-
আমি মনে করি ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ন যেটা সেটা হচ্ছে মানি ম্যনেজমেন্ট। আপনি যদি মানি ম্যনেজমেন্ট সঠিকভাবে পরিচালনা করতে না পারেন তাহলে এই মার্কেটে বেশি দিন টিকে থাকতে পারবেন না। অতএব বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ মানি ম্যনেজমেন্ট ফরেক্স মার্কেটে ট্রেডিং এর জন্য। আর এজন্য আপনাকে ধৈর্য্যতার সহিত লোভবিহীন হয়ে ট্রেডিং কৌশল পরিচালনায় দক্ষ হতে হবে। এবং প্রতিটি ট্রেডকে সচেতনমূলক মানি ম্যনেজমেন্ট করে ট্রেড করতে হবে। তাহলে অবশ্যই ভবিষ্যতে সঠিকভাবে মানি ম্যনেজমেন্ট করে সফলতা অর্জন করতে পারবেন।
-
ফরেক্স মার্কেটে আপনি আপনার একাউন্ট এর ২-৫% রিস্ক নিলে এতে একাউন্ট সহজে লসে যাবে না। আপনার যদি একাউন্ট এ ১০০ ডলার থাকে তাহলে আপনি নিশ্চন্তে ০.০২ লটে ট্রেড ওপেন করতে পারেন। এতে একাউন্ট এর জন্য খুবই নিরাপদ। এভাবে আপনি ভালো মানি মেনেজমেন্ট ব্যবহার করতে পারেন। এতে আপনার একাউন্ট এর মাত্র ২% ব্যবহার করতে পারেন।
-
ফরেক্স মার্কেটে একজন সফল ট্রেডার হতে চাইলে অবশ্যই মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেডিং করতে হবে। মানি ম্যানেজমেন্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়। মানি ম্যানেজমেন্ট না মেনে ট্রেডিং করা উচিত নয়। কারন এতে করে নিজের একাউন্টের ক্ষতি হতে পারে বিশাল রকমের। আজকাল ইন্টারনেটের মাধ্যমে আমরা যেকোনো বিষয়ে জ্ঞান অর্জন করতে পারি সহজেই। গুগল অথবা ইউটিউবের মাধ্যমে আমরা মানি ম্যানেজমেন্ট নিয়ে বিভিন্ন আর্টিকেল বা টিউটোরিয়াল পেতে পারি।
-
ফরেক্স মার্কেটে ট্রেডিং করার জন্য আমাদের মানি ম্যানেজমেন্ট সিসটেম অনুসরন করে ট্রেডিং করা উচিত ।কেননা আমি অনেকে ভাইকে দেখেছি তারা প্রচুর টাকা ইনভেস্ট করে কিন্ত প্রকৃত অর্থে তাদের কাছে কোন মানিম্যানেজমেন্ট করার পরিকল্পনা নেই ।ফলে তারা লস খেতে থাকে ক্যমাগ তাই আমি মনে করি ব্যবসার জন্য মানিম্যানেজমেন্ট করাটা জরুরি।
-
আমার মতে মানি ম্যনেজমেন্ট একজন ট্রেডারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অর্থাৎ আপনি যদি সঠিকভাবে মানি ম্যনেজমেন্ট না করে থাকেন তাহলে এই মার্কেটে সফলতা দুরের কথা বেশি দিন টিকেও থাকতে পারবেন না। তাহলে বুঝতেই পারছেন মানি ম্যনেজমেন্ট এর গুরুত্ব কতটা দরকারী। আমার মতে আপনি যদি মানি ম্যনেজমেন্ট সঠিকভাবে ঠিক রেখে ট্রেড করতে পারেন তাহলে আপনি কখনও লোভী হয়ে ট্রেড করবেন না এবং ধৈর্য্য সহকারে ট্রেড করার মত একটি প্ল্যাটফর্ম তৈরি করতে পারবেন।
-
আপনার নির্ধারিত ট্রেড এর স্টপ লস এবং টেক প্রফিট এর উপর নির্ভর করে মানি ম্যানেজমেন্ট রোল আরোপ করতে হয়.যেমন আপনার ১০০ ডলার ডিপোজিটের ২০ পিপ স্টপ লসের ০.১০ ভলিউমের ট্রেডে টোটাল রিস্ক ২%।তাই আপনার যা দেপসিত আছে তা থেকে ১০-২০% হারে রিস্ক নিয়ে ট্রেড করার চেষ্টা. আপনি ইচ্ছা করলে ৫% ও নিয়ে ট্রেড করতে পারেন। সেক্ষেত্রে আপনি ৫% কে ২ টা পেয়ার এ ভাগ করে দিতে পারেন।
-
আমার মতে আপনি আপনার একাউন্ট এর ২-৫% রিস্ক নিলে এতে একাউন্ট সহজে লসে যাবে না। আপনার যদি একাউন্ট এ ১০০ ডলার থাকে তাহলে আপনি নিশ্চন্তে ০.০২ লটে ট্রেড ওপেন করতে পারেন। এতে একাউন্ট এর জন্য খুবই নিরাপদ। এভাবে আপনি ভালো মানি মেনেজমেন্ট ব্যবহার করতে পারেন। এতে আপনার একাউন্ট এর মাত্র ২% ব্যবহার করতে পারেন।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য মানি ম্যানেজমেন্ট অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় । অধিকাংশ ট্রেডাররাই মার্কেটে লস করে মানি ম্যানেজমেন্ট না করার কারনে । এলোমেলো ট্রেড না করে মার্কেট এ্যনালাইসিস করে সীমিত ট্রেড করাই উত্তম ট্রেডারের বৈশিষ্ট । সাধারনত আপনি যখন একটি ট্রেড করবেন তখন রিক্স নিতে পারেন সর্বোচ্চ ৩% এবং লাভ ১০% অথাৎ লাভ এবং লসের সমীকরন হবে ১:৩ ।
-
ফরেক্স মার্কেটে মানি ম্যানেজমেন্ট হল সঠিক ভাবে অর্থের ব্যবস্থাপনা করা বা পরিকল্পিত ভাবে অর্থের সুষম বিন্যশ করে ট্রেড পরিচালোনা করা।ফরেক্স মার্কেটে মানি ম্যানেজমেন্ট এর উপর ১০০ ভাগ সফলতা নির্ভর করে।কোন ট্রেডার যদি ট্রেড পরিচানার জন্য মানি ম্যানেজমেন্ট ভালোভাবে করতে পারে তাহলে তার লসের সম্ভনা কম থাকে এবং প্রচুুর প্রফিট করতে পারে।অনেকে বলে মানি ম্যানেজমেন্ট মানে মোট একাউন্ট থেকে ১০ ভাগ রিক্স নেওয়াকে বুঝায়।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য মানি ম্যানেজমেন্ট অত্যান্ত গুরুত্বপূর্ণ ।মানি ম্যানেজমেন্ট ছাড়া বিভিণ্ন লটে ট্রেড করলে একাউণ্ট জিরো হতে বেশী সময় লাগবে না । তাই ট্রেডিং করার সময় মানি ম্যানেজমেন্ট কে গুরুত দিতে হবে । মানি ম্যানেজমেন্ট ভাল ভাবে শিখতে হলে ডেমোতে যাচাই করা প্রয়োজন ।