তত বেশি ফিট হবে এই জায়গার জন্য । আর একজন মানুষকে খুব বেশি পরিমাণে ডেমোতে ট্রেডিং করতে করতে নিজেকে পাক্কা করে নিতে হবে ।
-
ট্রেড করে বেশি আয় করার আসা করা জাবেনা,বেশি লোভ করা জাবেনা,ঠাণ্ডা মাথাই ট্রেড করতে হবে,স্টপ লস এবং টেক প্রপিট ব্যাবহার করতে হবে,এনালাইসিস করে ট্রেড করতে হবে।ফরেক্স লসের অন্যতম কারন হলো অভার ট্রেডিং করা। ফরেক্সে আমরা যে যত বেশি লোভ করবো তাদের লসের পরিমাণ তত বেশি বারবে।। তাই লোভ বিহিন ট্রেড করতে না পারলে আমাদের ফরেক্স ট্রেড থেকে বিরত থাকা উচিৎ।আপনি যদি অতিরিক্ত ট্রেড করেন তবে আপনার সমস্যা হতেই পারে তাই আপনি যদি লোভ না করেন তাহলেই ভাল।
-
প্রথম দিকে এমনই হবে ।বেশী বেশী করে রেগুলার ডেমো ট্রেড করতে থাকুন ।আর হ্যাঁ অবশ্যই ধৈর্য সহকারে ট্রেড করবেন । স্টপ লস টেক প্রফিটের সঠিক ব্যবহার করুন । কখন বাই করতে হবে কখন সেল নিতে হবে । এটা বার বার অনুশীলনের মাধ্যমে আয়ত্ত করুন তাহলেই ফরেক্সের সমস্যার হাত থেকে বেরুতে পারবেন। সব সময় একটা কথা স্মরণ রাখবেন যত বেশী অনুশীলন করবেন তত ভাল ফল পাবেন ।
-
এরকম হওয়াটা ডেমো একাউন্টে স্বাভাবিক । একটা ডেমো একাউন্ট ক্লোজ হয়েছে কোন সমস্যা নেই, আরও দশটা খুলেন । ডেমোতে প্রফিট সবসময় বেশি দেখায় । ডেমো তো শধুমাত্র প্রাকটিসের জন্য, এখান থেকে আপনি শুধু ধারনা নিতে পারেন, ভাই যখন লাইভ একাউন্টে ট্রেড করা শুরু করবেন এরকম আরও কিছু আছে যেগুলো আমাদের সকলকে ফেস করতে হয়েছে বা হচ্ছে প্রতিনিহত । সুতরাং চিন্তার কোন কারণ নেই, সমস্যা যেমন আছে এর সমাধানও রয়েছে অনেক ।