-
ফরেক্স মার্কেটে ভলো একজন ট্রেডার হতে হলে আস্তে আস্তে নিজের মধ্য বিশ্লষণী ক্ষমতা বৃদ্ধি করতে হবে । কেননা যে যত বেশি পরিমাণে এনালাইসিস করতে পারে সে তত বেশি পরিমাণে ফরেক্স জ্ঞানে সমৃদ্ধ হতে পারে । ফরেক্সে ট্রেডিং করার জন্য অমাদের বিশেষ করে টেকনিকেল এনালাইসিসের উপর জোর দিতে হবে । কেননা এটাকে এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় যেন এর থেকে অনেক বেশি লাভবান হওয়া যায় ।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য ২টি এনালাইসিস এর উপর নির্ভর করতে হবে। ১. ফান্ডম্যান্টাল এনালাইসিস ২. টেকনিক্যাল এনালাইসিস। একজন সফল ট্রেডার হতে হলে আপনাকে আবশ্যই এই ২টি এনালাইসি এর উপর ভিত্তি করে ট্রেড করতে হবে।
-
আমি মনে করি ফরেক্স এ ট্রেডিং করতে হলে আপনাকে অবশ্যই চার্ট অ্যানালাইসিসের করা অথবা নিউজ অ্যানালাইসিসের জানতে হবে। কারন আপনি তখনি ফরেক্স থেকে প্রফিট করতে পারবেন যখন ফরেক্স এর চাট অ্যানালাইসিসের করতে পারবেন।চাট অ্যানালাইসিসের করার জন্য আপনার একটি ভালো স্ট্রাটেজি জানতে হবে।আপনি যদি একজন দক্ষ ট্রেডার হতে চান তাহলে আপনাকে দক্ষ অ্যানালাইসিসের করা জানতে হবে।
-
ফরেক্স মার্কেটে এনালাইসিস ব্যাতিত ফরেক্স ট্রেডিং করা অনেক ঝুঁকিপূর্ণ একটা কাজ আমরা জানি যে ফরেক্সে সর্বক্ষেত্রে ঝুঁকি বিদ্যমান , যার কারণে আমরা অনেকে ইতিমধ্য আমাদের একাউন্ট হারিয়েছি তাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত একজন ট্রেডার তখন নিতে পারে যখন সে ভালভাবে এনালাইসিস করে এবং তখন সে একটা ধারণা পায় যে মার্কেট ঠিক কতটুকু যেতে পারে তাই আমি মনে করি যে ফরেক্স মার্কেটে অনেক বেশি এনালাইসিসের গুরুত্ব রয়েছে
-
এই মার্কেটে লিকুইড মানি বা চলমান তরল মুদ্রা দিয়ে ট্রেড করা হয়৷তাই অত্যন্ত ঝুকিঁ থাকে৷এই ঝুকিঁ এড়ানোর জন্যই অনেক কৌশল শিখতে হয়৷তাই সঠিক ভাবে যদি এনালাইসিস না করতে পারেন তাহলে কোথায় ? কখন ? ও কিভাবে ? মার্কেটে ক্রয়-বিক্রয় করবেন৷এই ফরেক্স মার্কেট ৯৫ % ভবিষ্যত ও অনুমান নির্ভর৷
-
আমার মনে হয় এনালাইসিস না করে ট্রেড করা বোকামি ।। একানে লাভের আশা করাই জাবেনা।। ঝোপ বুঝে কাজ কোপ মারলে যেমন কনো নিশ্চ্যতা নেই সাফললের কন আশা থাকেনা তেমন এনালাইসিস ছাড়া ট্রেড করাও তেমনি ।। সবারি উচিত বুঝে শুনে এনালাইসিস করে ।। এবং মার্কেট কে সঠিকভাবে নিরিক্ষা করে ট্রড করেই সফলতা আনা সম্ভব ।।
-
এনালাইসিস খুবই গুরুত্বপূর্ণ কেননা ফরেক্স মার্কেট এনালাইলাসিস ছাড়া ট্রেড করলে লস ছাড়া লাভ করতে পারবেন না । অবশ্যই আপনাকে টেকনিকেল , ফান্ডামেন্টাল এনালাইসিস করে ট্রেড করলে ভাল ফল হবে।
-
একজন দক্ষ ট্রেডার ফরেক্স মার্কেটে কখনো উদ্দেশ্যবিহীন ট্রেড ওপেন করে না।মার্কেট এনালাইসিস ফরেক্স মার্কেটের একটি গুরুত্বপূর্ণ অংশ। মার্কেট নালাইসিস করতে পারলে মার্কেটের ট্রেন্ড বা গতি বুঝা যায়। মার্কেট সাধারণত তিনটি অবস্থায় থাকে। উর্ধ্বমুখি ,নিন্মমুখি এবং সমান্তরাল বা সাইডওয়ে। সাইডওয়ে মার্কেটে ট্রেডে এন্ট্রি নেয়া ঝুকিপূর্ণ। মার্কেটের গতি বুঝতে পারলে ট্রেডে এন্ট্রি নেয়া সহজ হয়। মার্কেটের গতি বুঝার জন্য তিনভাবে মার্কেট এনালাইসিস করতে পারবেন, টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস এবং সেন্টিমেন্টাল এনালাইসিস।
-
market analysis সঠিকভাবে করতে পারলে তো ফরেক্স আমার হাতের মধ্যে, আমি যেভাবে চাইবো ঠিক সেইভাবে ফর্কেস আমাকে প্রফিট দান করবে। সমস্যা হচ্ছে মার্কেটক সম্পর্কে ভাল ধারনা থাকলেও এর সঠিক মাপ বুঝা যায় না যার কারনে লস হয়।
-
ফরেক্স মার্কেট এ সফলতা অর্জন করতে হলে আপনাকে আগে ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে হবে । ফরেক্স ট্রেডিং করার সময় আপনাকে সঠিক ট্রেডিং করার নিয়ম কানুন গুলো ভালো করে শিখতে হবে। আপনাকে ফরেক্স মার্কেট ভালো ভাবে এনালাইসিস করতে জানতে হবে । আপনি যত বেশি ভালো এনালাইসিস করতে পারবেন আপনি তত ভালো ট্রেডিং করার সুযোগ অর্জন করবেন । তাই আমাকে সকল ফরেক্স ট্রেডারদের ফরেক্স মার্কেট ভালো করে এনালাইসিস করতে শিখতে হবে।