ফরেক্সে অদক্ষতার কোন যায়গা নাই এখানে প্রফিট করতে হলে আগে জ্ঞান অরজন করতে হবে তার পঅর ব্যাবসা । পুজি যাই হোক না কেন যদি দক্ষতা থাকে তবে কিছু না কিছু আয় হবেই ।
Printable View
ফরেক্সে অদক্ষতার কোন যায়গা নাই এখানে প্রফিট করতে হলে আগে জ্ঞান অরজন করতে হবে তার পঅর ব্যাবসা । পুজি যাই হোক না কেন যদি দক্ষতা থাকে তবে কিছু না কিছু আয় হবেই ।
এ কথাটা আমরা সবাই জানি যে, অল্প বিদ্যা ভয়ংকর। কিন্তু আমরা নিজেরাই মানি না। কিন্তু ফরেক্স এর ক্ষেত্রে শুধু জানলেই হবে না। কথাটা মানতেই হবে। তা না হলে আপনি আপনার সর্বত্র হারিয়ে বসবেন। ফরেক্স সম্পর্কে আপনার যত বেশি অভিজ্ঞতা হবে আপনি তত বেশি সফল হতে পারবেন। তাই আপনাকে আগে ফরেক্স জানতে হবে তারপরে ফরেক্স করতে হবে।
আমার মনে হয় ফরেক্স সম্মন্ধে অল্প বিদ্যা অর্জন বা পরিপূর্ন ফরেক্স জ্ঞান অর্জন না করে ফরেক্সেরর রিয়েল একাউন্টে কাজ করা উচিৎ নয় তা না হলে হিতে বিপরিত হতে পারে। তাই আগে ফরেক্স সম্পর্কে পরিপূর্ন জ্ঞান অর্জন করে রিয়েলভাবে ট্রেড করা উচিৎ।
অল্প বিদ্যা সর্বদাই ভয়ংকর । আমরা যদি সঠিক পরিমাণে অভিজ্ঞতা এবং দক্ষতা অর্জন না করে ট্রেড করতে যায় তবে নিশ্চিতভাবেই ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে । ফরেক্সে ট্রেড করে লাভবান হতে হলে আগে ফরেক্স বিষয়ে সম্পূর্ণরুপে নিজেকে অভিজ্ঞ তথা দক্ষ করতে হবে । আর দক্ষ করার বিষয়টা আসবে ঠিক তখনই যখন বেশি পরিমাণে জ্ঞান চর্চায় সম্পৃক্ত থাকব ।
অল্প বিদ্যা দিয়ে যাইহোক ফরেক্সে বেশি দিন টিকা যায়না।তবে আমাদের বিদ্যা বাড়াবইবা কই।সরাসরি কোন এক্সপার্ট যদি পেতাম একটু কাজে দিত।
ব্যক্তিগতভাবে আমার মতামত অল্প বিদ্যা ভয়ংকর প্রবাদটির যথাযত প্রতিফলন ঘটে ফরেক্স ব্যবসায় । কারন এখানে আপনি কম জেনে আসলে ধরা খাবেন এতে কোন সন্দেহ নেই । তাই ফরেক্স মার্কেটে আসার আগে ভাল করে ফরেক্স শিখে নিন । বেশি বেশি করে ডেমো ট্রেড করুণ , তাহলে শিখতে পারবেন ।
অল্প বিদ্যা সত্যি খুব ভয়ংকর কারন আপনি যদি অল্প জ্ঞান নিয়ে ফরেক্স মার্কেট এ কাজ করতে আসেন তাহলে আপানার মুল্ধন খুব তাড়াতাড়ি হারাবেন।তাই আগে শিখে বুঝে তারপর ফরেয মার্কেট কাজ করা উচিত।আর আমি মনে অল্প মুল্ধন দিয়ে ফরেক্স মার্কেটে ব্যবসা করা যাই যদি সে মার্কেট সম্পর্কে ভাল দক্ষতা অরজন করতে পারে।
অল্প বিদ্যা ভয়ংকর ও নিজের ক্যরিয়ারের জন্য ক্ষতি।কারন অপ্ল জ্ঞান নিয়ে আপনি ফরেক্স মার্কেট কাজ করলে আপনি লস করবেন।যেকোন কাজ করার আগে আগে সেই বিষয় এর সব কাজ শিখে নিতে হবে।তেমনি ফরেক্স মার্কেটের কাজ করতে হলে আগে মার্কেট এনালাইসিস সম্পর্কে ভাল করে বুজতে হবে।
ফরেক্স মার্কেটে অল্প বিদ্যা ভয়ংকর । যে যত বেশী বিদ্যা শিখবে তার তত বেশী লাভবান হতে পারবে । অামরা বেশী বেশী বিদ্যা শিখতে পারব যদি ধৈর্য্যের সহিত কাজ করব তাহলেই অামরা লাভবান হতে পারবে । অামরা অল্প বিদ্যা নিয়ে কখনোই ফরেক্স মার্কেটে কাজ করব না ।
হ্যা ভাই ফরেক্স এমন একটা ব্যবসা যে ব্যবসা সম্পর্কে আপনি ভাল ভাবে না জানলে ভাল করে না শিখলে ফরেক্স সম্পর্কে অভিজ্ঞতা অর্জন না করলে আপনি ফরেক্স ব্যবসা করতে পারবেন না।ফরেক্স মার্কেটে আসার আগেই তা ভাল করে ফরেক্স শিখে নিন।