ভুল ট্রেড করার কারনে আমার এ্যাকাউন্ট জিড়ো হয়ে যায় আবার ধিরে ধিরে আবার এ্যাকাউন্ট পূর্ণ করেছি প্রায় । আমরা সব সময় এই ব্যবসা করার হিসাব নিকাশ এই টার্মিনাল থেকেই করব ।মার্কেট প্রাইজের ব্যবধান বা পার্থক্যকে আপনার সেট করা লট দিয়ে গুন করলে যে গুনফল আসবে সেটাই হল আপনার লাভ বা লস। মার্কেট এ যদি প্রাইস বাড়ে আর আপনি যদি বাই করেন তাহলে আপনার লাভ, আর মার্কেট দাম কমলে আপ্নি যদি সেল করেন আপনার লাভ।