আমিও এমনি করেই লাভ আর লস করে চলছি। তবে লসের মাত্রা বেশি। এক ডলার লাভ হতো তিন ডলার লস হয়। তবে এর কারন হল আমার ধৈর্য্য খুব কম লাভের ট্রেড অল্প লাভে ক্লোজ করছি কিন্তু লসের ট্রেড বেশি লসে ক্লোজ করছি। ঐ সব ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে যাতে একই ভুল বার বার না করি সে চেষ্টা করতে হবে। ফরেক্স একটি ব্যবসার এটি কোন প্রকার জুয়ার আসর বা ছেলে খেলার মাট না।