-
ফরেক্স করতে হলে আমাদের অনেকগুলো বিষয় সম্পর্কে জানতে হবে । ফরেক্সে তারাই ভালো করতে পারে যারা কিনা ফরেক্স সম্পর্কে একটু ভালো জ্ঞান নিয়ে এই মার্কেটে প্রবেশ করে । ফরেক্স ব্যবসায় সফল হতে হলে অবশ্যই ডেমো একাউন্ট এর উপর গুরুত্ব দিতে হবে আর এভাবেই আমরা সফল হতে পারব নিয়মিত ফরেক্স স্টাডি করে । এতে আমাদের পাশাপাশি আমাদের পরিবারেও আর্থিক স্বচ্ছলতা ফিরে আসবে ।
-
ফরেক্স সম্পর্কে জ্ঞানার্জন করতে হবে।ফরেক্স ট্রেডিং এর সকল ধাপগুলো ভালভাবে বুঝতে হবে। মারে্*কট আনালাইসিস করতে হবে।আপনাকে আরো ট্রেন্ড ধরে ট্রেড করলে ভাল হবে না ট্রেন্ড ছাড়া ট্রেড করতে হবে। আপনাকে ক্যান্ডেলস্টীক নিয়ে ট্রেড করতে হবে।সবসময় মাথা ঠান্ডা রেখে ট্রেডিং করতে হবে,তাহলে ফরেক্স থেকে উপার্জন করা যাবে।
-
আমি মনে করি যে জানার কোন শেষ নেই মূলত ভাল ট্রেডার হতে হলে প্রাইজ একশন ও ট্রেন্ড লাইন ভাল করে জানতে হবে, এর সাথে সাথে প্রাইস বাড়বে কি কমবে তা জানার জন্য আপনাকে অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিসের মাধ্যমে আপনি ট্রেড করার সঠিক আইডিয়া পেতে পারেন। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, সেন্টিমেন্টাল অ্যানালাইসিস, সম্পর্কে জানতে হবে.
-
ফরেক্স মার্কেটে, এ - টু জেট প্রত্যেকটা বিষয় অনেক বেশি গুরুত্বপূর্ণ । কারন এখানে একটু ভুল মানে আপনার বড় ধরনের লসের কারন হতে পারে । সচরাচর সবাই যা করে আপনাকে সেটা করতে হবে যেমন প্রচুর পড়াশুনা করতে হবে, জ্ঞান অর্জন, দক্ষতা অর্জন,প্রাকটিস, এনাল্যাইসিস, সঠিকভাবে মানি ম্যানেজম্যন্ট, কিভাবে একাউন্ট খুলবেন, কিভাবে টাকা তুলবেন বা ইনভেষ্ট করবেন, ট্রেড ওপেন ও ক্লোজ কিভাবে করবেন ইত্যাদি এ সমস্ত বিষয় গুলো আপনাকে সঠিকভাবে জানতে হবে ।
-
আসলে ফরেক্স সম্পর্কে জানার শেষ নাই।মূলত ফরেক্স এ ট্রেড করতে হলে প্রধান প্রধান জানা বিষয় হল -ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, ক্যান্ডেল স্টিক অ্যানালাইসিস ,ইন্ডিকেটর অ্যানালাইসিস ।আমার মনে হয় এ আনালাইসিস গুলা ভাল করে জানলে আপনি ১০০% এর মধ্যে ৯৫% ট্রেড করার উপযুক্ত হবেন...
-
ফ্রেক্সে ভাল পারফ্রমেন্স ক্রতে হ্লে আপনাকে মারকেট এনালাইসিস ,নিয়ম ফ্লো ক্রে কাজ ক্রা ,ভাল ম্যানেজমেন্ট ক্রতে শেখা ,ডেমো তে ভাল ক্রা ,ইন্ডিকেট্রের স্ঠিক ব্যাবহার জানা ,ধৈয্র ধ্রে লেগে থাকা,কনফিডেন্স লেবেল্কে হাই রাখা ,এই স্ক্ল বিষয়াদি আপনি ভাল ভাবে রপ্ত ক্রতে পারলে ফ্রেকস এ আপনি ভাল ক্রতে পারবেন ।
-
ফরেক্স এ সফল হতে হলে কিছু কিছু বিষয়ের মাথায় তাখা উচিত। ট্রেড করার সময় এনালাইসিস করে ট্রেড করতে হবে, ট্রেড করার সময় মাথা ঠান্ডা রাখতে হবে, মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করতে হবে, ফরেক্স করতে হলে কঠোর পরিশ্রম এর কোন বিকল্প চেই। ফরেক্স করতে হলে লোভকে ত্যাগ করতে হবে। ফরেক্স এ আসার আগে অবশ্যই ডেমো ট্রেড করে আসতে হবে।
-
ফরেক্স মার্কেটে ব্যবসা করে সফল হতে চাইলে আপনাকে অবশ্যই কিছু কিছু বিষয়ের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। যথা:
১। মাথা ঠান্ডা করে কাজ করার মত মন মানসিকতা থাকতে হবে।
২। ফরেক্স মার্কেটে কঠোর পরিশ্রম করে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে হবে।
৩। লোভ এবং ধৈর্য্যকে নিয়ন্ত্রণে রাখার চিন্তা করতে হবে।
৪। মানি ম্যনেজমেন্ট, ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল এনালাইসিস এর মত বিষয়গুলো সঠিকভাবে জানতে হবে।
৫। ট্রেড করার সময় ট্রেডিং কৌশলগুলো নিয়ে এনালাইসিস করতে হবে।
৬। ফরেক্স নিউজ, মার্কট ডেইলি চার্ট এবং টাইম ফ্রেম ফলো করতে হবে। এবং
৭। নিয়মিত ডেমো অনুশীলন করতে হবে।
উক্ত বিষয়গুলো জানতে পারলে আপনি সঠিকভাবে ফরেক্স মার্কেটে একজন দক্ষ ট্রেডার হিসেবে পরিচিতি লাভ করতে পারবেন।
-
সর্বোপ্রথম জানতে হবে কী ভাবে এনালাইসিস করতে হয় ? ফান্ডামেন্টাল এনালাইসিস,টেকনিক্যাল এনালাইসিস ও সেন্টিমেন্টাল এনালাইসিস কী ও কেন ? আপনার নির্ধারিত ট্রেডিং চার্ট কোনটি হবে ? আপনার জন্য উপযুক্ত ট্রেডিং স্ট্র্যাটেজী কোনটি ও কীভাবে সেটি যথাযথ প্রয়োগ করবেন ? মানি ও রিস্ক মেনেজমন্ট কী ও কেন গুরুত্বপূর্ণ ? ট্রেন্ড ও সাপোর্ট/রেসিসট্যান্স কী ও কেন বুঝতে হবে ? স্টপলস ও টেকপ্রফিট কেন প্রয়োজন ? রিস্ক রিওয়ার্ড রেশিও কী ও কেন জরুরী ? রিভার্সাল ও রিট্রেসমেন্ট কী ও কেন জানতে হবে ? লিভারেজ কী ও কেন ? ব্রেক আউট/ফেইক আউট,ক্যান্ডেলস্টীক প্যাটার্ণ,গুরুত্বপূর্ণ ট্রেডিং সেসন,নিউজ ইমপেক্ট,কারেন্সী কো-রিলেশন,ব্রোকার .....ইত্যাদি অনেক অনেক বিষয় ধীরে ধীরে জানতে হবে বুঝতে হবে৷
-
ফরেক্সে ভাল প্রফিট করে নিজেকে একজন সফল ট্রেডার হিসাবে তৈরী করতে হলে আপনাকে ফরেক্স ট্রেডিং কেৌশলের প্রতিটি বিষয়ে ভাল করে জ্ঞান অর্জন করতে হবে।জানার কোন শেষ নাই ।চেষ্টা করলে কিনা হয়। আপনার ও হবে। তবে ধের্য্য ধরা শিখতে হবে। বার বার পড়ে আবার উঠতে হবে তবেই সফলতা আপনার কাছে ধরা দিবে।