-
ফরেক্স এ ট্রেড করার জন্য শুধু মাত্র প্রয়োজন আপনার সময় । আপনি আপনার সময় নির্ধারণ করে ট্রেড করতে আসুন প্রতিদিন নিদ্দিষ্ট একটা সময়ে যদি আপনি খুব বেশি ব্যাস্ত থাকেন আপনার কাজ নিয়ে । ফরেক্স এমন একটা মার্কেট যেটা দিন রাত ২৪ ঘন্টা খোলা থাকার কারণে পৃথিবীর সব মানুষ তাদের অবসর সময়ে ফরেক্স করতে পারে।
-
ফরেক্সের মার্কেট মুভমেন্ট দিনের যেকোন সময় একই থাকে না। মেজর কারেন্সি পেয়ার, যে মুদ্রা জোড়ায় ইউএসডি থাকে সেইসব মুদ্রা জোড়ার মার্কেট মুভমেন্ট বাংলাদেশে হিসেবে বিকেল ৪.৩০ টা থেকে ৭.৩০ টার মধ্যে সবথেকে বেশি হয়। একজন সাধারণ ট্রেডারের এই সুযোগটা নেওয়া খুবই জরুরী।
-
লাভ বান হয় আপনি ডিপোজিট করতে পারবেন খুব সহজেই এ জন্য আপনাকে ইনস্টাফরেক্স এর ডিপোজিট । না যদি আমরা লস করি তাহলে কি রকম হবে বলেন আপনারা । ব্রোকার লাভ বান হবার গেলে আমাদের আগে অনেক কিছু করতে হবে।
-
এখানে আসলে রাতদিন কোন ব্যাপার নয় । কেননা ফরেক্স এমন একটা মার্কেট যেটাতে আপনি চাইলেও মার্কেটের রহস্য খুব সহজে জানতে পারবেন না । অর্থ্যাৎ মার্কেট প্রচন্ড মুভমেন্টে থাকে যার কারণে সর্বদা মার্কেটের আচরণ বুঝতে পারবেন না । সে ক্ষেত্রে আপনাকে অবশ্যই অনেক বেশি পরিমাণে নিজেদেরকে বিশ্লেষণ করে সঠিক তথ্য উদ্ঘাটন করতে হবে ।
-
কোন সময়টাতে ট্রেড করলে পরে আপনি ভাল প্রফিট লাভ করতে পারবেন সেটি নির্নয় করতে হলে আপনাকে ফরেক্স মার্কেট অ্যানালাইসিস জ্ঞান অবশ্যই লাভ করতে হবে এটি এমনই একটি বিষয় বা জ্ঞান যা আপনাকে মার্কেট ট্রেন্ড বা মুভমেন্ট যাচাই করে ট্রেড করতে এবং ভার প্রফিট লাভ করতে অনেক বেশি সহায়তা করবে।
-
আমি বলবো ফরেক্স মার্কেটে সবসময়ই মুভমেন্ট থাকে। তবে অবশ্যই কোনো সময় মুভমেন্ট বেশি থাকে আবার কোণ সময় কম থাকে। আমার মনে হয় সন্ধ্যার একটু আগে থেকে রাত ১ টা পর্যন্ত বেশ ভালোই মুভমেন্ট থাকে । আবার দুপুর বারোটার পরেও বেশ ভালো মুভমেন্ট হয় মার্কেটে। আমার মনে হয় এই সময় গুলো বেছে বেছে ট্রেড করার জন্য ভালো। এসময় ট্রেড করলে ভালো প্রফিট হয়।
-
ফরেক্স এ রাতে নাকি দিনে ট্টেড করবো তা কোন বেপার না। কারন ফরেক্স মার্কেট ২৪ ঘন্টা খোলা থাকে। আর মার্কেট প্রায় কম আর বেশী সব সময়ই উঠানামা করে থাকে। আপনি চাইলে দিনেও ট্টেড করতে পারেন আবার রাতেও ট্টেড করতে পারেন এতে কোন শর্ত নেই।
-
ট্রেডে দিন রাত বলতে কোন কথা নেই। মার্কেট যেহেতু ২৪ ঘন্টাই খোলা থাকে। তাই আপনি যে কোন সময়ই ট্রেড ওপেন করতে পারেন। তবে ট্রেড ওপেন করার আগে মার্কেট ভাল ভাবে এ্যানালাইসিস করুন। তখন আপনিই বুঝতে পারবেন আপনাকে কখন ট্রেড ওপেন করতে হবে। আসলে দিনে কিংবা রাতে মার্কেট সব সময়ই ট্রেডের উপযোগী থাকে। এটা নির্ভর করে যার যার এ্যানালাইসিসের উপর।
-
ফরেক্স করার জন্য রাত বা দিন কোন ব্যাপার নয়। ব্যপার হল মার্কেট ভলাটিলিটিতে আছে কি না। মার্কেট যখন মুভমেন্ট কম করে তখন একরকম পদ্ধতি ফলো করতে হবে এবং যখন মুভমেন্টে থাকে তখন আরেকরকম পদ্ধতি অবলম্বন করতে হয়।
-
ফরেক্স মার্কেট সব সময়েই ( ২৪ঘন্টাই ) খোলা থাকে তাই যে কোন সময় ট্রেড করা যায় ।ট্রেড মার্কেট সব সময়ই উঠা নামা করে এজন্য ফরেক্স রাতে ,না কি দিনে করা ভাল হবে এটা সঠিক করে বরা কঠিন বিষয় ।
মার্কেট ভাল ভাবে এনালাইসিসস করতে হবে এবং বুঝে ট্রেড করতে হবে । তাহলেই লাভ হবে ।