-
ফরেক্স মার্কেটে নিউজ ট্রেডিং বা ফান্ডামেন্টাল এনালাইসিস সব থেকে গুরুত্বপূর্ন। ফান্ডামেন্টাল এনালাইসিস ফরেক্স ট্রেডিং কি কল্পনাই করা যায় না। কোন ট্রেড নেয়ার আগে অবশ্যই সে ব্যাপারে ফান্ডামেন্টাল এনালাইসিস করে নিতে হবে। ফরেক্সে প্রতিদিনই কিছু আগাম নিউজ রিলিজ হয়। এখানে সাধারনতো কোন একটি দেশের বর্তমান ও ভবিষ্যৎ রাজনৈতিক, অর্থনৈতিক অবস্থা কেমন হতে পারে তার একটা বিশদ বিবরন থাকে। কোন দেশের কারেন্সির সাথে ঐ দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থার সাথে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। তাই রাজনৈতিক পতন বা অর্থনৈতিক বিপর্জয়ের সাথে সাথে ঐ দেশের কারেন্সিরও মূল্য পরিবর্তিত হয়। এসব নিউজগুলো বিভিন্ন ব্রোকারের ইকনোমিক ক্যালেন্ডারে সন্নিবেসিত থাকে। যেখান থেকে একজন ট্রেডার স্টাডি ও এনালাইসিস করে বুঝতে পারে আগামিতে কারেন্সির মূ্ল্য কেমন হতে পারে। কোন কারেন্সিতে ট্রেড নেয়ার আগে অবশ্যই বিশদভাবে নিউজ ট্রেডিং বা ফান্ডামেন্টাল এনালাইসিস করে নেয়া উচিত।
-
নিউজ ট্রেডিং বা ফান্ডামেন্টাল নিউজের সময় মার্কেট অনেক ভোলাটিসি থাকে যার কারণে মার্কেট দ্রুত মুভমেন্ট করে । তাই অল্প সময়ে অনেক ভালো প্রফিট বা লস করা যায় । আমার দেখা মতে কোনো প্রফেশনাল ট্রেডাররাই নিউজ ট্রেডিং বা ফান্ডামেন্টাল ট্রেংডিং এর সময় তাদের সব এন্ট্রি ক্লোজ করে দেয় এবং পরবর্তি সেটআপের জন্য অপেক্ষা করে । প্রতি মূহুর্তেই ফরেক্সে কিছু নিউজ রিলিজ হয়। এসব নিউজ একটি দেশের অর্থনৈতিক এবং রাজনৈতিক বিষয়ের উপর নির্ভর করে। ফলে একটি দেশের মূদ্রার উপর নিউজের প্রভাব পড়ে। কিছু নিউজের প্রভাব থাকে মোটামুটি আবার কিছু নিউজ মার্কেটে ঝড় বইয়ে দেয়। এই নিউজ দেখে ট্রেড করা কেই নিউজ ট্রেডিং বলে।7
-
নিউজ ট্রেডিং বা ফান্ডামেন্টাল ট্রেডিং ফরেক্সের জন্য একটি গুরুত্বপূর্ণ শব্দ is প্রতিটি সেকেন্ডে ফরেক্সে কিছু খবর সরবরাহ করা হয়। এই সংবাদগুলি একটি জাতির আর্থিক এবং নীতি কেন্দ্রিক বিষয়গুলির উপর নির্ভর করে। সুতরাং, সংবাদ কোনও দেশের নগদকে প্রভাবিত করে। কিছু খবরের যুক্তিসঙ্গত প্রভাব থাকে এবং কিছু সংবাদ বাজারে ঝড় তোলে। যে কেউ এই সংবাদটি দেখে এবং এর বিনিময় করে তাকে নিউজ ট্রেডিং বলে।
-
ট্রেডিং অনেক গুরুত্বপুর্ণ, আমি জানি নিউজ ট্রেডিং অনেক প্রফিট এনে দিতে পারে । কিন্তু ঠিক সময় ট্রেড না বসালে নিউজ ট্রেডিং আবার অনেক লস করিয়ে দিতে পারে । তাই আমাদের সব সময় সতর্ক থাকতে হবে নিউজ ট্রেডিং করার জন্য । তবে অন্য দিকে ফান্ডামেন্টাল ট্রেড ও অনেক ভালো এবং প্রফিট করা যায় খুব সহজে ।ফরেক্স মার্কেট এ ট্রেড করা শুরু করি তখন নিউজ ট্রেড করতাম নিউজ ট্রেড করে আমি অনেক ডলার লাভ ও করছি আপনি যদি শর্ট টাইম এ লাভ করতে চান তা হলে নিউজ ট্রেড করতে পারেন
-
ফান্ডামেন্টাল এনালাইসিের প্রধান অংশ৷প্রত্যেক সেশনেই ছোট-বড় নিউজ থাকে৷নতুন ট্রেডারগণ এই নিউজ আওয়ারে প্রাইস মুভমেন্ট ও মার্কেট সেন্টিমেন্ট না বুঝে উল্টা-পাল্টা ট্রেড করে তাদের ব্যালেন্সগুলো প্রায়ই শুন্য করে ফেলে৷তাই নতুন ট্রেডারগণ এই নিউজ আওয়ারের কিছুক্ষন পূর্বেই ওপেনিং ট্রেডগুলো ক্লোজ করে দিবেন এবং ধৈর্য ধরে চুপচাপ বসে মার্কেটে প্রাইসের মুভমেন্ট দেখে অভিজ্ঞতা অর্জন করবেন৷অল্প সময়ে অনেক ভালো প্রফিট বা লস করা যায় । আমার দেখা মতে কোনো প্রফেশনাল ট্রেডাররাই নিউজ ট্রেডিং বা ফান্ডামেন্টাল ট্রেংডিং এর সময় তাদের সব এন্ট্রি ক্লোজ করে দেয় এবং পরবর্তি সেটআপের জন্য অপেক্ষা করে ।
-
নিউজ অধিক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমার মতে। কেননা এই মার্কেটে নিউজ যখন প্রকাশিত হয় তখন বেশি মার্কেট মুভমেন্ট করে এমনকি এই সময় আপনি যদি মার্কেট কোন ধরনের ট্রেড ওপেন করেন তাহলে হয়তো আপনার এ্যাকাউন্ট ব্যালেন্স এর পরিমাণ বেশি হয় না হয় ব্যালেন্স শূন্য হয়ে যাবে শুধুমাত্র নিউজে এর কারণে, এজন্য আমি নিউজটাকে এত বেশি গুরুত্ব বলে মনে করি। আর ফান্ডামেন্টাল আপনার ট্রেডিং পদ্ধতির বিষয়টি আপনি কিভাবে আপনার ফরেক্স ব্যবসাটাকে পরিচালনা করবেন তা সম্পূর্ণ নির্ভর করে আপনার ফান্ডামেন্টাল এর উপর।
-
নিউজ ট্রেডিং বা ফান্ডামেন্টাল ট্রেডিং ফরেক্সের জন্য খুবই গুরুত্বপূর্ন টার্ম। প্রতি মূহুর্তেই ফরেক্সে কিছু নিউজ রিলিজ হয়। এসব নিউজ একটি দেশের অর্থনৈতিক এবং রাজনৈতিক বিষয়ের উপর নির্ভর করে। ফলে একটি দেশের মূদ্রার উপর নিউজের প্রভাব পড়ে।নিউজ ট্রেড ফরেক্স এর জন্য অনেক গুরুত্বপূর্ণ। তবে আপনকে নিউজ ট্রেড করতে হলে অবশ্যই আগে স্টপ লস অপশনটির উপর গুরুতব দিতে হবে। তা না হলে ফরেক্স আপনার লস এর সম্ভাবনা অনেক বেড়ে যাবে। যারা ফরেক্স এ নিউজ ট্রেড করে থাকেন তাদের জন্য মাসের প্রথম সপ্তাহটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।তবে যারা ফরেক্স মার্কেটে অনেক অবিজ্ঞতা সম্পর্ন হয় তারা ফরেক্স ট্রেড করে ফান্ডামেন্টাল এবং টেকনিকেল এনালাইসিস করে। এবং তারাই ফরেক্স থেকে অনক লাভ করে থাকে।
-
নিউজ ট্রেডিং বা ফান্ডামেন্টাল ট্রেড এর সাথে আমরা সবাই পরিচিত । ফরেক্স মার্কেট এ অনেকেই আছেন যারা নিউজ ট্রেড করতে অনেক পছন্দ করেন তাদের জন্য মাসের প্রথম সপ্তাহ অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে কারন এ সময় ইন্টারেস্ট রেট নন ফারম পে রোল এছাড়া আরো বর বর নিউজ থেকে থাকে যা কিনা নিউজ ট্রেডারদের জন্য অনেক প্রফিটেবল হয়ে থাকে । নিউজ ট্রেড করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই স্টপ লস এর দিকে গুরুত্ব দিতে হবে তা না হলে আপনি অতিরিক্ত ঝুঁকি গ্রহণ করে ফেলতে পারেন ।
-
প্রতি মূহুর্তেই ফরেক্সে কিছু নিউজ রিলিজ হয়। এসব নিউজ একটি দেশের অর্থনৈতিক এবং রাজনৈতিক বিষয়ের উপর,আমার দেখা মতে কোনো প্রফেশনাল ট্রেডাররাই নিউজ ট্রেডিং বা ফান্ডামেন্টাল ট্রেংডিং এর সময় তাদের সব এন্ট্রি ক্লোজ করে দেয়। তবে আপনকে নিউজ ট্রেড করতে হলে অবশ্যই আগে স্টপ লস অপশনটির উপর গুরুতব দিতে হবে। তা না হলে ফরেক্স আপনার লস এর সম্ভাবনা অনেক বেড়ে যাবে। যারা ফরেক্স এ নিউজ ট্রেড করে থাকেন।
-
মার্কেট নিউজ অধিক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমার মতে। কেননা এই মার্কেটে নিউজ যখন প্রকাশিত হয় তখন বেশি মার্কেট মুভমেন্ট করে এমনকি এই সময় আপনি যদি মার্কেট কোন ধরনের ট্রেড ওপেন করেন তাহলে হয়তো আপনার এ্যাকাউন্ট ব্যালেন্স এর পরিমাণ বেশি হয় না হয় ব্যালেন্স শূন্য হয়ে যাবে শুধুমাত্র নিউজে এর কারণে, এজন্য আমি নিউজটাকে এত বেশি গুরুত্ব বলে মনে করি। আর ফান্ডামেন্টাল আপনার ট্রেডিং পদ্ধতির বিষয়টি আপনি কিভাবে আপনার ফরেক্স ব্যবসাটাকে পরিচালনা করবেন তা সম্পূর্ণ নির্ভর করে আপনার ফান্ডামেন্টাল এর উপর।ট্রেডিং এর ঝুঁকি অনেক বেশি কেননা আপনি অন্যান্য ট্রেডিং পদ্ধতিতে একটি ট্রেডে লস করতে পারেন । যদি আপনি সঠিকভাবে নিউজ সম্পর্কে না জানতে পারেন তাহলে অবশ্যিই আপনি ফরেক্স মার্কেটে অনেক বেশি ঝুকির মুখে পড়ে যাবেন । কিন্তু আপনি যদি নিউজ সম্পর্কে ভাল জ্ঞান অর্জন করতে পারেন তাহলে অবশ্যই ভাল কিছু মুনাফা অর্জন করতে পারবেন । আপনি যতই টেকনিক্যাল এনালাইসিস করুন না কেন আপনার যদি নিউজ সম্পর্কে ধারনা না থাকে তাহলে আপনি ক্ষতির সম্মুখীন হবেন ।