আল্লাহ পাক সুদকে করেছেন হারাম আর ব্যবসায়কে করেছেন হালাল। ফরেক্স মার্কেটে ট্রেড করা একটি হালাল ব্যবসা। এখানে লস হয় অজ্ঞতার কারনে। সুতরাং এখানে ব্যবসা করতে হলে প্রচুর মার্কেট জ্ঞান অর্জন করতে হবে।
Printable View
আল্লাহ পাক সুদকে করেছেন হারাম আর ব্যবসায়কে করেছেন হালাল। ফরেক্স মার্কেটে ট্রেড করা একটি হালাল ব্যবসা। এখানে লস হয় অজ্ঞতার কারনে। সুতরাং এখানে ব্যবসা করতে হলে প্রচুর মার্কেট জ্ঞান অর্জন করতে হবে।
ফরেক্স ট্রেডিং মুটেও কোনো হারাম ব্যাবসা নয়।। এখানে সব ব্যাবসার মত লাভ লস আছে।। এখানে আমরা অর্থ বিনিয়োগ করে লাভ করে থাকি।। এখানে আমরা আমাদের মেধা, পরিশ্রম, অভিজ্ঞতা কাজে লাগিয়ে ফরেক্স থেকে আয় করে থাকি তাই এটা কোনো হারাম ব্যাবসা নয়।
।
ফরেক্স একটি হালাল ব্যাবসা কারণ ফরেক্স এ ব্যাবসা করতে হলে অনেক পরিশ্রম সময় ও ধৈর্য দিয়ে কাজ করতে হয়। কিন্তু কোন হারাম ব্যাবসা করতে গেলে এর কোন টাই প্রয়োজন হয় না।
আমি মনে করি ফরেক্স হালাল ব্যাবসা কারন এই খানে লাভ বা লস আছে। ফরেক্স ব্যাবসা আমাদের মুদ্রা বিপরীতে অন্যদেশের মুদ্রা ক্রয় করে কিনা বেনা করা। যা সারা বিশ্বে সবাই করে থাকে। কেই ইসলামিক মনের হন তাদের কাছ থেকে জানতে পারলে আরও ভাল লাগত।
ব্যবসায় বলতে কেনা বেচার মাধ্যমে মুনাফা লাভ করা বুঝি। ব্যবসায় আমরা পন্য কেনা বেচা করি আর ফরেক্স এ আমরা মুদ্রা কেনা বেচা করি। মুদ্রা কেনা বেচা করে আমরা মুনাফা লাভ করি। তাই বলতে পারি ফরেক্স হালাল ব্যবসায়। ধর্মীয় দিক থেকে কোন বাঁধা নিষেধ আছে বলে আমি মনে করি না।
ফরেক্সে যদি সোয়াপমুক্ত এ্যাকাউন্ট করা হয় তাহলে আমি মনে করি এটা হালাল হতে পারে । তারপর ও আপনারা এ ব্যবসা করার আগে হালাল এবং হারাম বেছে নেবেন । আমি আশাকরি সুদমুক্ত হলেই হালাল । কারণ এ ব্যবসা হল বিভিন্ন রাষ্ট্রের অর্থনৈতিক মুদ্রার দাম ওঠা নামা করা ।
আমরা জানি ইসলামের দৃষ্টিতে সুদ হারাম। আপনি ফরেক্সে সুদ মুক্ত একাউন্ট করতে পারবেন। ইসলামের দৃষ্টিতে ব্যবসায়ের বৈধতা আছে। এখানে এক মিনিটে লাভ লস হতে পারে আপনার ভুলের কারনে। ব্যবসায়েও তো লাভ লস হয়। যেমন আপনি যদি তেলের ব্যবসা করেন তবে এক দিনের মাঝেই দাম কমতে বাড়তে পারে। ব্যপার টা দাম কমা বাড়ার উপরে। তাই এই দৃষ্টিতে হালালই।
ফরেক্স মার্কেট আমি মনেকরি হালাল কারন ফরে মাররেটে ট্রেদ করতে হলে আপনাকে ফরেক্স মারকেটে লাভ লস করতে হয় আর তাই আমি মন করি এটা হালাল একটা ব্যবসা। তাই আপনি এই বিষয়ে চিন্তা না করে আপনি ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারেন বল আমি মনে করি।
আপনি যদি আপনার একাউন্টকে সুদ মুক্ত করে নেন তাহলে আপনার এই ব্যবসা পুরোপুরি হালাল হবে। কারন ইসলামিক সরিয়তে বলা আছে সুদ থাওয়া হারাম আর আপনি যদি সুদ মুক্ত একাউন্ট করে তাহলে আর কোন সমস্যা থাকবে না এবং আপনার ব্যবসা হালাল হবে। আমাদের সবার উচিত সুদ মুক্ত একাউন্ট খোলা এবং অন্নকে সুদ মুক্ত একাউন্ট খোলার পরামর্শ দেয়া তাতে ইসলামি সরিয়তও পালন করা হবে আর আমাদের ব্যবসাও হালাল হবে।
ইসলামে ব্যবসা করা হালাল কিন্তু সুদ খাওয়া হারাম । কিন্তু আমরা প্রতিনিয়ত কিছু লাভের আশায় ফরেক্সে ট্রেড করছি । এখন এই কাজ টা বা ফরেক্স ব্যবসাটা হালাল হচ্ছে কিনা তা জানি না । সব ব্যবসায় তো লাভ লস থাকে তেমনি ফরেক্সে ও লাভ লস হচ্ছে । যখন ট্রেড করি তখন লাভ হয় না কিন্তু এক সময় এটা লাভে পরিনত হয় । তখন এই লাভকে কি হিসাবে ধরবো বুঝতে পারি না । এটা তো লাভ তাহলে এটা কি হারাম না হালাল তা জানি না । কেউ জানলে বলবেন প্লিজ । সব কিছুর ভেতরেই লাভ আছে ।