-
ফরেক্স মার্কেট এ কেউ লসের জন্য আসে না। তাই যখন ফরেক্স মার্কেট এর অবস্থা উলটাপালটা লাগে তখন আপনার পক্ষে ট্রেড না করা ভালো হবে।আপনি যদি ফরেক্স মার্কেট অবস্থা খারাপ দেখেন তখন আপনি অবশ্যয় ট্রেড করা থেকে বিরত থাকুণ।তবে আর একটি বিষয়ই না বললে হই না যে আপনি যদি ট্রেড না করেন তাহলে আয় করবেন কিভাবে। তাই ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো আনাল্যসিস করে ট্রেড করুন।
-
আমি মনে করি ফরেক্স ট্রেড লাভ লস উভাই তবে আমি লাভ করতে চায় কিন্তু লাভ করতে চায়লে তো সবসময় লাভ করা যায় না ,লসও যায় কারন এখনও ভাল অভিজ্ঞ ট্রেডার হতে পারেনি , আসলে লস করতে কেহয় চায় না।
-
-
এনালাইসিস গুলো জানার পর আপনি সে গুলো কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। কম সময়ে কথা থেকে নিউজ পাব ? যা আমরা দেখে খুব সহজেই ট্রেড করে ভাল আয় করতে পারব ফরেক্সে ।ফরেক্সে খুব ভাল ইমপ্যাক্ট ফেলে এর নিউজ একসাথে নিয়ে যদি আবেগ বাদ দিয়ে ট্রেড করেন তাহলে ইনশাল্লাহ বলা যেতে পারে আপনি ফরেক্স এ কখনই ক্ষতি গ্রস্থ হবেন না। অবশ্যই লাভবান হবেন। আশাকরি আমার কথা গুলো আপ্নারা বুঝতে পেরেছেন।
-
প্রবণ হওয়া আর না হওয়া ের থেকে বড় কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। বিষয় হল ঠিকমত মার্কেট এনালাইস করা । আর আপনি আবেগহীন কখনো হতে পারবেন না । আবেগ নিয়েই মানুষের জীবন গঠিত
-
অবশ্যই আবেগ পরিহার করতে হবে। কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। ট্রেডের ক্ষেত্রে আবেগ থাকলে অনেক ভুল সিদ্ধাত নেয়া হয়, ট্রেড লসে ক্লোজ করা হয়। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি।
-
ফরেক্সে সবার উদ্দেশ্য থাকে এখানে ট্রেড করার মাধ্যমে লাভবান হবে । কেউ চায় না যে লস করুক । এই ধরনের পরিস্থিতি যদি ট্রেড করি তবে অনেক লস তাহলে আমি অবশ্যই সেদিন আর ট্রেড করব না । কারণ লস হওয়ার চেয়ে ট্রেড না করাই উত্তম । কেউ ট্রেড দেওয়ার সময় শতভাগ নিশ্চিত হয়ে বলতে পারবে না যে আজ ট্রেড করে আমি অনেক লাভবান হব ! লাভ লসের হিসেবটা যে কোন সময় মার্কেট পরিস্থিতি বদলে দিতে পারে । কারণ এই মার্কেট প্রতিনিয়ত পরিবর্তনশীল ।
-
আমি একজন ভাল ট্রেডার হয়ে আমার জীবনকে পরির্বতন করতে চাই । আর সেই লক্ষ্যে আমি নিজেকে প্রস্তত করছি । ফরেক্ম নিয়ে অনেক পড়াশোনা করছি যেন আমি সামনের দিকে এই ফরেক্স থেকে ভাল কিছু করতে পারি এবং অনুযায়ী আমার জীবনকে পরিবর্তন করলে পারি ।
-
মার্কেট যখন সাইট ওয়াইজ মুভিং করে তখন ট্রেডিং থেকে বিরত থাকতে পারলে ভাল মার্কেটের মুভমেন্ট যখন ভাল থাকে তখন ট্রেড ওপেন করলে লাভের সম্ভাবনা বেশি থাকে । আমার চিন্তাভাবনা থাকে কিভাবে ফরেক্স মার্কেট থেকে লাভ করা যায় ।
-
ফরেক্স মার্কেটে অতি দ্রুত ধনী হওয়ার চিন্তা করলে লস খেয়ে বসে থাকতে হবে । কেননা লোভ করা ধংসের মূল যদি ফরেক্স ব্যবসায লোভ করেন তাহলে আয় করা সম্ভব নয়। কিছুদিন ট্রেড করে পরবর্তীতে লাভ এর চেয়ে লস এর মাএা ই বেশি হবে। ফরেক্সে ভাল ফলাফল পেতে হলে অধ্যাবসায় করে এগিয়ে যেতে হবে ।