- 
	
	
	
	
		ডেমো ট্রেড মানে মঞ্চে অভিনয়ের রিহার্সাল দেওয়া আর রিয়েল ট্রেড হচ্ছে ক্যামেরার সামনে সত্যিকারের অভিনয় করা৷ডেমো ট্রেড হচ্ছে প্র্যাকটিসের জন্য আর রিয়েল ট্রেড হচ্ছে আপনার পুজিঁ বিনিয়োগ করে প্রফিট করার জন্য৷তাই ইচ্ছামত ভার্চুয়াল ব্যালেন্স বা পুজিঁ নিয়ে দীর্ঘদিন ১০০ ভাগ রিস্ক্ ফ্রি ডেমো ট্রেডিং করে করে ট্রেডিং কৌশলগুলো ভালো ভাবে আয়ত্ত্ব করে নিতে হবে৷ডেমো ট্রেডিং এর লাভ লস সম্পূর্ণই ভার্চুয়াল আর রিয়েল ট্রেডিং এর লাভ লস আপনার নিজের গুনতে হবে৷ 
 
- 
	
	
	
	
		ডেমো এবং রিয়েল একাউন্টের মধ্যে আসল পার্থক্য হোল ডেমোটে ইচ্ছামত ডলার ইনভেস্ট করা যায় এবং সেই ইনভেস্ট কৃত ডলার ও ডেমো হয়। এখান থেকে লাভ হলেও আপনি তুলত পারবেন না এবং লস হলেও আপনার কোন যায় আসবে না। কিন্তু রিয়েল একাউন্টে আপনাকে ইনভেস্ট করে ট্রেড করতে হবে যাত লাভ ও লোকসানের চাপ উভয়ই আপনার ওপরে পড়বে। সুতারং রিয়েল ট্রেড করার জন্য ডেমোতে প্যাকটিস করে নেয়া উচিৎ। 
 
- 
	
	
	
	
		আমার মতে ফরেক্স ট্রেডিং শেখার জন্য ডেমো ট্রেডিং খুবই গুরুত্বপূর্ন। ফরেক্স অনুশীলনের জন্য ডেমো খুবই কার্যকরী। রিয়েল ট্রেডের সাথে ডেমো ট্রেডের মূল পার্থক্য হলো ডেমো ট্রেডে ভার্চুয়াল ডলার ব্যবহার করা হয়। এবং ডেমো ট্রেডের প্রফিট তোলা যায় না। এখানে শুধু ট্রেড শেখার জন্যই ট্রেড করা হয়। 
 
- 
	
	
	
	
		ডেমো অ্যাকাউন্ট এবং রিয়াল অ্যাকাউন্ট এর মধ্যে অনেক পার্থক্য আছে ডেমো হল নকল ডিপোজিট আর যেটা আমাদের দক্ষতার জন্য আমারা করে থাকি আর আসল অ্যাকাউন্ট আমাদের ফরেক্স থেকে অর্থ আয় এর জন্য সাহায্য করে 
 
- 
	
	
	
	
		প্রথমত নতুনদের জন্য ইন্সটা ফরেক্স বেশ কিছু বেসিক টিউটোরিয়াল তৈরি করেছে সেগুলো স্টাডি করবেন৷অনলাইনে বিভিন্ন সাইটে,বিডিপিপস,বেবিপিপস,ই-বুক...এবং ইউটিউব চ্যানেলেও অসংখ্য টিউটোরিয়াল পাবেন৷আমাদের ফোরাম থেকেও খুটিনাটি অনেক কিছুই শিখতে পারবেন৷আসলে শিখার প্রকৃত আগ্রহ ও দৃঢ়-সংকল্পবদ্ধতা থাকলে আপনার শেখার জন্য কোনোও অভাব পড়বেনা৷... 
 
- 
	
	
	
	
		ভাই এখানে ডেমো এবং রিয়েল একাউন্টের মধ্যে আসল পার্থক্য হল, কাজ একই কিন্তু তারপরেও বিশাল বড় ব্যবধান রয়েছে। যেমন একটা হল আপনার জীবন্ত আর অন্যটা হল ট্রেইলর বলা যায়। একটাতে ট্রেড করে আপনি টাকা তুলতে পারবেন আর অন্যটাতে পারবেননা। সুতরাং পরিশেষে বলা যায় ডেমো হল লার্নিং এর জন্য আর রিয়েল একাউন্ট হল আপনার সেই লার্নিং থেকে আপনি কি শিক্ষা অর্জন করতে পারলেন তার প্রতিফলন ঘটানোর জন্য। এটাই হল এখানে আসল পার্থক্য। 
 
- 
	
	
	
	
		আপনি ঠিক বলেছেন, ডেমো এবং রিয়েলে শুধু একটিই পার্থক্য রয়েছে আর সেটা হলো টাকার পার্থক্য। ডেমোতে আপনার কোন বিনিয়োগ করতে হয় না কিন্তু রিয়েলে আপনাকে বিনিয়োগ করতে হবে। তাছাড়া ডেমো একাউন্ট কেউ টাকা উপার্জন এর জন্য ব্যবহার করে না। সেটি শুধু মাত্র অনুশীলন এর জন্য। আপনার যতদিন ইচ্ছা যত টাকা দিয়ে ইচ্ছা আপনি ডেমোতে করতে পারবেন। তবে আমি মনে করি ডেমোতে কম ডলার দিয়েই অনুশীলন করাটা শ্রেয়। কারণ আপনি যদি বেশি ডলার দিয়ে অনুশীলন করেন তাহলে রিয়েলে আপনি কিছুটা সমস্যায় পড়তে পারেন। কারণ রিয়েলে বেশি করে বিনিয়োগ করার মত সামর্থ্য আপনার নাও থাকতে পারে। 
 
- 
	
	
	
	
		ডেমো একাউন্টস যেখানে একটি নির্দিষ্ট পরিমানের টাকা থাকবে যা একাউন্ট খোলার সময় নিতে হবে। এটা আপনাকে প্রয়োগ করার জন্য দেওয়া হবে যে আপনি ফরেক্স ট্রেড সম্পর্কে কতটুকু দক্ষ । আর এই ডেমো ট্রেডে নিজের কোনো লস নেই,কোনো রিস্কের ব্যাপার নেই। যদি লাভ হয় তাও কিছু হবে না আর যদি লস হয় তাও কিছু হবে না । আর রিয়েল অ্যাকাউন্ট হচ্ছে যেখানে আপনার নিজ্স্ব রিয়েল  সম্পদ বা মূলধন থাকবে যা আপনি ট্রেড করবেন যদি লস হয় তাহলে আপনার সত্যিকারের লস আর যদি লাভ হয় তাহলে আপনি তা উইড্র করতে পারবেন। 
 
- 
	
	
	
	
		ডেম অ্যাকাউন্ট এর দারা   করলে তাতে কোন বিনিয়োগ করা লাগবে না এবং তা হতে কোন লাভাংশ আপনি তুলতে পারবেন না।কিন্তু আপনি রিয়াল অ্যাকাউন্ট দিয়ে  ট্রেড করলে আপনাকে বিনিয়োগ করতে হবে এবং তার লাভাংশ আপনি তুলতেও পারবেন 
 
- 
	
	
	
	
		ফরেক্স মার্কেট এ সফলতা অর্জন করতে হলে আপনাকে শুরুতেই ভালো করে ডেমো ট্রেডিং অনুশীলন করতে হবে । আপনাকে গুরুত্ব সহকারে ডেমো ট্রেডিং করে সঠিক এনালাইসিস করতে শিখতে হবে । আপনি যদি ডেমো ট্রেডিং সঠিক ভাবে শিখে ফরেক্স ট্রেডিং এ ভালো জ্ঞান অর্জন করতে পারেন তাহলে আপনার রিয়েল অ্যাকাউন্ট ভালো সফলতা অর্জন করতে সক্ষম হবে । সেই জন্য শুরু থেকেই ডেমো ট্রেডিং ভালো ভাবে করতে হবে । ডেমো ট্রেডিং কে যারা অবহেলা করবে তারা ফরেক্স ট্রেডিং অনেক লস করবে ।