-
ফরেক্স মার্কেটের সেন্টিমেন্ট খুব জটিল একটা কাজ । আমরা সব সময় বেশী বেশী দক্ষতা অর্জন করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । সুতরাং আমরা দক্ষতা অর্জন করার চেষ্টা করব তাহলেই আমরা সফলকাম হতে পারব । সুতরাং আপনারাও এই ব্যবসা ধৈর্য্যের সহিত করার চেষ্টা করবেন তাহলেই লাভবান হতে পারবেন ।
-
ফরেক্সে তিন ধরনের এনালাইসিসের মাঝে একটি হচ্ছে সেন্টিমেন্টাল এনালাইসিস। সেন্টিমেন্টাল এনালাইসিস তাকেই বলে ট্রেডার যখন এনালাইসিসের ক্ষেত্রে নিজের মতামত দেয়। মার্কেটের গতিপ্রকৃতি নিয়ে প্রত্যেকটা ট্রেডারেরই আলাদা ধারনা থাকে, আলাদা মতামত থাকে, আলাদা ব্যাখ্যা থাকে। এতে তার অনুমানও আলাদা হয়। এটাই হলো মার্কেট সেন্টিমেন্ট।
-
আসলে ফরেক্স এর আমরা যতই এনালাইসিস করি না কেন? মার্কেট এর সেন্টিমেন্ট যদি বুঝতে না পারি তাহলে পুরো ব্যপারটিই বিফলে যাবে সুতরাং মার্কেট সেন্টিমেন্ট বুঝতে পারাটা জরুরী। তাই মার্কেট এর সঙ্গে যদি বেশী দিন লেগে থাকা যায়, সেন্টিমেন্টের উপর ভর করে কোন ব্যবসা করা যায় না । আর ফরেক্স মার্কেটে সেন্টিমেন্টাল এনালাইসিস বলতে খুব কার্যকরী কিছু আছে, সেটা আমি মনে করি না কারণ এই বিষয়টা আমাদের কল্পনামাত্র ।
-
ফরেক্স মার্কেটে মার্কেট সেন্টিমেন্ট বোঝা খুবই গুরুত্বপূর্ণ। ফরেক্স মার্কেটে মার্কেট সেন্টিমেন্ট একেকজনের একেক রকম হয়ে থাকে। আর এই বিভিন্নতার কারণেই একই পেয়ারে ট্রেড করে কেউ লাভবান হচ্ছেন আবার কেউ ক্ষতিগ্রস্থ হচ্ছেন। টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল এনালাইসিস এর সাথে সেন্টিমেন্টাল এনালাইসিস অঙ্গাঙ্গিভাবে জড়িত। এ তিনটি অ্যানালাইসিসের কোন একটিকে বাদ দিয়ে সঠিক এনালাইসিস করা সম্ভব নয়। ফরেক্স ট্রেডিংয়ে সেন্টিমেন্টকে প্রোপার ইউজ না করতে পারলে কখনোই কাঙ্ক্ষিত ফলাফল এক্সপেক্ট করা যায় না।
-
মার্কেট সেন্টিমেন্ট হল ফরেক্স এর জন্য আন্নতম গুরুত্যপুরন বিষয়। যদি আমাদের পরিপুরন মার্কেট সেন্টিমেন্ট সম্পর্কে ধারনা না থাকে তাহলে আমরা লস এর সম্মুখীন হব। কারন ট্রেড করার আগে আমাকে আবশই মার্কেট সেন্টিমেন্ট টা মাথাই রাখতে হবে। আর ফরেক্স মার্কেট হল একটা বিশাল পরিধির অর্থনৈতিক মার্কেট যেখানে আমরা সারাবিশ্বের অসংখ্যা ট্রেডার ট্রেড করে থাকি । আর সব ট্রেডারের সেন্টিমেন্ট যে দিকে বেশি মার্কেট সাধারণত সেদিকেই ঝুকে যায় ।
-
ফরেক্স করতে হলে আপনাকে মার্কেট এর সেন্টিমেন্ট বিষয়টি বুঝতে হবে। আপনি যদি মার্কেট সেন্টিমেন্ট বুঝে ট্রেড করতে পারেন তাহলে আপনি সফল হবেন। তাই ট্রেড করার আগে মার্কেট সেন্টিমেন্ট বুঝার চেষ্টা করুন। এ তিনটি অ্যানালাইসিসের কোন একটিকে বাদ দিয়ে সঠিক এনালাইসিস করা সম্ভব নয়। ফরেক্স ট্রেডিংয়ে সেন্টিমেন্টকে প্রোপার ইউজ না করতে পারলে কখনোই কাঙ্ক্ষিত ফলাফল এক্সপেক্ট করা যায় না।
-
ফরেক্সে তিন ধরনের এনালাইসিসের মাঝে একটি হচ্ছে সেন্টিমেন্টাল এনালাইসিস। সেন্টিমেন্টাল এনালাইসিস তাকেই বলে ট্রেডার যখন এনালাইসিসের ক্ষেত্রে নিজের মতামত দেয়। মার্কেটের গতিপ্রকৃতি নিয়ে প্রত্যেকটা ট্রেডারেরই আলাদা ধারনা থাকে, আলাদা মতামত থাকে, আলাদা ব্যাখ্যা থাকে। এতে তার অনুমানও আলাদা হয়। এটাই হলো মার্কেট সেন্টিমেন্ট।ট্রে করার আগে আমাকে আবশই মার্কেট সেন্টিমেন্ট টা মাথাই রাখতে হবে। আমকে আবশই ভাল করে দেখে নিতে হবে আমি যেখানে ট্রেড করছি তা কি উপরের দিকে জাছছে নাকি নিচের দিকে । তাই মার্কেট সেন্টিমেন্ট খেয়াল রাখতে হবে।
-
সেন্টিমেন্ট হল ফরেক্স এর জন্য আন্নতম গুরুত্যপুরন বিষয়। যদি আমাদের পরিপুরন মার্কেট সেন্টিমেন্ট সম্পর্কে ধারনা না থাকে তাহলে আমরা লস এর সম্মুখীন হব। কারন ট্রেড করার আগে আমাকে আবশই মার্কেট সেন্টিমেন্ট টা মাথাই রাখতে হবে। আমকে আবশই ভাল করে দেখে নিতে হবে আমি যেখানে ট্রেড করছি তা কি উপরের দিকে জাছছে নাকি নিচের দিকে । ফরেক্স মার্কেটে যদি কেউ ভাল করতে চায় তবে ফরেক্স মারকেটে তাকে নিয়মিত থেকে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হবে এবং নতিন নতুন এনালাইসিস করতে হবে।
-
কাজ সফলতার জন্য সর্ব ক্ষেত্রে দক্ষতা এবং অভিজ্ঞতা চায় দক্ষতা ও অভিজ্ঞতা ছাড়া আসলে কোন কাজে টিকে থাকা খুব একটা সহজ কাজ নয় ফরেক্স মার্কেটে অবশ্যই আমাদের মেধা শ্রম দক্ষতা এবং অভিজ্ঞ তারা টিকে থাকতে হয়। ফরেক্স ট্রেডের ক্ষেত্রে সেন্টিমেন্টাল এনালাইসিস তেমন কার্যকর না। কারন নিজের মতামতের উপর কখনো মার্কেট মুভমেন্ট করে না। টেকনিক্যাল এনালাইসিস ও ফান্ডামেন্টাল এনালাইসিস করার পর নিজে যা মতামত প্রকাশ করা হয় তাই সেন্টমেন্টাল। ফরেক্স মার্কেট তার নিজশ্ব গতিতে চলে তাই সেন্টমেন্টাল হয়ে ট্রেড করা উচিৎ নয়।
-
আমাদের প্রত্যেককে ট্রেড করার জন্য নিজস্ব আলাদা আলাদা কৌশল অবলম্বন করার মাধ্যমে ট্রেড করে থাকি। একে অপরের সঙ্গে যুক্ত ট্রেডিং কৌশল মিল নাও থাকতে পারে। সাধারণত আমি যেভাবে ট্রেড করি সেটা হল মার্কেট এনালাইসিস এর পাশাপাশি ফরেক্স নিউজ ক্যালেন্ডার অনুসরণ করে ইন্ডেক্স অনুসরণ করে ট্রেড করে থাকি। এই পদ্ধতি আমি ব্যবহার কাউন্টের যাচাইয়ের পর পরবর্তীতে প্রয়োগ করি। যার ফলে আমার প্রফেট হওয়ার সম্ভাবনা পর্যাপ্ত থাকে।