-
ফরেক্স এ যেমন লাভ করা যায় ঠিক তেমনি অনেক লস ও হয় । ফরেক্স এমন একটি মার্কেট যেখানে অনেক বেশী লাভ ও হয় আবার ঠিক তেমনি অনেক লস ও হয় । তাই ফরেক্স এ লাভ করতে হলে আমাদের অনেক বেশী ফরেক্স এর ব্যাপারে অভিজ্ঞতা জানা চাই । আর মন দিয়ে মাথা ঠাণ্ডা রেখে কাজ করতে হবে । এই ফরেক্স মার্কেট এ অনেক বেশী লাভ এবং লস হতেই পারে ।
-
ফরেক্স একটি লাভ জনক ব্যবসা। তবে যে শুধু ইনকাম হবে সেটা কিন্তু কোন কথা নয় লোকসান ও হতে পারে। এই ব্যবসায় আপনাকে প্রফিট করতে হলে কিছু কারিগরী শিক্ষা আছে সেগুলোকে প্রধান্য দিতে হবে। বিশেষ করে প্রতি নিয়ত আপনাকে ডেমো ট্রেড প্রাকটিজ করতে হবে। তাহলে আপনি প্রফিট আনতে পারবেন।
-
ফরেক্সে যেমন লাভ হয় তেমনি লস ও হয় । ফরেক্সে বুঝে ট্রেড বা অর্ডার করতে পারলে ফরেক্স থেকে অনেক লাভ করা যায় । কিন্তু অনেক সময় আবার লসও হতে পারে যদি না বুঝে ট্রেড করা হয় বা অতি লাভের আশায় লোভ করে বেশি ট্রেড করা । লোভ করে বেশি ট্রেড করলে লাভ না হয়ে লস হতে পারে । তাই অতি লোভ না করে অল্প অল্প করে লাভ করতে থাকলে এক সময় দেখা যাবে যে ফরেক্স থেকে অনেক টাকা লাভ হতে শুরু করেছে । তাই লোভ না করে যদি কেউ ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারে তবে ফরেক্স থেকে অনেক লাভ করতে পারবে এবং লস কম হবে ।
-
প্রত্যেক ব্যবসায় লাভ লস রয়েছে। তেমনি ফরেক্স এ ও লাভ লস রয়েছে। এখানে যারা অবিজ্ঞ তারা লাভ করে আর যারা অনভিজ্ঞ তারা লস করে। এখানে একটু ভুল এর জন্য অনেক বড় লস এর সম্মুকিন হতে হয়।তাই আমাদের উচিত জেনে শুনে ট্রেড করা।
-
ফরেক্স এমন একটি মার্কেট প্লেস যেখানে যার যত অভিজ্ঞতা থাকবে সে তত লাভ করতে পারবে । আর সাধারণত সব মার্কেট প্লেস এ লাভ লস থাকবেই , তাই ফরেক্স এ লাভ করতে হলে আমাদের অনেক বেশী ফরেক্স এর ব্যাপারে অভিজ্ঞতা নেওয়ার প্রয়োজন । আমরা যখন ফরেক্স এ ট্রেড করব যেমনি আমাদের লাভ হবে আবার তেমনি লস ও হবে । তাই ফরেক্স এর ব্যাপারে অভিজ্ঞতা অর্জন করা উচিৎ তাহলে সাফল্য অর্জন করা যাবে ।
-
ফরেক্স এ লাভ লস মিলেই ফরক্সে করা হয়। যদি কেউ মনে করে যে ফরেক্সে এ আসলেই লাভ হবেই এটা কোন কথা নয়। এ মধ্যে লস ও আছে। তাই আমাদের ফরেক্স এ সব কিছু ভাল করে বুঝেশুনে ফরেক্স করতে হবে যাতে আমাদের লস এ তুলনায় লাভ যেন করতে পারি।
-
ফরেক্স হল একটি মার্কেট প্লেস , এখানে যেমন লাভ হয় তেমনি লাভ ও হয় । ফরেক্স এ লাভ করতে হবে অনেক বেশী অভিজ্ঞতা অর্জন করতে হবে । সুধু তাই নয় শ্রম এবং বিশ্বাস রেখে কাজ করতে হবে । যে যত বেশী ফরেক্স এর ব্যাপারে যানে সে তত বেশী সাফল্য অর্জন করতে পারে । তাই যখন আমরা ট্রেডং করব তখন যদি আমাদের ফরেক্স এর ব্যাপারে ভালো অভিজ্ঞতা থাকে তাহলে লস খুব কম খেতে হয় ।
-
এটা অনেকের কাছে অনেকটাই মনে করে যে ফরেক্স এ যেমন লাভ হয় তেমন লস ও হয়। এটা হয় যারা নাকি না বুঝে ট্টেড করে এবং বেশী লাভের করার জন্য। ফরেক্স এ লাভের তুলনায় লস ই বেশী হয়। তবে আমরা এ হাল ছেড়ে দেব না। কারন লস এ মধ্যে একদিন লাভ হবেই।
-
আপনার কথা একদম সত্য। ফরেক্স এ যেমন লাভ করা ঠিক তেমনি লস ও হকরা যায় অনেক। ফরেক্স এ লাভ লস মিলিয়ে লাভে থাক্ততে হবে তাহলে এ ফরেক্স এ লাভবান হওয়া যাবে। আর মাস শেষে ট্রেড করে প্রফিট এ থাকতে পারলেই ফরেক্স থেকে আয় করা সম্ভব।
-
এখানে ফরেক্স কিন্তু সবার জন্য লাভ নিয়ে আসে না। ফরেক্স এ তারাই লাভ করতে পারে যারা ফরেক্স বিষয়ে প্রচুর অভিজ্ঞতা। যে সব ট্রেডার প্রতিটি ট্রেড করার আগে মার্কট ভালোভাবে এনালাইসিস করে,সাপোর্ট এবং রেসিসটেন্ট লেভেল নির্ধারন করে কেবল তারাই ফরেক্সে মার্কটে সফল হতে পারে। আর অভিজ্ঞ এবং দক্ষ হতে না পারলে ফরেক্স থেকে আপনি কিছুই পাবেন না।