-
আমরা সকলেই জানি যে ফরেক্স মার্কেট সপ্তাহে ৫দিন খোলা থাকে ।এবং এই পাঁচ দিনের চব্বিশ ঘন্টাই ট্রেড করা যায়। কারন এই চব্বিশ ঘন্টাই মার্কেট কম বেশি ওঠা নামা করে থাকে। তবে সবসময় মার্কেটে একরকম মুভ থাকে না। যখন দুইটি সেশন ওভার ল্যাপ করে তখন মার্কেটে খুব মুভ করে। তখন ট্রেড করা উচিত এছাড়াও সপ্তাহের মাঝামাঝি মার্কেটে ভালো মুভ করে। তখনও ট্রেড করা যায়।আর আমাদের দেশের সময় অনুযায়ী মার্কেট বেশি মুভ করে দুপুর দুইটা থেকে রাত দশটা পর্যন্ত।
-
ফরেক্স মার্কেট সপ্তাহে৫ দিন আর দিনে ২৪ ঘন্টা খোলা থাকে।আপনি এই ২৪ ঘন্টার যেকোন সময় ফরেক্স এ ট্রেড করতে পারেন।ফরেক্স এ ট্রেড করার কোন সময় ভাল এমন নির্দিষ্ট কোন সময় আছে কিনা আমার জানা নেই।আমার যেটা জানা সবসময় মার্কেটের দিকে নজর দিতে হবে মার্কেট যখন বেশি মুভ করবে তখন ট্রেড এন্ট্রি করতে হবে।
-
ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিন ২৪ ঘন্টা খোলা থাকে।শনিবার ও রবিবার বন্ধ থাকে।এই দুই দিন ব্যতিরেকে অন্য সময় মার্কেট পুরো সময়টা খোলা থাকে।এই সময়ের মধ্যে যেকোনো সময় ট্রেড করা যেতে পারে। কিন্তু ফরেক্স মার্কেটের নিয়ম অনুযায়ী বাংলাদেশ সময় বিকাল ৪ টা থেকে রাত ৯ টা ও রাত ১১টা থেকে ৩ টা পর্যন্ত মার্কেট খুব বেশি ওঠানামা করে।কিন্তু দিনে ট্রেড করার জন্য সবচেয়ে ভালো সময় দুপুর ২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। এই সময়ে মার্কেট আপ ডাউন করে।তাই এই টাইম টাই উত্তম।
-
ফরেক্স মার্কেট সপ্তাহের ৫ দিন ২৪ ঘন্টা করে খোলা থাকে, এই ২৪ ঘন্টার মধ্যে যেকোনো সময়ে আপনি চাইলে ট্রেডিং করতে পারবেন, তবে সব সময় মার্কেট একই রকম ওঠানামা করে না,তাই যেকোনো সময় ট্রেড করে আপনি ভাল প্রফিট করতে পারবেন না,তাই যে সময় মার্কেট সব থেকে বেশি মুভ করে থাকে সে সময়ে ট্রেড করতে হবে, তাহলে আপনি ভালো মানের প্রফিট করতে পারবেন,তবে আমার দেখা মতে ২৪ ঘন্টার মধ্যে রাত ৮ টা থেকে ২ টা পর্যন্ত মার্কেট সব থেকে বেশি মুভ করে, আর এই সময় ট্রেডিং করাই আমার কাছে সুবিধাজনক বলে মনে হয়,
-
ফরেক্স করার জন্য আমি যতটুকু জানি নির্ধারিত কোনো সময় নেই। সপ্তাহে দুই দিন ব্যতীত পাঁচদিন ফরেক্স মার্কেট দিন রাত খোলা থাকে। বিশ্বের বিভিন্ন দেশের ট্রেডাররা ফরেক্সে বিজনেস করে থাকেন। কেননা ফরেক্স একটি আন্তর্জাতিক মানের মুদ্রার বাজার যা বর্তমানে খুবই জনপ্রিয়। বিভিন্ন দেশের টাইম জোন বিভিন্ন রকম হয়ে থাকে তাই ফরেক্স করার জন্য নির্ধারিত কোনো সময় বেঁধে দেওয়া হয়নি। আমি সঠিকভাবে বলতে পারবোনা ফরেক্স দিনে ভালো না রাতে ভালো।হ্যাঁ তবে এতটুকু বলতে পারি যে দিনের কিছু কিছু সময় আসে যখন চ্যাট করলে লাভ হওয়ার সম্ভাবনা বেশি থাকে কেননা তখন মার্কেট খুব বেশি পরিমাণ মুভমেন্ট করে। ফরেক্স একটি স্বাধীন ব্যবসা যা যে কোন পেশার মানুষ করতে পারেন। যে কোন পেশার পাশাপাশি ফরেক্স চালিয়ে যেতে পারেন অবসর সময়ে।আপনি যদি ফরেক্স সম্পর্কে অভিজ্ঞ এবং দক্ষ হয়ে থাকেন তাহলে আপনি যে কোন সময় ফরেক্স করতে পারবেন বলে আমি আশা করি।
-
ব্যক্তিগতভাবে আমার জানামতে ফরেক্স ট্রেড করার সময় সেরা দিন বলে এমন কোন কিছু আছে কিনা আমি জানি না। তবে যেদিন আপনার সব গুলো ট্রেড আপনার এনালাইসিস মত টিপি পর্যন্ত যায় এবং পর্যাপ্ত পরিমাণ প্রফিট করতে পারেন সেদিনটাই সেরা বলে বিবেচিত হয়। আমি মনে করি যদি আপনি আপনার সেরা দিন খুজেন তবে ভূল করবেন। কেননা এমন দিন খুব কমই আসে।
-
সবসময় ই ট্রেড করা যায় তবে ৫দিন সপ্তাহে।২দিন ছুটি থাকে।তাছাড়া ২৪ঘণ্টার যেকোন সময়ে করা যাবে। তবে আপডেট নিউজ দেখে করা ভালো।এতো এনালাইসিস করতে সহজ হয়
-
আমরা্ সবাই জানি ফরেক্স মারকেট এর সেশন হল ৪ টা। একটা অস্ট্রেলিয়া, জাপান,লন্ডন, আর নিউ-ইয়ক। মারকেট সব চেয়ে বেশী মুভ করে নিউ-ইয়ক সেশন এ, তারপরেই মুভ করে বেশী লন্ডন সেশন এ। আর সব চেয়ে কম মুভ করে অস্ট্রেলিয়া সেশন বা জাপনা সেশন এ। যদি অস্ট্রেলিয়ান পেয়ার ট্রেড করতে চান তাহলে সকাল ভাল। আর বাকী সব পেয়ার এ লন্ডল সেশন থেকে শুরু করতে পারেন। আর স্ক্যালপারদের জন্য ভাল সেশন হল লন্ডন ও অস্ট্রেলিয়ান সেশন। আর লং ট্রেডার এর জন্য সব সেশনই ভাল।
-
ফরেক্স মার্কেট দিনের 24 ঘন্টাই খোলা থাকে আপনি চাইলে যে কোনো সময় ট্রেড করতে পারেন। সপ্তাহে দুই দিন শনিবার এবং রবিবার ফরেক্স মার্কেট বন্ধ থাকে এছাড়া বাকি 5 দিন ফরেক্স মার্কেট 24 ঘন্টাই খোলা থাকে এই 24 ঘন্টার যে কোন সময়ে মার্কেটের অবস্থা বুঝে ট্রেড করতে পারেন। তবে আমার পার্সোনাল মতামত হল দুপুরের দিকে এবং সন্ধ্যার দিকে মার্কেটে একটা আপডাউন আসে এই টাইমটা তে এনালাইসিস করে ডিলিট করলে আশা করি ভালো করতে পারবেন।
-
ফরেক্স মার্কেট সপ্তাহে 5 দিন খোলা থাকে এবং দুই দিন বন্ধ থাকে শনিবার এবং রবিবার আর যে 5 দিন মার্কেট খোলা থাকে 24 ঘন্টাই খোলা থাকে আপনি চাইলে এই পাঁচ দিনের যেকোনো সময় মার্কেটের অবস্থা বুঝে এনালাইসিস করে ট্রেড করতে পারেন। তবে আমার কিছু পার্সোনাল মতামত হল যে কোন ট্রেড করার পূর্বে এর মার্কেট অবস্থা এন্ট্রি পয়েন্ট নির্ধারণ এনালাইসিস মানি ম্যানেজমেন্ট সব কিছু হিসাব-নিকাশ করে ট্রেড করা। তবে আমার যেটা মনে হয় লাঞ্চের পর পর এবং ইভিনিং এর পর পর মার্কেটের আপডাউন একটু বেশি হয়ে থাকে এই টাইমটা তে যদি আপনি ভালো এন্ট্রি পয়েন্ট নিয়ে ট্রেড করতে পারেন তবে আশানুরূপ ভালো ফল পাবেন।