-
আমি মনে করি ফরেক্স কারেন্সি কে সাধারনত তিনটি ভাগে ভাগ করা হয়ে থাকে,যেমন ক্রস কারেন্সি ,মেজর কারেন্সি আর মাইনর কারেন্সি।একন কথা হচ্ছে আমি যেটা ট্রেড করব সেটা হচ্ছে ক্রস কারেন্সি আর মেজর কারেন্সি কেন না সেই কারেন্সি গুলো সারা বিশ্বে ভাল চলে এবং সেগুলো ট্রেড করলে ভাল প্রফিট আসবে। আমরা যত কম পেয়ারে ট্রেড করব এবং এনালাইসিস করব আমরা তত বেশি সেই পেয়ারে দক্ষতা অর্জন করতে পারব ।
-
লাভ বান হয় আপনি ডিপোজিট করতে পারবেন খুব সহজেই এ জন্য আপনাকে ইনস্টাফরেক্স এর ডিপোজিট । না যদি আমরা লস করি তাহলে কি রকম হবে বলেন আপনারা । ব্রোকার লাভ বান হবার গেলে আমাদের আগে অনেক কিছু করতে হবে।
-
ইন্সটাফরেক্স ব্রোকার এশিয়ার মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং আধুনিক ব্যাবসা।। ফরেক্স খুবই রিস্কি ব্যাবসা।। তাই আমরা যে কারেন্সি বা পেয়ার নিয়ে ট্রেড করবো সেই পেয়ার নিয়ে আমাদের প্রচুর জ্ঞান থাকা আবশ্যক।। ফরেক্স ট্রেডিং করার জন্য ইউরো ইউএসডি পেয়ার ই এশিয়ার মধ্যে সেরা।।।
-
আমি বলবো কোন পেয়ার কারেন্সি ট্রেড করবেন সে সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। মেজর ১০ টি কারেন্সি পেয়ারের মধ্যে আপনাকেই বেছে বের করতে হবে কোন পেয়ার কারেন্সি ট্রেড করতে আপনার ভালো লাগে।
-
আমি গোল্ড পেয়ারে ট্রেড করতে লাইক করি। কিন্তু এর জন্য অনেক দিনের ট্রডিং অভিজ্ঞতা থাকা দরকার আছে, কারন এই পেয়ারে ট্রেড করা খুবি ঝুকিপুর্ন। আপনি একজন সুদক্ষ ট্রেডার না হলে আপনার ক্যাপিটাল হারিয়ে ফেলতে পারেন। সুতরা আমি আপনাদে সাজেস্ট করবো, আপনারা টে্রড করতে পারেন eur/usd, usd/gbp, usd/nzd এবং usd/chf এই পেয়ার গুলোতে।
-
আমি গোল্ড এর পেয়ার এ ট্রেড করতে ভালবাসি , অনেকে অনেক পেয়ার এ ট্রেড করে থাকে, তবুও আমি অন্ন কন পেয়ার এ ট্রেড করি না , আমি এই পেয়ার কে পসন্দ করি।
-
আমি ভাল মন্দ বুজি না ,কিন্তু আততুকু বলতে পারি যে মানুস তার পারদরসি পেয়ার এ ই ট্রেড করবে, তাকে জর করে কন পেয়ার এ ট্রেড করতে বলা ঠিক হবে না , আমার ধারনা এটা ট্রেডের ক্ষতি হবে।
-
আমি মনে করি ইউর উসড পেয়ার টা ভাল আপ ডাউন হয়ে থাকে , তাই ভালো ত্রেডার হলে এখানে ট্রেড করলে অনেক টাকা উপারজন কর তে পারবে , কিন্তু সাবধান লস ও হতে পারে না বুজলে।
-
আমাদের কন পেয়ার এ ভালো হবে আমি বলতে পাসছি না কারন। আমি মনে করি পেয়ার গুলি মানুস তার নিজের জায়গা থেকে ঠিক করে নিবে , আমি এক টা বলব তাতে আর এক জন দিমত কর বে ।
-
আপনি যদি ফরেক্স নতুন হন তাহলে, আপনার সেন্টারাল কারেন্সিতে ট্রেড করা উচিৎ। যে সকল কারেন্সি পেয়ার সরা সরি USD ডরার এর সাথা যুক্ত থাকে তাদেরকে সেন্টারাল কারেন্সি বলে। যেমন: eur/usd. usd/jpy, used/nzd, usd/chf, gbp/usd ইত্যাদি ইত্যাদি আর অনেক সেন্টাল কারেন্সি আছে।