ফরেক্স মার্কেটের প্রতি আমার আন্তরিকতার কন কমতি নাই। বললে বিলিব করবেন না,আমি ফরেক্সে ১ ডলার ইনকাম করে ফরেক্স ট্রেড করে আসছি। আমার মনে হয় আমি যদি আগামি বছর থেকে ভালভাবে করতে পারি থাহলে ফরেক্স এর প্রতি আর আন্তরিকতা আর বেড়ে যাবে।
Printable View
ফরেক্স মার্কেটের প্রতি আমার আন্তরিকতার কন কমতি নাই। বললে বিলিব করবেন না,আমি ফরেক্সে ১ ডলার ইনকাম করে ফরেক্স ট্রেড করে আসছি। আমার মনে হয় আমি যদি আগামি বছর থেকে ভালভাবে করতে পারি থাহলে ফরেক্স এর প্রতি আর আন্তরিকতা আর বেড়ে যাবে।
আপনি যে কাজই করেন না কেন সেই কাজের প্রতি আপনার আগ্রহ থাকতে হবে। আপনাকে সেই কাজের প্রতি আন্তরিক হতে হবে। তা না হলে আপনার পক্ষে সে কাজ করা সম্ভাব নয়। আপনি যদি হেয়ালী করে কোন কাজ করেন তাহলে আপনি কখনোই সেই কাজে সফল হতে পারবেন না। তাই ফরেক্স করতে গেলেও আপনাকে ফরেক্স এর প্রতি যথেষ্ট আন্তরিক হবে হবে। তবেই আপনি সফল হবেন।
আমি মনে করি ফরেক্স আমার জীবনের শেষ ব্যাবসা এবং আয়ের ব্যাবস্থা,আর তাই ফরেক্স এই আমার ক্যারিয়ার গড়তে চাই এবং আমার বন্ধুদের এই কাজে উৎসাহিত করি। ফরেক্স মার্কেট এর ব্যবসা খুব ভালো একটি ব্যবসা একটু পরিশ্রম করতে পারলে সহযেই প্রফিট কোরা যায় । এই বাজার থেকে যখন লাভ হয় তখন আনন্দের সীমা থাকে না বিশেস করে নতুন যারা তাদের ত কথাই নাই তাদের অনেক কস্ট হয় লাভ করতে আর যখনি সে অনাকাঙ্ক্ষিত জিন্সটি চোখের সামনে দেখে তখন মনের ভিতরে আনন্দে ভরে উঠে ।
একজন ট্রেডারের ফরেক্স এর প্রতি অবশ্যই ভালো আন্তরিক হতে হবে । কেননা আমি মনে করি যে ফরেক্সে মার্কেটে ট্রেড করে আমরা অনেক বেশি পরিমাণে লাভবান হতে পারব যদি আমরা সঠিকভাবে ট্রেড করে যেতে পারি । ফরেক্স এমন একটা মার্কেট যেখানে ট্রেড করতে গেলে এই মার্কেটের সাথে অবশ্যই ভালো সম্পর্ক থাকতে হবে । কেননা বিরুপ মনোভাব নিয়ে ট্রেড করলে সেটা আপনার ট্রেডিং এর উপরে প্রভাব ফেলতে পারে ।
ভাই ফরেক্স করি ফরেক্স থেকে আয় করব বলে ফরেক্স থেকে আয় করার জন্য ডেমো পারতিস করতে হবে তাই আমি ফরেক্স করার জন্য ডেমো পারতিস করছি ফরেক্স থেকে পরিশ্রম করে দক্ষতা অজন করব বলে ফরেক্স থেকে আয় করার জন্য ফরেক্স এর প্রতি আমার আন্ত্রিকতা অনেক |
ফরেক্স ব্যবসার প্রতি আমার আন্তরিকতা খুবই ভালো । কারণ ফরেক্স ব্যবসা করে যদি আমি লাভবান হতে পারি তাহলে অবশ্যই আমরা সামনের দিকে অগ্রসার হতে পারি । অতএব বেশী বেশী আমরা কিভাবে লাভবান হতে পারি সেদিকে খেয়াল রাখতে হবে তাহলেই আমরা লাভবান হতে পারব । আর অাপনারাও চেষ্টা করেন কিভাবে লাভবান হতে পারেন ।
ভাই ফরেক্স মাকেটে আমার আন্তরিকতা শেষ নেই আমার মনে ফরেক্স থেকে আয় করার জন্য ফরেক্স মাকেটে ধয্য ধারন করতে হবে ফরেক্স থেকে আপনি যদি আয় করতে চান তবে আপনাকে এখানে দক্ষতা অজন করতে হবে | ফরেক্স মাকেটে যদি পরিশ্রম করা হয় তবে ফরেক্স থেকে আয় করা সম্ভব |
আমি যত দিন ধরে ফরেক্স এর কাজ করছি আমি সব সময় ফরেক্স এর প্রতি আন্তরিক। ফরেক্স এ কাজ শিখে তারপর আয় করতে হয়। না বুঝে কাজ করলে আপনি বিপদে পড়বেন । আমি যা বলব তা হল ফরেক্স এ কাজ করতে হলে আপনাকে ভাল করে কাজ শিখে এবং আন্তরিকতার সাথে কাজ করতে হবে তাহলে সফল হবে।
আসি ফরেক্সে সময় দিতে পেরে আনন্দিত আলহামদুলিল্লাহ। এখানে এসে অনেক ভাল রাগছে । কারণ আগে অনেক সময় অপচয় হতো বিশেষ করে ফেসবুকে এবেল এবেল সময় নষ্ট হত। এখন তা আর হয় না ফরেক্স সম্পর্কে আন্তরিকতার সাথে জানার চেষ্টা করছি। ফরেক্স ফোরামে সময় দিচ্ছি। সব মিলি আমি ফরেক্স নিয়ে আনন্দিত।
ব্যক্তিগতভাবে বলতে গেলে ফরেক্স এর প্রতি আমার আন্তরিকতা অনেক বেশী।কারন মানষ যেটা থেকে টাকা ইনকাম কড়া যাই তার প্রতি একটূ বেশী আন্তরিক হয়।আমিও ঠিক তেমনে।যেহেতু ফরেক্স থেকে আমরা কম কষ্টে টাকা আয় করতে পারছি সেহেতু এটার গুরুত্ব আমাড় কাছে অনেক বেশি।একজন বেকারের কাছে টাকা অর্জন করা অনেক বেশী কিছু। তাই ফরেক্স এর আন্তরিকতা আমার কাছে বেশী।