-
ফরেক্স এ মেটাট্রেডার প্লাটফরামে এ অনেকগুলো টাইম্ফ্রেম দেয়া আছে। আপনি আপনার সুবিধা মত টাইম্ফ্রেম ব্যবহার করতে পারেন। কারন আমরা যখন সময় পাই তখন আমরা স্কাল্পিং করে ট্রেড করতে পারি।এছাড়াও আপনার লসের পরিমানও কম হবে । আসলে আমাদের একটি নিদির্ষ্ট পরিমান পিপস প্রতিদিন গেইন করতে পারলেই যথেষ্ট যা শর্টটাইমফ্রেম ব্যবহার করার মাধম্যে সহজেই করা যায়।
-
শর্ট টাইমফ্রেমে ট্রেড করার মাধম্যে আপনি মার্কেট এর রিস্ক কমিয়ে আনতে পারেন । এছাড়াও আপনার লসের পরিমানও কম হবে । সবাই শর্ট টাইমে ট্রেড করে প্রফিট করতে পারে না তার জন্য প্রয়োজন হয় এক্সপার্ট ফরেক্স ট্রেডারের যারা ফরেক্সের মার্কেট ট্রেন্ড ভাল করে অ্যানালাইসিস বুঝে। অন্য দিকে লং টাইম ট্রেড আমি মনে করি নতুনদের জন্য ভাল যেখানে প্রফিট করতে কিছু সময় লাগলেও শট টাইম ফ্রেমের মত অতটা ঝুকি নিতে হয় না।
-
ফরেক্স মার্কেটে আমরা যেদুই ভাবে ট্রেড করে থাকি একটা শর্ট টাইম ফ্রেম আরেকটা লং টাইম ফ্রেম দুইটা তে ভিন্ন ভিন্ন সুযোগ সুবিধা আছে আমার জানা মতে শর্ট টাইম ফ্রেমে ট্রেড করতে হলে অনেক এক্সপার্ট হতে হয় কারন শর্ট টাইম ফ্রেমে সময় কম কিন্তুু কাজের কোন তফাৎ নেই, ফরেক্স মার্কেটে শর্ট টাইম ফ্রেমে কাজ করলে ভাল হয় । লং টাইম ট্রেড আমি মনে করি নতুনদের জন্য ভাল যেখানে প্রফিট করতে কিছু সময় লাগলেও শট টাইম ফ্রেমের মত অতটা ঝুকি নিতে হয় না।
-
শর্ট টাইম ফ্রেম ট্রেডের অনেক সুবিধা রয়েছে কারণ শর্ট টাইমে কোন ফরেক্স ট্রেড করলে এটি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একটি লাভ আসবে তবে সেখানে অনেক কিছু থাকে কারণ অনেক সময় শর্ট টাইমে পেট গুলাই ব্যালেন্স হওয়ার সম্ভাবনা থাকে তবে খুব বেশি লাভবান হবে এবং নিজেকে খুব সুন্দর ভাবে স্বল্প বিনিয়োগেতাই এটা শর্ট টাইম ফরেক্স ট্রেডার জন্য অনেক দোয়া করেন কি সুবিধা আছে শর্ট টাইমে এসে নিজেকে মাধ্যমে আয় করার মাধ্যমে অনুষ্ঠানের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে এবং সুবিধা গুলো সেভ করতে পারবে।
-
র্সট টাইম এ সুবিধা গুলো হল অভিজ্ঞতা ও দক্ষতার সাথে মিল রেখে নগদ ট্টেড করে আয় করা যায়। এছাড়া সর্ট ট্টেড এ অনেকটা ঝুকি কম থাকে। সর্ট ট্টেড এ চার্ট এর যে ধাপ গুলো আছে তা অনেকটা উঠানামা করে থাকে যা ট্টেড করতে অনেকটা ভাল লাগে।
-
ফরেক্স মার্কেটে সাধারণত আমরা দুই ধরনের ট্রেড করে থাকি। তাদের মধ্যে একটি হল লং টাইম ট্রেড অপরটি হলো শর্ট টাইম ট্রেড বা স্ক্যাল্পিং। শর্ট টাইম ট্রেড এবং লং টাইম ট্রেড দুটোর ক্ষেত্রেই সুবিধা এবং অসুবিধা রয়েছে। তবে আপনি যে ট্রেডটি করেন না কেন আপনাকে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।
স্ক্যাল্পিং বা শর্ট টাইম করার ক্ষেত্রে অভিজ্ঞতার ব্যতীত রিস্ক বেশি রয়েছে। শর্ট টাইম সেট করার ফলে সঠিকভাবে যদি মার্কেট এনালাইসিস না হয় তাহলে লস হওয়ার সম্ভাবনা রয়েছে। শর্ট টাইম ট্রেড করার ক্ষেত্রে অল্প অল্প করে প্রফিট করা সম্ভব। এতে লস হবে কম পরিমাণ লস হবে যদি স্টপ লস ও টেক প্রফিট সেট করা থাকে।
-
শর্ট টাইম ফ্রেমে ট্রেড করতে হলে অনেক এক্সপার্ট হতে হয় কারন শর্ট টাইম ফ্রেমে সময় কম কিন্তুু কাজের কোন তফাৎ নেই সোজাকথা লং টাইম ফ্রেমে য কাজ এখানেও তা লং টাইম ফ্রেমে সময় বেশি থাকার কারনে অ্যানালাইসিস খুব ঠান্ডা মাথায় করা যায় শর্ট টাইম ফ্রেমে ট্রেড করতে হলে যেমন দক্ষতা প্রোয়জন তেমন মার্কেটে বুযতে না পারলে লসে স্বিকার হতে হয় আমি মনে করি শর্ট টাইম ট্রেডার দের থেকে লং টাইম ট্রেডার দের সুযোগ সুবিধা সব দিক দিয়েই ভাল।
-
এ্যানালাইসিস খুব ঠান্ডা মাথায় করা যায় । শর্ট টাইম ফ্রেমে ট্রেড করতে হলে যেমন দক্ষতা প্রয়োজন তেমন মার্কেটে বুঝতে না পারলে লসে স্বীকার হতে হয় । ফরেক্স মার্কেটে শর্ট টাইম ফ্রেমে কাজ করলে ভাল হয় । অল্প সময়ের মধ্যেই ইমোশন দূর হবে কারন শর্ট টাইমফ্রমে ট্রেড করলে দ্রুতই ট্রেড ওপেন এবং দ্রুতই ক্লোজ করা হয় ।তাই নতুন দের জন্য লং টাইম দেখে শর্ট টাইম এ ট্রেড করা। আর লোভ বেশী না করা।
-
ফরেক্স মার্কেটে সর্ট টাইম ফ্রেমে সবসময় দেখা জায় রানিং যে মার্কেট প্রাইস দেখা জায় কিন্তু লং টাইম ফ্রেম অনেক সময় অনেক সময়ের ব্যবধান দেখা জায় তাই সবসময় ফরেক্স মার্কেটে সর্ট টাইম ফ্রেমে কাজ করলে ভাল হয়।
-
শর্ট টাইম ফ্রেম মূলত স্ক্যাল্পিং এর জন্য ব্যবহার করা হয়। এতে মার্কেটের সার্বিক পরিস্থিতি বোঝা না গেলেও স্বল্প সময় ব্যবধানে মার্কেটের ওঠানামাকে কাজে লাগিয়ে স্বল্প প্রফিটে ট্রেড করা যায়।যদি আমাদের অভিজ্ঞতাটি খুব ভাল হয় তবে আমরা যে কোনও জোড়ের ট্রেডে ট্রেড করতে পারি। সুতরাং আমি আপনাকে বলব যে আপনি যদি জোড়ায় ট্রেড করে থাকেন তবে আপনাকে অনেক কিছু শিখতে হবে।