-
হ্যা বন্ধু আপনি একদমই ঠিক বলে ছেন যে যাদের মুলধন কম তারা শট টাইম বা স্কেলপিং করে বেশি লাভ করতে পারে বা তাদের জন্য শট টাইম মাঝারি সময়ের জন্য ট্রেড বেশি উপযোগি বলে আমি মনে করি আবার যাদির মুলধন বেশি বা কমপক্ষে ২০০ ডলার তারা লং টাইম ট্রেড করতে পারেন অবশ্য চাইলে স্কেলপিংও করতে পারেন কারন বেশি ডিপোজিটে সবই সম্ভব। ধন্যবাদ।
-
ফরেক্স মার্কেটে দুটি টাইম ট্রেডিং আছে একটি শর্ট টাইম ট্রেডিং আর একটি লং টাইম ট্রেডিং শর্ট টাইম ট্রেডিং করে যাদের ব্যলেস কম থাকে তারা সাধারণত শর্ট টাইম ট্রেডিং করে আর যাদের ব্যলেন্স অনেক আভিঘতা অনেক তারা সাধারণত লং টাইম ট্রেডিং করে।
-
এখানে সব কিছু করা যাই জাদের মুলধন কম তারা করে শর্ট টাইম ট্রেড আর জাদের মুলধন বেশি তারা করে লং টাইম ট্রেড। ফরেক্স সম্পর্কে অনেক ধারনা ও জ্ঞান অর্জন করতে হবে যাতে আপনি ফরেক্স মার্কেটে ব্যবসা করে সফল হতে পারেন। ফরেক্স মার্কেটে যারা অনেক বিনিয়োগ করে ও যাদের ভাল অভিতা আছে তারা ফরেক্স মার্কেটে র্শট টাইম ট্রেডিং করলে হয়। আর যারা ফরেক্স মার্কেটে নতুন ও ধারনা কম বিনিয়োগ ও কম তাদের ফরেক্স মার্কেটে লং টাইম ধরে ট্রেডিং করতে হবে।
-
আমার মনে হয় যারা অল্প মূলধন নিয়ে
ফরেক্স ট্রেড করতে চায় তাদের জন্য শর্ট
টাইম ট্রেডিং ভালো । আর যাদের
ফরেক্স-এ মূলধন বেশী আছে ,তারা
চাইলে দুটুই করতে পারে । এজন্য আমাদের দটোই করার মত অভিজ্ঞতা থাকতে হবে।
-
শর্ট টাইম ট্রেডিং করবেন না লংটাইম ট্রেডিং করবেন সেটা নির্ভর করছে আপনার কোন স্টাট্রাটেজিতে এবং ইমফ্রেমে ট্রেড করছেন তার ভিত্তিতে। আসলে আপনি যদি স্কাল্পার হন তাহলে আপনাকে শর্টপাইমে ১৫ থেকে ১ ঝন্টার মধ্যে ট্রেড করতে হবে। আর আপনি যদি লং টাইম ট্রেডার হন তাহলে আপনার ট্রেড পরে থাকার পরিমান অনেক বাড়তে থাকবে, অর্থাত একটি ট্রেপ কয়েক সম্পাহ এমনকি মাসও পরে থাকতে পারে।
-
ফরেক্স মার্কেটে শর্ট টার্ম এবং লং টার্ম ট্রেড করতে পারি এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে আমি মনে করি শর্ট টার্ম ট্রেড করলে লসের সম্ভাবনা খুব কম থাকে এতে অল্প লাভ হয় কিন্তু লং টার্ম ট্রেডে অনেক সময় ধরে ট্রেড করতে হয় কিন্তু এতে লাভের পরিমান ও বেশি থাকে আর এটা হল আপনার ট্রেড দক্ষতার উপর নির্ভর করে আপনি কন ট্রেড করবেন
-
শট টাইম এবং লং টাইমে ট্রেডের ব্যাপারে আমার একটি পরামর্শ আছে আর তা হল আপনি যদি পরেক্স ট্রেডিংয়ে নতুন হয়ে থাকেন তা হলে আপনার লং টাইম ফ্রেমে ট্রেড করা উচিত কারন এতে করে আপনার লসের ঝুকি অনেকাংশে কুমে যায় এবং আপনি অনেক কিছু ট্রেড চলাকালিন সময়ে মার্কেট থেকে শিখতে পারবেন অন্যদিকে যখন আপনি দীর্ঘদিন লং টাইমফ্রেমে ট্রেড করে যথেষ্ট বাস্তব দক্ষতা সম্পান্য হয়ে উঠবেন তখনই আপনার উচিত হবে শট টাইমফ্রেমে ট্রেড করা।
-
ব্যবসা করতে হলে আপনাকে ফরেক্স সম্পর্কে অনেক ধারনা ও জ্ঞান অর্জন করতে হবে যাতে আপনি ফরেক্স মার্কেটে ব্যবসা করে সফল হতে পারেন। ফরেক্স মার্কেটে যারা অনেক বিনিয়োগ করে ও যাদের ভাল অভিতা আছে তারা ফরেক্স মার্কেটে র্শট টাইম ট্রেডিং করলে হয়।
-
ফরেক্স ট্রেডিং এ বিভিন্ন সময় নিয়ে মুনাফা আয় করা যাই । এই মার্কেট এ শর্ট টাইম ট্রেডিং বলতে স্ক্যাল্পিং বুঝি । আমরা ১৫ মিনিট ৩০ মিনিট এই সময় এর মধ্যে যে ট্রেডিং করে থাকি তাকে স্ক্যাল্পিং বলে । আপনি শর্ট টাইম ট্রেডিং করবেন না লং টাইম ট্রেডিং করবেন তা নির্ভর করবে আপনার সঠিক এনালাইসিস এর উপর । তাই সঠিক ট্রেডিং করতে হলে আপনাকে আগে ভালো এনালাইসিস করতে জানতে হবে ।
-
ফরেক্স মার্কেট অনেক ভাবে ট্রেড করে আয় করা যায় তাই সবাই এক ভাবে ট্রেড করে না ভিন্ন ভিন্ন ভাবে ফরেক্স ট্রেড করে কেউ লং টাইম ট্রেড করে ডে ট্রেড করে আবার সাপ্তাহিক ট্রেড করে আর সর্ট ট্রেড করে মার্কেটে ট্রেড করে অল্প সময়ের মধ্যে প্রফিট করে ভের হয়ে যায়।