আমি ফরেক্স করব কারন আমি চাই ফরেক্স করে নিজে কে স্বাবলম্বী করার জন্য। আমি জানি ফরেক্স করে সবাই লাভ করতে পারে না কারন ফরেক্স অনেক রিস্ক একটা বেবসা,তাই এতে লাভ ও অনেক আবার লস ও অনেক।আমি ফরেক্স করে নিজে কে একটা ভাল জায়গায় নিয়ে যেতে চাই।
Printable View
আমি ফরেক্স করব কারন আমি চাই ফরেক্স করে নিজে কে স্বাবলম্বী করার জন্য। আমি জানি ফরেক্স করে সবাই লাভ করতে পারে না কারন ফরেক্স অনেক রিস্ক একটা বেবসা,তাই এতে লাভ ও অনেক আবার লস ও অনেক।আমি ফরেক্স করে নিজে কে একটা ভাল জায়গায় নিয়ে যেতে চাই।
ফরেক্স ট্রেড করার জন্যই মূলত আমি এখানে আসছি । তাই আমি মনে করি যে ফরেক্স ট্রেড করতে হলে আমাদের অনেক বেশি পরিমাণে ফরেক্স এর সাথে যুক্ত থাকতে হবে । যে যত বেশি পরিমাণে ফরেক্স এর সাথে লেগে থাকতে পারবে সে তত ভালোভাবে ফরেক্স করতে পারবে । ফরেক্স ভালো করার মূল বিষয় হলো আপনি ঠিক কোন দৃষ্টিতে ফরেক্সকে দেখছেন তার উপরেই ।
হ্যা ভাই আমি বর্তমানে ফরেক্স করছি এবং আশা করা যায় সারাজীবন করব। ভাই এখানে ব্যবসা করতে হলে মনের মধ্যে প্রচুর সাহসের প্রয়োজন আছে, ধৈর্য নিয়ে বেশিরভাগ সময় আপনাকে এখানে অবস্থান করতে হবে, লাইফে একটা টার্গেটকে কেন্দ্র করে আপনাকে নিরলস ভাবে কঠোর সাধনার মধ্য দিয়ে সময়কে মুল্যায়ন করা শিখতে হবে। কারন এই ব্যবসাটা অনেক কঠিন একটা জায়গা। সুতরাং আমরা যদি একটা লক্ষ নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাই তাহলে একদিন নিজেকে সেই কাংখিত অবস্থানে দেখতে পাব, এবং নিজের সব সপ্নকে বাস্তব রুপ দিতে পারব।
ফরেক্স ব্যবসা আমার খুব পছন্দ আমি এটাকে সাড়াজীবন করতে চাই শুধু মাত্র আয়ের উত:স হিসাবে নয় মানুষের কিছু প্যাশান থাকে অনেকটা সেই রকম। আমি আমার জীবনে অনেক ধরনের কাজ করেছি এই কম্পিউটারের মাধ্যমে কখনও এত বেশী টান অনুভব করিনি কোন কাজে তাই আমার মনে হয় এটা নিয়ে আমি আমার জীবন পার করতে পারবো। আমি যতই শিখছি ততই মজা পাচ্ছি এটা করে আমার মনে হয় এটা একধরেনের আসক্তির মত। তবে আবার ভয়ও হয় যদি আবার লস করি!
আমি গত ৪ বছর ধরে নিয়মিত ফরেক্স ট্রেড করে আসছি আর লস দিতে দিতে এখন অনেক সফলতার দিকে এগিয়েছি৷তবে কখোনোই এভাবে ভেবে দেখে নাই যে বড় কোনো সেলিব্রেটি ট্রেডার হবো৷আমার এধরনের তেমন কোনোও উচ্চাশা-আকাংখা নাই৷অল্প করে নিয়মিত প্রফিট করতে পারলেই আমি অনেক সন্তোষ্ট হই৷
আমি ২ বছর ধরে ট্রেড করে আসছি, ফরেক্স আমার কাছে অন্যরকম ভালোলাগা। যে ফরেক্স কে বুঝতে পারে তারা কখনো ফরেক্স ছাড়ে না। এটা একটা নেশার মতো।
আমি ফরেক্স ট্রেড করছি। আমার বড় কোন ইচ্ছা নেই। ফরেক্স থেকে সামান্য কিছু আয় হলেই চলবে। এটা আমার সেকেন্ডারি পেশা। ঘরে বসে করতে পারছি, কোন ঝামেলা হচ্ছে না। বেশি সময় দেওয়া লাগছে না। মাসে ২০০ ডলার আয় করতে পারলেই আমার টার্গেট পুরুন হবে।
আমার জানা মতে এখানে সবাই ফরেক্স ট্রেড করতেই আসেন কেউ নাটক করতে আসেন বলে আমার মনে হয় না তবে বেশির ভাগ ট্রেডার নতুন তাদের একটু ভূল হবে হওয়াটাই স্বাভাবিক তাই বলে তাদের দুর্বলতা কে পূজি করে যে যা ইচ্ছা বলবেন এটা আমার মতে না করাটাই ভাল
ভাই অনেকদিন ধরে আমি এই ব্যবসার সাথে জড়িত। এবং এই ব্যবসাটা আমার কাছে এখন অনেকটা ফ্রি হয়ে গিয়েছে, বর্তমানে ইনকাম কম তবে ভবিষ্যতে যদি এটাকে ধরে রাখতে পারি তাহলে আশা করা যায় যে অনেক ইনকাম করা যাবে এবং নিজের ফ্যামিলিকেও অনেকটা সহযোগিতা করা যাবে।
আমি অবশ্যই ফরেক্স ফরেক্স ট্রেড করব।আমি ২০+বছর ধরে একটা ব্যবসায়ের সাথে জড়িত কিন্ত তেমন কিছু করতে পারিনি।ফরেক্স ট্রেডিং সম্পর্কে যতটুকু ধারনা পেয়েছি তাতে আমার ধৈর্য আছে আমিই পারব ফরেক্স ট্রেডিংয়ে সফল হতে।ইনশা-আল্লাহ।