এটা নির্ভর করে অভিজ্ঞতার উপর। ফরেক্সে অল্প সময়ে লাভ করা যায় একথা যেমন সত্য তেমনি খুব অল্প সময়েই লসে পড়াও স্বাভাবিক। লাভ করার কৌশলগুলো জানা থাকলে বড় রিস্ক নিয়ে ট্রেডিং করার সাহস অর্জন করা উচিত।
Printable View
এটা নির্ভর করে অভিজ্ঞতার উপর। ফরেক্সে অল্প সময়ে লাভ করা যায় একথা যেমন সত্য তেমনি খুব অল্প সময়েই লসে পড়াও স্বাভাবিক। লাভ করার কৌশলগুলো জানা থাকলে বড় রিস্ক নিয়ে ট্রেডিং করার সাহস অর্জন করা উচিত।
ফরেক্স মার্কেটে ব্যবসা করতে গেলে রিস্ক নিতে হয় তাই বলে এত রিস্ক নেয়া উচিত নয় যে আপনার ইনভেস্ট ০ হতে পারে।ফরেক্স মার্কেট এ প্রতিটা ট্রেডেই রিস্ক থাকে কারন মার্কেট যে কোন সময় টার্ন করতে পারে।কিন্তু আমাদের উচিত যে ইনভেস্টের উপর ৩ থেকে ৫% এর বেশি রিস্ক না নেওয়া।
এমন অনেকেই রয়েছে যারা ভাসাভাসা ধারনা নিয়ে ফরেক্স মার্কেটে নিজেদের অবির্ভাব ঘটিয়েছে। তাদের ভিতর বেশিভাগই মনে করে যে ফরেক্স রাতারাতি ধনী হওয়ার একটি মাধ্যম এখানে যে যত বেশি ঝুকি নিতে পারবে সে তত দ্রুত ধনী হবে কিন্তু এ ধারনাটির কোন ভিত্তি নেই।
কিছু পেতে হলে কিছু দিতে হয়। রিস্ক এমন একটা জিনিস যা নেওয়ার পর সয্য করার ক্ষমতাও রাখতে হবে। আজ যারা বড় হয়েছেন তারা রিস্ক নিয়েই বড় হয়েছে। আর ব্যবসায় রিস্ক না নিলে সফল হওয়া যায় না। অনেক সময় ফরেক্স এ রিস্ক নিয়ে ট্রেড করলেও অনেক ভাল ফল পাওয়া যায়। আর সবসময় লস করার মনমানসিকতা নিয়ে ট্রেড করতে হবে। প্রত্যেকটা ট্রেড এ যে লাভ হবে তা কিন্তু নয় লসও হতে পারে।
কথায় আছে " নো রিস্ক নো গেইন" । কিন্তু রিস্কটি ভেবে ও বুজে নিতে হবে । রিস্ক নেয়ার সময় ভালো করে হিসাব করে নিতে হবে ক্ষতি হলে তা পুষিয়ে নেয়ার মতো অবস্থা থাকবে কিনা । ফরেক্স টাকা উপার্জন করার স্থান কিন্তু জুয়া না । এটাকে জুয়া হিসাবে নিলে ও জুয়ার মতো একজলকে টাকা দ্বিগুণ করতে চাইলে আপনার সম্পর্ণ মূলধনটি হারাতে হতে পারে । ফরেক্স বুজে শুনে আস্তে আস্তে টাকা উপার্জনের বাজার এখানে ধৈর্য ধারণ করে অল্প অল্প আয়ের মাধ্যমে সাবলম্বী হতে হবে । তা নাহলে আমি ছালা দুটোই যাবে ।
ফরেক্স এ বড় রিস্ক নিয়ে ট্রেড করলে অনেক বেশী লাভবান ও হওয়া যায়। কিন্তু ফরেক্স এ ১০০% বলতে কিছু নেই। এটি একটি সম্ভাবনাময় ব্যবসা। এখানে বড় লট ট্রেড করলে একাউন্ট এর রিস্ক ও বেরে যায়। তাই কম রিস্ক নিয়ে ট্রেড করা ভালো।
কথায় আছে " ব্যবসা ঝুকি বহণের পুরুষ্কার " আপনি যদি ব্যবসা করতে যান আপনাকে একটা রিস্ক বা ঝুকি নিতে হবে। তবে এই কথার অর্থ এই নয় যে আমি ব্যবসায় নামলাম কিছু টাকা নিয়ে আর সব টাকা রাস্তা ঢেলে চলে আসলাম। প্রথমত আপনার মথায় লাভের চিন্তা থাকতে হবে এর জন্য একটি পলিসি তৈরি করে এপ্লাই করতে হবে লসের সকল সম্ভাবয় কারণ এডিয়ে চলতে হবে।তাই ফরেক্স মানি ম্যানেজমেন্ট মেনে আপনাকে ট্রড করতে হবে যত বড় রিস্ক নেন না কেন।
ব্যবসা করতে হলে রিক্স অব্যষই নিতে হবে তবে কখনও অতিরিক্ত রিক্স নেওয়া উচিত নয় , ফরেক্স ট্রেড করার সময় আপনি অব্যষই মানি ম্যনেজমেন্ট করে ট্রেড করতে হবে আর মানি ম্যনেজমেন্ট এর বাইরে যখনই আপনি ট্রেড করেবেন তখনই তা রিক্স এ পরিনত হবে তাই আার মতে মানি ম্যনেজমেন্ট এর বাইরে ট্রেড করা উচিত না।
ফরেক্স মার্কেটে বড় ধরনের রিস্ক নিয়ে ট্রেড করলে যদি ট্রেড ওপেন করা হই আর ঐ ট্রেড যদি আপনার বিপরিতে যাই তাহলে একাউন্ট ০ হবার সম্ভবনা অনেক বেশি থাকে।তাই উচিত মানি ম্যানেজম্যান্ট মেনে ট্রেড করা উচিত।ধরুন আপনার ব্যালেন্স ১০০ ডলার হই তাহলে লট ০.০১ এ ওপেন করা উচিত।
কখনও কখনও রিস্ক থেকে প্রফিট হলেও বেশি রিস্ক নিয়ে ট্রেড করা ঠিক না ট্রেডার রা বেশি প্রফিট অর্জন্নের জন্য অনেক বেশি রিস্ক নিয়ে ফেলে আর অধিকাংশ ট্রেডার তাদের একাউন্ট জিরো করে ফেলে।তাই সব সময় ট্রেড রিস্ক কম নিতে হবে,এবং অল্প অল্প করে প্রফিট নেয়ার চেষ্টা করতে হবে।