-
একাউন্ট ব্যান্ড হওয়ার জন্য একটি প্রধান কারন হল একের অধিক একাউন্ট খুলে সব ধরনের সুবিধা ভোগ করা এবং যদি সেটি হয় একই আইপি থেকে তাহলে তো কথায় নেই ইনস্টাফরেক্স এর সকল কাজ সয়ংক্রিয়ভাবে হয় তাই এখানে লুকোচুরির করার কোন সুযোগ নেই। আমি অনেকজনকে তাহাদের একাউন্ড ব্যান্ড হয়ে গেছে এমনও বলতে শুনেছি। তাই নিজের একটি একাউন্ট খুলে সেটি নিয়ে কাজ করায় উত্তম। বেশি একাউন্ট না খোলাই উত্তম। তাছাড়াও ইনস্টাফরেক্স এর শর্তগুলি পড়েশুনে ট্রেড করা উচিৎ।
-
ইন্সটাফরেক্স কাজ করার সময় অনেকেরই একাউন্ট ব্যান্ড হয়েছে শুনেছি। কিন্তু আমার সাথে এমনটা কখনো ঘটেনি তবে আমার জানা মতে ইন্সটাফরেক্সের নিয়ম নীতি ভঙ্গ করলে একাউন্ট ব্যান্ড করে এবং আপনি একই আইপি থেকে একাধিক একাউন্ট ইউজ করলে অ্যাকাউন্ট ব্যান করে। অনেক সিনিয়র হয়তো আরো অনেক ভালোভাবে জানে তাদের মতামত আশা করছি।
-
আমি অনক দিন ধরে ইন্সটা ফরেক্স এর সাথে ট্রেড করে থাকি,আমার একাউন্ট এখনো ব্যান হয়নি,আমি আমার ডিভাইস দিয়ে একটিমাত্র একাউন্ট খুলে ট্রেড করছি,ইন্সটাফরেক্স এ বিভিন্ন রুল আছে ওই গুলো না মানলে আপনার একাউন্ট ব্যান করে দিবে।
-
ট্রেডিং অ্যাকাউন্ট ব্লক করার কারণ হল রুল ভাঙ্গা। আসলে আমরা ফোরামের রুলসগুলো না পড়ে একাধারে পোস্ট করে বোনাস নিয়ে থাকি এবং সেই বোনাস দিয়ে ট্রেড করে অল্প প্রফিট করে হুট করে উইথড্র দিয়ে দিই। তার তখনি অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়। আমি অনেকে দেখছি যারা ১০০ ডলার ফোরাম বোনাস দিয়ে ট্রেড করে ২০ ডলার প্রফিট করে সাথে সাথে সেই ২০ ডলার প্রফিট উইথড্র দিয়ে দেয়। তখন আন্টি ফ্রড ডিপার্টমেন্ট অ্যাকাউন্ট ব্লক করে দেয়। তাই আমি বলব যে আমরা যে ফোরাম বোনাসগুলো পাচ্ছি তা হল ব্রোকারের টাকা। বলতে গেলে আমরা অন্যের টাকার ট্রেড করছি। তাই উইথড্র দেওয়ার আছে ইন্সটাফরেক্সের ট্রেডিং অ্যাকাউন্টে লগইন করে Available For Withdraw কত আছে তা দেখে নিবেন। আপনার Available For Withdraw যত থাকবে তার থেকে ১০%-৩০% পর্যন্ত উইথড্র দিবেন। আর যদি সম্ভব হয় তাহলে কিছু নিজস্ব ডলার ডিপোজিট করে রাখবেন।
আর যদি কারো অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আন্টি ফ্রড ডিপার্টমেন্টকে ইমেইল করলে তারা সম্ভাব্য কারণ বলে দেয়।
-
অ্যাকাউন্ট ব্যান করার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে। প্রথমত আপনি যদি একটা আইপি ব্যবহার করে অনেকগুলো আইডি চালান তাহলে আপনার আইডি ব্যান হতে পারে। কারণ আইপি টা খুব গুরুত্ব সহকারে দেখা হয়। এক আইপি ব্যবহার করে একাধিক আইডি ব্যবহার করার অনুমতি নেই। তাছাড়া ট্রেড করার কিছু নিয়ম আছে। যখন আপনি নিয়ম লংঘন করে ট্রেড করবেন তখন আপনার অ্যাকাউন্ট ব্যান হতে পারে। যেমন কখনো অতিরিক্ত লোট নিয়ে ট্রেড করা উচিত নয়। কারণ এটা খুব রিস্কি এবং যখন তখন আপনার একাউন্ট ব্যালেন্স শুন্য হয়ে যেতে পারে। ইন্সটাফরেক্স প্রতি মাসে ফোরাম পোস্টের বিনিময়ে কিছু ডলার আপনাকে বোনাস হিসেবে প্রদান করছে যাতে আপনি ফরেক্স মার্কেটে বিনিয়োগ করে ট্রেড করতে পারেন। কিন্তু দেখা গেল আপনি অতিরিক্ত ঝুঁকি নিয়ে ট্রেড করছেন যার কারনে আপনার একাউন্ট ব্যালেন্স শুন্য হয়েও যেতে পারে। ইন্সটাফরেক্স কখনো চাইবে না যে আপনি এতো ঝুঁকি নিয়ে ট্রেড করেন এবং আপনার একাউন্ট ব্যালেন্স শুন্য হয়ে যাক। কারণ আপনার লাভ করার পাশাপাশি ইন্সটাফরেক্সও লাভ করছে। আপনি যদি ব্যালেন্স শূন্য করে ফেলেন তাহলে ইন্সটাফরেক্স এর জন্য অনেক বড় ক্ষতি। এমন ক্ষতি যাতে না হয় তার জন্য ইন্সটাফরেক্স এই ধরনের আইডি ব্যান করে দেয়। এমনটাও হতে পারে।
-
বাজারে অনেক ভাল দামি উন্নতমানের কোম্পানির পণ্য রয়েছে কিন্তু সরকার কর্তৃক ইনভেস্টিগেশনের দারা তা ব্যান্ড করে দেওয়া হয়।তার কারন একটাই তা হল তার মান নিয়ন্ত্রন ও ভুল ইনফরমেশনের কারনে।ফরেক্সে যদি ভুল তথ্য দেয়া হয় এবং কোন প্রকার জালিয়াতি করা হয় আর তা যদি ভেরিফিকেশনের সময় তথ্য ভুল নিশ্চিত হয় তখন হয়তো ইনেস্তা ফরেক্স একাউন্ট ব্যান্ড করে দেওয়া হয়।তাছাড়া আরো কোন কারণ থাকলে অবশ্যই ফরেক্স হেড অফিসে যোগাযোগের মাধ্যমে জেনে নিতে পারেন।
-
আমার জানামতে মূলত ফোরামের একাউন্ট ব্যান্ড হওয়ার অন্যতম কারণ হলো ফোরাম মেম্বারের ফোরামের নিয়ম বহির্ভূত কর্মকাণ্ড লিপ্ত হওয়ার কারণে। কোন ট্রেডার বাংলাদেশ ফরেক্স ফোরাম থেকে বোনাস গ্রহণের পর উক্ত বোনাস ব্যবহার করে ট্রেড করার সময় যদি বাংলাদেশ ফরেক্স ফোরাম এর রুলস বহির্ভূত কোন কর্মকান্ডে লিপ্ত থাকে বা লিপ্ত হয় তবে সে ক্ষেত্রে ফোরামের মডারেটর উক্ত অপরাধ মেম্বারকে সতর্ক করেন কিন্তু যদি ওই ফোরাম মেম্বার একইভাবে প্রতিটি অন্ত ফোরাম বহির্ভূত কর্মকাণ্ডে লিপ্ত থাকেন তবে সে ক্ষেত্রে বাংলাদেশ ফরেক্স ফোরাম কর্তৃপক্ষ উক্ত ফোরাম মেম্বারের ট্রেডিং একাউন্ট বন্ধ করার জন্য ইন্সটাফরেক্স কে সুপারিশ পাঠান এবং যার ফলশ্রুতিতে পরবর্তীতে ওই ট্রেডারের ট্রেডিং একাউন্ট বন্ধ করে দেয়া হয় বা ব্যান করা হয়।
-
আসলে আমি যানিনা আপনার সাথে এটি কেন ঘটেছে। তবে এখানে আমি এটুকু বলতে পারি যে আমি দীর্ঘ দিন ধরে ফরেক্সে ট্রেড করতে গিয়ে আমি কিন্তু কখনই এমনটি দেখিনি বা আমার সাথে কখন এমনটি হইনি। যদি আপনার সাথে এমনটি হয়েই থাকে তাহলে আমার মনে হয় নিশ্চই আপনার ট্রেডিং অ্যাকাউন্ট আপনি ভেরিফাই লিগ্যাল ডকুমেন্ট দ্বারা করাতে সক্ষম হননি এবং আপনার কোন না কোন ত্রুটি ছিল। এ ব্যাপারে আপনি আপনার ব্রোকার হাউজের অনলাইন সাপোর্টের সহায়তা নিতে পারেন।আশাকরি তারা একটি সুষ্ঠু সমাধান দিবে। ধন্যবাদ
-
ট্রেডিং অ্যাকাউন্ট ব্লক করার কারণ হল রুল ভাঙ্গা। আসলে আমরা ফোরামের রুলসগুলো না পড়ে একাধারে পোস্ট করে বোনাস নিয়ে থাকি এবং সেই বোনাস দিয়ে ট্রেড করে অল্প প্রফিট করে হুট করে উইথড্র দিয়ে দিই। তার তখনি অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়। আমি অনেকে দেখছি যারা ১০০ ডলার ফোরাম বোনাস দিয়ে ট্রেড করে ২০ ডলার প্রফিট করে সাথে সাথে সেই ২০ ডলার প্রফিট উইথড্র দিয়ে দেয়। তখন আন্টি ফ্রড ডিপার্টমেন্ট অ্যাকাউন্ট ব্লক করে দেয়। তাই আমি বলব যে আমরা যে ফোরাম বোনাসগুলো পাচ্ছি তা হল ব্রোকারের টাকা। বলতে গেলে আমরা অন্যের টাকার ট্রেড করছি। তাই উইথড্র দেওয়ার আছে ইন্সটাফরেক্সের ট্রেডিং অ্যাকাউন্টে লগইন করে Available For Withdraw কত আছে তা দেখে নিবেন। আপনার Available For Withdraw যত থাকবে তার থেকে ১০%-৩০% পর্যন্ত উইথড্র দিবেন। আর যদি সম্ভব হয় তাহলে কিছু নিজস্ব ডলার ডিপোজিট করে রাখবেন।
আর যদি কারো অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আন্টি ফ্রড ডিপার্টমেন্টকে ইমেইল করলে তারা সম্ভাব্য কারণ বলে দেয়।
-
আমি মনে করি একাউন্ট ব্যান্ড হওয়ার জন্য একটি প্রধান কারন হল একের অধিক একাউন্ট খুলে সব ধরনের সুবিধা ভোগ করা এবং যদি সেটি হয় একই আইপি থেকে তাহলে তো কথায় নেই ইনস্টাফরেক্স এর সকল কাজ সয়ংক্রিয়ভাবে হয় তাই এখানে লুকোচুরির করার কোন সুযোগ নেই। আমি অনেকজনকে তাহাদের একাউন্ড ব্যান্ড হয়ে গেছে এমনও বলতে শুনেছি। তাই নিজের একটি একাউন্ট খুলে সেটি নিয়ে কাজ করায় উত্তম। বেশি একাউন্ট না খোলাই উত্তম। তাছাড়াও ইনস্টাফরেক্স এর শর্তগুলি পড়েশুনে ট্রেড করা উচিৎ।