আমি বুঝি যে সাইকোলজি বলতে একজন ট্রেডারের ফরেক্স ব্যবসাটি পরিচালনা করার মন মানসিকতাকে বুঝায় । যেমন ধরুন কেউ একটা ট্রেড ওপেন করে স্টপ লস ব্যবহার করেন আর কেউ আছেন যে স্টপ লস ব্যহার করেন না । শুধু টেকনিক্যাল এনালাইসিস, মানি ম্যানেজমেন্ট, ফান্ডামেন্টাল এনালাইসিস ইত্যাদি বিষয়ের উপর গুরুত্ব বেশি দিলে হবে না । সাইক্লজি এর উপর ও দখল থাকতে হবে কারন এই বিষয়গুলি একজন ট্রেডারই নিয়ন্ত্রন করবেন ।