-
আবেগের বশবর্তী হয়ে ট্রেড করলে নিশ্চিতভাবে ধরা খেতে হবে । ট্রেড করতে হবে আবেগকে কন্ট্রোল করার মাধ্যমে । সৃষ্টির নিয়ম অনুযায়ী কোন মানুষ আবেগহীন হতে পারেনা একমাত্র পশু ব্যাতিত ! কারো মাঝে আবেগ বেশি আবার কারো মাঝে আবেগ কম । ফরেক্স ব্যবসার ক্ষেত্র্রে আবেগের কাছে নিজেকে সমর্পন করে দিলে হবেনা । কারণ আপনি যদি আবেগি হয়ে মার্কেট অবস্থাকে কোনরুপ পাত্তা না দিয়ে ট্রেড দেন তবে আপনি সফল হতে পারবেন না ।
-
সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষের মাঝে অবশ্যই আবেগ রয়েছে । তবে সে আবেগকে আমাদের সঠিক ভাবে যথার্থ পথেই ব্যবহার করতে হবে । ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেডিং করি তারা জানি যে এই মার্কেটে ট্রেড করে সফল হতে হলে আমাদেরকে অনেক বেশি পরিমাণে নিজের আবেগকে নিয়ন্ত্রন করার মাধ্যমে আত্ননিয়ন্ত্রনের চেষ্টা করতে হবে । আর যত বেশি আমরা অাত্নপ্রত্যয়ী হব তত বেশি পরিমাণে নিজের নিয়ন্ত্রনের মধ্য থাকতে পারব ।
-
না , কখনোই আবেগহীন ট্রেড করলে সফল হওয়া সম্ভব নয় । যে ট্রেডার আবেগহীন ট্রেড করবে সে অবশ্যই লসে পড়ে যাবে । সুতরাং আমরা কখনোই আবেগহীনভাবে ট্রেড করব না । আগে দক্ষতা অর্জন করব তারপর এই ব্যবসা শুরু করব তাহলেই লাভবান হতে পারব ।
-
ফরেক্সে মার্কেটে আপনি দক্ষ হলে আপনার আয় কেউ থেমে রাখতে পারবে না।নিজেকে দক্ক হিসেবে গড়ে তুলতে হলে আপনাকে অবশ্যই মার্কেটের পিছনে অনেক সময় ব্যয় করতে হবে।মার্কেটে আপনি যত দক্ষ হবেন আপনি তত বেশি সফলতা পাবেন।
-
আমারা ফরেক্স মার্কেটে ট্রেডিং করার সময় বেশি আবেগ নিয়ে ট্রেডিং করে থাকি তা আমাদের মুটেও ঠিক না তাই ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে আবেগ নিয়ে ট্রেডিং করা যাবেনা মার্কেটের মুভমেন্ট বা গতি এনালাইসিস করে ট্রেডিং করতে পারলে অনেক ভাল প্রফিট করা যাবে,আমাদের ফরেক্স থেকে ভাল প্রফিট হবে।
-
মানুষ হিসেবে আমরা কখনো আবেগহীন হতে পারি না । কারণ আবেগহীন হওয়া মানেই পশুত্বের স্তরে চলে যাওয়া । তবে আমরা আমদের আবেগের বহিঃপ্রকাশটাকে অনেক বেশি পরিমাণে নিয়ন্ত্রন করতে পারি । আমি মনে করি যে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদেরকে অনেক বেশি পরিমান আত্ননিয়ন্ত্রন করা শিখতে হবে ।
-
আবেগে ট্রেড করলে লস করা যাবে কিন্তু সফল হওয়া যাবে না। মানুষ আবেগ প্রবন একটা জাতি। ফরেক্সে ট্রেড করতে এসে কেউ যদি আবেগ দেখায় তাহলে সে কোন দিন সফল হতে পারবেনা। ফরেক্সে সফল হতে হলে নিজেকে কন্ট্রোল করতে হবে। যে ট্রেডার নিজেকে কন্ট্রোল করতে পারে সেই ফরেক্সে সফল হয়।
-
আমদের সবার মাঝেই আবেগ আছে, তবে আবেগ দিয়ে সঠিক সিধধান্ত নেওয়া কঠিন। বিশেষ করে ফরেক্স ট্রেডিং এর জন্য আরও বেশি কঠিন। কারন এখানে আবেগের সাথে ট্রেড করলে লস হওয়ার সম্ভবনা থাকে। তাই ট্রেড করার সময় আবেগকে দূরে রেখে মার্কেট পর্যালোচনা করে বুঝে শুনে ট্রেড করার কোন বিকল্প নেই যদি লাভ করতে এবং দীর্ঘদিন ফরেক্স মার্কেটে টিকে থাকতে চাই।
-
আমি বলবো প্রতিটা মানুষেরই মাঝে আবেগ জিনিসটা আছে। কারো মাঝে এটা বেশি আবার কারো মাঝে এটা কম। কিন্তু এই আবেগের বশবর্তী হয়ে ট্রেড করলেই ধরা খেতে হবে। সর্বোপরি ট্রেডের ক্ষেত্রে আমাদের অবশ্যই আবেগ পরিহার করতে হবে। ট্রেডের ক্ষেত্রে আবেগ থাকলে অনেক ভুল সিদ্ধাত নেয়া হয়, ট্রেড লসে ক্লোজ করা হয়। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি।
-
একজন সফল ট্রেডার হতে হলে আপনাকে আবেগবিহীন ট্রেড করতে হবে কখন ও হুট হাট ভাবে ট্রেড করা যাবে না ট্রেড করার পূবে অবষ্যই ভাল ভাবে র্মাকেট এনালাইসিস করতে হবে র্মাকেটের আপডেট নিউজ ফলো করতে হবে তার পর সকল ধরনের এনালাইসিস করে ট্রেড করতে হবে ।