-
পার্ট টাইম ফুল টাইম বলে কোন ট্রেড নেই । আমি মনে করি সবাই ট্রেডার । আর ফরেক্স এমন কোন ব্যবসা নয় যেটাতে আমরা নিদ্দিষ্ট সময়ে করতে হবে । আমি মনে করি যে ফরেক্স িএমন একটা ব্যবসা যেটাতে আমরা ট্রেডিং করে সফল হতে হলে ফুল টাইম এর পিছনে সময় ব্যায় করতে হবে । আর নযত আমরা ভালো কচিূ করতে পারব না । ভালো ট্রেডার হতে হলে ভালো দক্ষতা থাকা জরুরী ।
-
টেকনিক্যাল অ্যানালাইসিস ফরেক্স মার্কেট এ খুবই গুরত্তপুরন। কারন আমি বেশিরভাগ সময় টেকনিকাল ট্রেড করে থাকি। টেকনিক্যাল অ্যানালাইসিস হছে মার্কেট বরতমান প্রাইচ দেখে ভবিষ্যত প্রাইচ কেমন হবে তা নিরনয় করা। বেশিরভাগ ট্রেডার টেকনিক্যাল অ্যানালাইসিস ফলো করে থাকে।
-
টেকনিক্যাল এনালাইসিস ফরেক্স মার্কেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ বেশির ভাগ ট্রেডার টেকনিক্যাল এনালাইসিস দ্বারা ফরেক্স মার্কেটে ট্রেডাররা ট্রেড করে থাকে। টেকনিক্যাল এনালাইসিস দ্বারা একজন ট্রেডার তার ট্রেডিং কৌশল ভবিষ্যতে কেমন ভাবে গড়ে তুলতে পারবেন তা সে খুব সহজেই অনুমান করতে পারে। আর আমার জানা মতে বেশির ভাগ ট্রেডার টেকনিক্যাল এনালাইসিস দ্বারা ফরেক্স মার্কেটে ফলো করে থাকে।
-
টেকনিক্যাল অ্যানালাইসিস ফরেক্স মার্কেট এ খুবই গুরত্তপুরন। কারন আমি বেশিরভাগ সময় টেকনিকাল ট্রেড করে থাকি। টেকনিক্যাল অ্যানালাইসিস হছে মার্কেট বরতমান প্রাইচ দেখে ভবিষ্যত প্রাইচ কেমন হবে তা নিরনয় করা। বেশিরভাগ ট্রেডার টেকনিক্যাল অ্যানালাইসিস ফলো করে থাকে।
-
ফরেক্স মার্কেটে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে analysis করে ট্রেড করা৷যেহতু এই মার্কেট স্পেকুলেটিভ মার্কেট অর্থাৎ এখানে অনুমান করেই ট্রেড করতে হয় তাই আমরা কখন Buy এন্ট্রী করবো এবং কখন Sell এন্ট্রি করবো এবং কখন ট্রেড করবো না- এই সব কিছুই নির্ভর করে অ্যানালাইসিসের ওপর৷ফরেক্স মার্কেটে তিন ধরনের অ্যানালাইসিস রয়েছে তার মধ্যে টেকনিক্যাল এনালাইসিস অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়৷টেকনিক্যাল এনালাইসিস করতে হলে আমাদেরকে নিজ নিজ নির্দিষ্ট টাইম ফ্রেম অনুসারে Trading chart গুলোতে বিভিন্ন ধরনের ইন্ডিকেটর দিয়ে অথবা সম্পূর্ণ ইন্ডিকেটর মুক্ত শুধুমাত্র candlestick গুলো analysis করেও এনালাইসিস করা হয়৷মূলত কোনো নির্দিষ্ট কারেন্সি পেয়ারের নির্দিষ্ট ট্রেন্ড এবং support/resistance level গুলো নিশ্চিত হওয়ার জন্যই আমরা technical analysis করে থাকি৷আমরা যত ভালোভাবে টেকনিক্যাল এনালাইসিস করতে পারবো তত পরিষ্কারভাবে মার্কেট পরিস্থিতি বুঝতে পারবো এবং ট্রেড করতে সহজ হবে
-
ফরেক্স মার্কেটে টেকনিক্যাল এ্যনালাইসিস সবচেয়ে গুরুত্বপুর্ণ বিষয়।আপনি যদি নিউজ ট্রেডিং এর পাশাপাশি টেকনিক্যাল এ্যানালাইসিস ভাল করতে পারেন তাহলে অবশ্যই ফরেক্স মার্কেটে ভাল প্রফিট পেতে পারেন ।টেকনিক্যাল এ্যানালাইসিস ছাড়া প্রকৃত ট্রেডার হওয়া অসম্ভব।
-
ফরেক্স মার্কেট এ তিন ধরণের এন্যালসিস হয়ে থাকে
১.টেকনিক্যাল ২.ফান্ডামেন্টাল ৩.সেন্টিমেন্টাল, সব কয়টা এন্যালাইসিস শিখা এবং জানা প্রতেক ট্রেডার দের উচিত,সবচেয়ে জনপ্রিয় এন্যালাইসিস হলো টেকনিক্যাল এন্যালাইসিস,পূর্ব মার্কেট এর প্রাইস মুভমেন্ট দেখে চার্ট এন্যালাইস কে টেকনিক্যাল এন্যালিসিস বলে।
-
ফরেক্স মার্কেট এ টেকনিক্যাল অ্যানালাইসিসে বলতে বুঝায় আপনি শুধু চার্ট দেখে আনাল্যসিস করা ফরেক্স মার্কেট এ বেশির ভাগ ট্রেডার টেকনিক্যাল অ্যানালাইসিসে করে ট্রেড কারন ফরেক্স মার্কেট এ টেকনিক্যাল অ্যানালাইসিসে করেই অনেক ভাল লাভ করা যায় এমন কি বাংলাদেশ এর বেশির ভাগ ট্রেডার টেকনিক্যাল অ্যানালাইসিসে করে ট্রেড করে থাকে তাই আপনি চাইলে আপনিও টেকনিক্যাল অ্যানালাইসিসে করে অনেক ভাল লাভ করতে পারেন ফরেক্স মার্কেট এ
-
আমার জানা মতে ফরেক্স মার্কেটে দুই দরনের এ্যানালাইসিস হয়ে থাকে।টেকনিক্যাল এ্যানালাইসিস এবং ফান্ডামেন্টাল এ্যানালাসিস।ট্রে করতে হলে আপনাকে অবশ্যই এ্যানালাইসিস দুটির সমন্বয়ে এ্যানালাইসিস করে ট্রেড করতে হবে।ফান্ডামেন্টা এ্যানালাসিস এর অপর নাম নিউজ ট্রেডিং।
-
আসলে চার্টের প্যার্টান মিলিযে কাজ করার প্রকিয়াটাই হচ্ছে এখানে টেকনিক্যাল অ্যানালাইসিস। তাই এটাকে আপনি বিভিন্নভাবে এখানে করতে পারবেন। যেমন অনেকেই দেখবেন, কেউ সাপোর্ট-রিজিসট্যান্স মিলিয়ে ট্রেড করছে, আবার কেউবা সুয়িংভাবে চেনেলের মাধ্যমে অথবা অন্য যে কোনভাবে তবে চার্টের মধ্যেই। সুতরাং এটাই হল এখানে টেকনিক্যাল অ্যানালাইসিস।