-
অর্থাৎ আপনি যে পেয়ারেই ট্রেড করেন না কেনো সেই পেয়ারের গতি বিধি বা ট্রেন্ড অবশ্যই কনফার্ম হতে হবে৷মনে রাখবেন এই গতি বিধি বা ট্রেন্ড ৩ প্রকার৷আপ ট্রেন্ড,ডাউন ট্রেন্ড এবং সাইড ওয়ে ট্রেন্ড৷ বিশ্বের সকল ট্রেডারগণ পেয়ারের এই সকল গতি বিধি বা ট্রেন্ড এনালাইসিস করেই ট্রেড করছেন৷
-
আমি আগে নিজে কখনো হাওয়ার টাইমফ্রেম দেখে ট্রেড করি নাই। কারন আমি মনে করতাম ছোট টাইওফ্রেম দেখে বেশি লাভ করা যায়। আসলে ব্যাপারটি তা নয়। বড় টাইমফ্রেম দেখে বড় প্রফিট করা যায়। বড় প্রফিট এর আশা করতে চাইলে মার্কেট খুব সুন্দরভাবে এনালাইসিস করতে হবে।
-
হ্যা ভাই অনেক ভাল কথাই বলেছেন, আমাদের প্রত্যেকটা ট্রেডারের উচিত যে কোন ট্রেডে যাওয়ার আগে অন্তত একবার ভালভাবে দেখা যে মার্কেটটা আসলে কি আপট্রেন্ডে নাকি ডাউনট্রেন্ডে, এরপর আপনি বাই অথবা সেলের জন্য এন্ট্রি নিতে পারেন । এবং পরিশেষে বলব মার্কেটের ট্রেন্ড দেখা খুবই সোজা কাজ আপনি স্ক্রিনের মধ্যে মার্কেটটাকে একটু ছোট করে নিলেই দেখেই ট্রেন্ডটা বুঝতে পারবেন । এরপর আপনি একটা মুভিং এভারেজ নিয়েও ট্রেন্ড ফলো করতে পারেন ।
-
আমি মনে করি ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে প্রথমেই ফরেক্স ট্রেড এর সব ধরণের নিয়মনীতি এবং বিধিনিষেধ সম্বন্ধে সম্পূর্ণ ধারণা রাখা অত্যাবশকীয় । কারন ফরেক্স ট্রেড করতে হলে আপনাকে প্রথমে ডেমু ট্রেড করে নিজেকে অভিজ্ঞ করে তুলতে হবে । কারন ফরেক্স ট্রেড করতে আপনি বাই এবং সেল দিতে হলে আপনাকে অবশ্যই ফরেক্স ট্রেড এবং কারেঞ্চী সম্পর্কে সম্পূর্ণ জানা প্রয়োজন । ধরুন আপনি ট্রেড করতে বাই বা সেল দিবেন আপনি যদি বাই বা সেল দিতে নিজে আত্মবিশ্বাসী না হন তাহলে আপনি লস এ পরার সম্ভাবনা থেকে যাবে ।।
-
আপনারা যেই পেয়ারটিতে Sell বা Buy এন্ট্রি করে ক্রয়-বিক্রয় করতে চান সেই পেয়ারটির টেকনিক্যাল অ্যানালাইসিস করা অত্যন্ত জরুরী৷প্রথমেই আপনি আপনার ট্রেডিং চার্টে পেয়ারটির ট্রেন্ড কী ধরনের রয়েছে-আপট্রেন্ড না ডাউনট্রেন্ডে রয়েছে নাকি সাইডওয়ে ট্রেন্ডে রেনজিং করছে ??? সংশ্লিষ্ট পেয়ারটির সাপোর্ট লেভেল অথবা রেজিস্টার লেভেল কোথায় কোথায় রয়েছে সেটি লক্ষ্য করবেন, সেটা প্রথমে নিশ্চিত হতে হবে,এরপর আপনাকে দেখতে হবে প্রাইসের ইনডিসিশান ক্যান্ডেল তৈরি করছে কিনা ? এরপর দেখবেন সংশ্লিষ্ট পেয়ারটির উপর কি ধরনের নিউজ ইম্প্যাক্ট আসছে ? নিউজ ইম্প্যাক্ট এর সাথে টেকনিক্যাল এনালাইসিসের একটা সমন্বয় খোঁজার চেষ্টা করবেন৷এইভাবে যদি আপনি মোটামুটি একটু নিশ্চিত হতে পারেন যে পেয়ারটির প্রাইস এখন বৃদ্ধি পাবে অথবা হ্রাস পাবে... তারপর আপনি এন্ট্রি করার সিদ্ধান্ত নিতে পারেন৷আর এই সবগুলোর জন্য অবশ্যই আপনাকে খুব ভালোভাবে ট্রেন্ড এবং সাপোর্ট/রেজিস্ট্যান্স লেবেলগুলো নিশ্চিত হতে হবে৷তাহলে আপনারা খুব সহজেই পেয়ারটি ঊর্ধ্বমুখী না নিম্নমুখী পরিষ্কার বুঝতে পারবেন৷
-
শুধু উর্ধমূখী বা নিম্ন মুখী দেখে বাই-সেল দিলে হবে না। আরও অনেক কিছু দেখতে হবে আর এই দেখাগুলোকে বলা হয় এনালাইসিস। একটি ট্রেড নেওয়ার জন্য অন্তত ৫টি এনালাইসিস করতে হবে যেমন : ১। মার্কেট এর ট্রেন্ড কি? : আপট্রেন্ড / ডাউনট্রেন্ড/ সাইডওয়ে। ২। এখন যদি আপট্রেন্ড হয় তাহলে বাই নিতে হবে কয়েকটি সিস্টেম উপর যেমন: সাপোর্ট এন রেজিস্ট্যান্ড ব্রেক অথবা রির্ভাসাল মুভমেন্ট দেখে বাই নিতে হবে। ৩। আবার রিট্রেমেন্ট দেখতে হবে। ডাউনট্রেন্ড কেও এই একই ভাবে চেক করে তার সেল নিতে হবে।৪। রিস্ক রিওযার্ড দেখতে হবে। ৫। ক্যান্ডেলস্টীক এর ফর্মেশন দেখতে হবে। সাইডওয়েতে শুধু মাত্র আপনি শর্টটার্মে ট্রেড করতে পারেন লং টার্মে সম্ভব নয়।
-
এটি বোঝাটা যথেষ্ট কঠিন বলে আমি মনে করি । এটি বোজার জন্য আমাদের বিভিন্ন এনালাসিস এর উপর নির্ভর করতে হয় । মূলত মার্কেট এর টেন্ড বোঝার জন্য আমরা বিভিন্ন রকম ইনন্ডিকেটর ব্যবহার করতে পারি । এসব ইন্ডিকেটর এর মাধম্যে আমরা মার্কেট কোন দিকে যাবে সে সম্পর্কে একটি ধারনা করতে পারি ।
-
আমি মনে করি যে, ফরেক্স ব্যবসায় এর মার্কেটে এটি একটি চিরন্তন সত্য যে আপনাকে মার্কেটে ট্রেড করার আগে অবশ্যই মার্কেট এ্যনালাইসিস করে ট্রেড নিতে হবে । আপনি যদি মার্কেট এ্যনালাইসিস না করে ট্রেড করে থাকেন তাহলে মার্কেটে আপনি লস করবেন এটাই স্বাভাবিক । তাছাড়া মার্কেটে কখনও ট্রেন্ডের বিপরীতে ট্রেড করে লাভবান হওয়া যায় না । এই বিষয়টি মাথায় রেখে ট্রেড করতে হবে ।
-
ফরেক্স ট্রেডিং থেকে প্রফিট করতে হলে প্রত্যেকটা ট্রেডার কে যেকোনো কারেন্সি দ্যান করার পূর্বে অবশ্যই ভেবে দেখা দরকার যে মার্কেটের অবস্থান কি এখন ঊর্ধ্বমুখী নাকি নিম্নমুখী,কারণ যদি কোন ট্রেডার এটা সঠিক ভাবে বুঝতে না পেরে নিজের ইচ্ছামত বাই অথবা সেল ট্রেড ওপেন করে থাকে তাহলে লাভ করার পরিবর্তে লস করার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এমনকি অতিরিক্ত লস করার ফলে তার ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে। তাই অবশ্যই প্রত্যেকটা ট্রেডারের সঠিকভাবে মার্কেট এনালাইসিস করে ধারণা নেয়া উচিত যে মার্কেটে এখন উপরের দিকে যাবে নাকি নিচের দিকে নামবে, যদি বর্তমান অবস্থা থেকে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে অবশ্যই তার বাই ট্রেড নেওয়া উচিত, আর যদি নিচে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেল ট্রেড করা উচিত।
-
এই ফরেক্স মার্কেটে আমি নতুন। তাই আমার মার্কেট সম্পর্কে খুব একটা ধারনা নাই। তবে ডেমো অ্যাকাউন্ট এর মাধ্যমে আমি মার্কেট সম্পর্কে বুঝার চেষ্টা করছি,,, মার্কেটের মুভমেন্ট বোঝার চেষ্টা করছি যে,,, মার্কেট ঊর্ধ্বমুখী না নিম্নমুখী,,, যদি মার্কেট ঊর্ধ্বমুখী হয়,,, তাহলে আমরা ট্রেড বাই ধরবো,,, আর যদি মার্কেট নিম্নমুখী হয়,,,, তাহলে আমরা ট্রেড সেল ধরবো,,, তাই ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে মার্কেট এনালাইসিস করাটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এক্ষেত্রে আপনাদের মতামত আশা করছি,, ধন্যবাদ।