-
ফরেক্স মার্কেটে যদি আমরা ২০০$ ডলার দিয়ে ট্রেডিং করতে পারি তাহলে ফরেক্স মার্কেট থেকে অনায়াসে কিছু না কিছু প্রফিট করা যাবে তার জন্য ফরেক্স মার্কেটে ট্রেডিং করার সময় ২০% রিস্ক নিয়ে ট্রেডিং করতে হবে যাতে ফরেক্স মার্কেটে টিকে থাকা যায়, টিকে থাকলে ফরেক্স মার্কেট থেকে ভাল প্রফিট আসবে।
-
২০০ ডলার খুব বেশি ব্যালেন্স নয় ।তবে মোটামুটিভাবে আপনি যদি চেষ্টা করেন তাহলে দুইশ ডলার ই যথেষ্ট । এর জন্য ধৈর্য্য সহকারে চেষ্টা করে যেতে হবে । ধৈর্যের কোন বিকল্প নেই । আর অনেক ধীরে ধীরে আগাতে হবে । একসাথে বেশি খেতে চাইলে মুখ পুরে যাবে এটাই স্বাভাবিক । তাই সব সময় সাবধানতা অবলম্বন করতে হবে ।
-
ফরেক্স মার্কেটে ২০০ ডলার নিযে ট্রেড করা সম্ভব যদি আপনার ফরেক্স সমন্ধে ভালো ধারনা থাকে এবং তার সাথে নিউজ সমন্ধে ভালো ধারনা থাকতে হবে। যদি এই সকল বিষয়ে আপনার কোন প্রকার ধারনা না থাকে তাহলে আপনি ২০০ ডলার থেকেও আরো বেশি পরিমানে ট্রেড করিলে আপনি তার থেকে কোন প্রকার সুফল বয়ে আনতে পারিবেন না।
-
আমার কাছে যেটা মনে হয়েছে আসলে পর্যাপ্ত আয় বলতে আপনি কত বুঝিয়েছেন ঠিক সেটা আমার কাছে বোধাগাম্য হল না আপনি যদি মনে করে থাকেন যে আপনার ব্যালেন্সের উপরই আপনার বেশি প্রফিট করাটা নির্ভর করে তা হলে আমি বলব এটি সম্পূর্ন ভুল ধারনা কারন ভাল প্রফিট করাটা নির্ভর করছে আপনার ফরেক্স ট্রেডিং যোগ্যতা এবং দক্ষতার উপর আর এগুলো যদি আপনার মধ্যে বিদ্যমান থাকে তা হলে আপনি ২০০ ডলার ডিপোজিট করে ফরেক্স ট্রেডিংয়ের মাধ্যমে প্রতি মাসে ৮০ থেকে ১০০ ডলার আয় করে নিতে পারেন এখান থেকে।
-
আমি মনে করি ফরেক্স মার্কেটে ২০০$ নিয়া ট্রেড করা যাই, কোন সমস্যা নাই, ফরেক্স মার্কেটে আপনে মিনিমাম ১০$ নিয়াও ট্রেড করতে পারেন কিন্তু ১০$ দিয়া আপনে আগাতে পারবেন না, ফরেক্স মার্কেট সম্পর্কে যাদের অনেক বেশী ধারনা আছে, তারা ১০$ দিয়াও প্রতিনিয়ত প্রফিট করতে পারে, আর আপনে যদি নতুন হন তাহলে ২০০$ দিয়া ০.০২ লট ভলিউম এর বেশী না দিয়াই ভালো, তাহলে আপনে ২০০$ দিয়া ট্রেড করতে পারনে.........।
-
২০০ ডলার দিয়ে ট্রেড করা যায় কোন সমস্যা নয় কিন্তু চিন্তা হল দক্ষতা কতটুকু অর্জন হয়েছে । আমরা আগে লক্ষ্য করব দক্ষতার দিকে । অতএব অভিজ্ঞতা ছাড়া এই ফরেক্স ব্যবসা কেহই করে লাভবান হতে পারবে না । যার যত অভিজ্ঞতা রয়েছে সে তত বেশী সামনে অগ্রসার হতে পেরেছে । অতএব আমরা সব সময় আগে অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করব তাহলেই আমরা কৃতকার্য হতে পারব ।
-
ফরেক্স এ দ্রুত প্রফিট করতে চাইলে দ্রুত লুজার হবেন। কিন্তু ধইর্য্য সহকারে যদি আস্তে আস্তে ট্রেড করেন তাহলে অব্যশই ফরেক্স এ ২০০ ডলার দিয়ে ভালো প্রফিট করা সম্ভব। আমি মনে করি এটা ফরেক্স এ ট্রেড করার জন্য ভালো একটা ব্যলেন্স।
-
২০০ ডলার ডিপোজিট করা পর্যাপ্ত।২০০ ডলার দিয়ে ট্রেড করে অনেক টাকা আয় সম্ভব । এমন কি ২০০০ ডলার ও আয় করা সম্ভব হতে পারে । কিন্তু সেটা পুরোপুরি ডিপেন্ড করে আপনার অভিজ্ঞতার ওপরে । আপনার যদি দক্ষতা না থাকে তাহলে আয় তো দূরে থাক একাউন্ট ও টিকিয়ে রাখা দুস্কর হয়ে যেতে পারে ।
-
আপনি যদি মার্কেট সম্পর্কে দক্ষ হন তাহলে তাহলে মাসে ২০০ ডলার ইনভেস্টে অনেক টাকা আয় করতে পারবে।তবে মার্কেট সম্পর্কে অনেক দক্ষতা অর্জন করতে হবে।আপনি যদি মার্কেটে নতুন হন তাহলে ৬ মাস ডেমো প্রাকটিস করা উচিত।
-
আপনি কি প্রফেশনাল ট্রেডার হতে চান? তাহলে আপনাকে বলছিঃ ২০০ ডলার ট্রেড করার জন্য মোটেও উপযোগী নয়। যে কোন মুহুর্তে হারেতে পারেন আপবার ডিপোজিট। সো এসন ব্যাপারে সাবধান থাকতে হবে। তবে হ্যাঁ আপনি যদি মনে করেন আমি ২০০ ডলার দিয়ে লাইভ অ্যাকাউন্ট পাক্টিস করতে চাই। তাহলে আপনাকে ওয়েল্কাম। কিন্তু পেশা হিসেবে নিতে গেলে ২০০ ডলার আপনার জন্য মোটেও উপযোগী নয়। আপনি ২০০ ডলার ডিপোজিট নিয়ে ডেমো প্রাক্টিস করে দেখতে পারেন।