-
এমনি করে এক সময় হয়তো আমাদের উচ্চতাও ছয় ফুট থেকে ছয় ইঞ্চিতে চলে আসবে। আমরা কখনোই রিক্সা ব্যবহার করবনা। ছোট ছোট রকেট বানিয়ে মহাকাশ পথে চলতে চলতে রকেটকে বলব এই রিক্সা আদাবর যাবে ? বিজ্ঞান আমাদেরকে অনেক প্রসারিত করেছে? রাশিয়ার সার্ভার আমাদের ঘরে কাজ করছে। অবাক হবার কিছুই নেই যখন আপনার ব্যালেন্সটাও জিরো হবে। সরি।
-
আমি লস খেয়ে রিকভার করতে পারি । আমি যখন প্রথম ট্রেড অপেন করি তখন আমার সব গুলা ট্রেড এ লস করেছিলাম ।আমার অ্যাকাউন্ট এ ডলার কম ছিল তারপর আমি লস করছিলাম । আমার অভিজ্ঞতাত থেকে আমি বলব লস রিকভারি করার জন্য আপনি পুনরায় ট্রেড ওপেন করার আগে ভালভাবে মার্কেট আনালাইসিস করবো তাহলে আপনি লস এর হাত থেকে বাচতে পারবেন ।
-
ফরেক্স মার্কেটে আমাদের বেশি লস হয়ে গেলে আমরা ফরেক্স মার্কেটে এনালাইসিস করে ট্রেড করব, আর লস রিকভারের জন্য যদি ভাল হয় বা কোন সময় এমন আসে যে ট্রেড নিলে আমাদের প্রফিট হবে সেই সময় আমরা যদি একটু বড় করে লটে ট্রেডিং করতে পারি তাহলে আমাদের লস রিকভার হয়ে যাবে।
-
ফরেক্স মার্কেটে স্টপ লস অনেক গুরুপ্তপূণ ভূমিকা পালন করে থাকে । আমরা যারা ট্রেডার অনেকের অনেক রকম কাজের মধ্যে আমরা ফরেক্স এ ট্রেড করে থাকি ।
এমনও অনেক সময় আছে আমরা সব সময় মার্কেটে বসে থাকতে পারি না সে ক্ষেত্রে আমরা যদি মার্কেটে আপ-ডাউন হয় তাহলে তা আমরা বন্ধ করতে পারি না , সেই কারনে অনেকে এই স্টপ লস এর ব্যবহার করে থাকে ।
এতে করে ট্রেডার গন অনেক সুবিধা বোগ করে থাকে ।
-
লস ফরেক্স মার্কেটে অত্যন্ত কমন একটা বিষয় । কিভাবে লস রিকভার করা যায় সেটা বিস্তারিত এবং অধিক আলোচনার দাবি রাখে । তবে আমাদের মনে রাখতে হবে লস হয় সাধরণতা সুনিদ্দিষ্ট কিছু কমন কারণে যেগুলো থেকে আমরা কোনরুপ শিক্ষা গ্রহণ করি না এবং যার ফলে আমরা পরবর্তীতে লসের দিকে ধাবিত হয়ে থাকি । তাই আামদের উচিত হল ফরেক্সে লস করার কারণগুরো খুঁজে বের করে সেখান থেকে শিক্ষা গ্রহণ করা ।
-
আমি বলবো লসকে যদি রিকভার করতে চান তাহলে আগে লসের কারন খুজে বের করার চেষ্টা করুন কারন চিন্হিত হলে তা শুধরে নিয়ে তা থেকে শিক্ষা গ্রহন করুন যেন পরবর্তিতে এই রকম ভুলের কারনে লস গুনতে না হয়। আর লসকে রিকভার করতে সবসময় জটিল ট্রেড থেকে নিজেকে দূরে রাখবেন।
-
আপনি যদি একটি ট্রেড করে ১০০ পিপ লস করেন। তাহলে সর্ব প্রথম আপনি কিভাবে এই লস রিকভার করবেন তার দিকে নজর দিতে হবে। আর নজর না দিলে আপনি শুধু ট্রেড করে যাবেন। আপনার আর খেয়াল্ থাকবে না আপনি লাভ করলেন না লস করলেন।
-
লসকে রিকভার করার অন্যতম উপায় হল নিজেকে লসের মধ্য ডুবিয়ে না রেখে যত বেশি লস করবেন তত বেশি নতুন কিছু শিখার চেষ্টা করা।প্রতিটি ব্যবসারই লাভ-লস আছে।এক্ষেত্রে আপনাকে ফরেক্স সম্পর্কে ভালভাবে জ্ঞান অর্জন করতে হবে।তাহলে আপনার লস হওয়ার সম্ভবনা থাকবেনা।লসকে রিকভার করতে পারলেই বুঝতে পারবেন আপনি ট্রেডিং শিখে গেছেন। তাই সবসময় রিকভার করার প্রাকটিস করুন।
-
যদি রিকভার করতে চান তাহলে আগে লসের কারন খুজে বের করার চেষ্টা করুন কারন চিন্হিত হলে তা শুধরে নিয়ে তা থেকে শিক্ষা গ্রহন করুন যেন পরবর্তিতে এই রকম ভুলের কারনে লস গুনতে না হয়। আর লসকে রিকভার করতে সবসময় জটিল ট্রেড থেকে নিজেকে দূরে রাখবেন।
-
আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় রিস্ক আর রেওয়াড মেনে ফরেক্স মার্কেট এ ট্রেড করি আমার রিস্ক রেওয়াড থাকে ১ঃ৫ মানে আমার স্টপ লস যদি ১ ডলার হয় তাহলে আমার টিপি থাকে ৫ ডলার এতে করে আমি ৫ টা ট্রেড এ লস করলে ১ ট্রেড এ লাভ করলে আমার সব ট্রেড এর লস উঠে যাই এই ভাবে আমি আমার লস তুলি ফরেক্স মার্কেট এ