-
ফরেক্স মার্কেট এ বেশীর ভাগ কাজ থেকে ঝড়ে পরার কারন হল যে বেশীর ভাগ লস করে থাকে। পরিশ্রম ও ধৈয্যে অভাব, অভিজ্ঞতা ও দক্ষতার অভাব। এছাড়া ফরেক্স মার্কেট এর যে নিয়ম-কানুন গুলো আছে তা না মানার কারনে ফরেক্স মার্কেট এ লস করে এবং তারা ফরেক্স মার্কেট থেকে চলে যায়।
-
ফরেক্স টাকা আয় করার একটা মাধ্যম। আপনি ঘরে বসেই ভাল একটা এমাউন্ট ইনকাম করতে পারবেন যদি আপনি ফরেক্স সম্পর্কে একটা ভাল ধারনা ও দক্ষতা অর্জন করতে পারেন। আপনাকে ফরেক্স করতে হলে আগে ফরেক্স জানতে হবে এবং ফরেক্স বুজতে হবে। এরপর ডেমো করতে হবে।
-
ফরেক্স মার্কেটে যারা প্রথম আসে তারা দু একদিন ট্রেড করেই (বাই সেল) তারা বুঝে যে ফরেক্স শিখে গেছে। এখানেই তারা প্রথম বড় ভুল করে ফেলে। সপ্তাহ যেতে না যেতেই তারা ইনভেষ্ট করতে চায়। প্রথম মাসেই তারা ইনভেষ্ট করে ফেলে। তারপরে এ্যাকাউন্ট হারিয়ে বুঝতে পারে তার নিজের ট্রেডের কারনেই সে তার এ্যাকাউন্ট হারিয়ে ফেলেছে। তখন সে আবার ইনভেস্ট করে কিন্তু তখন ও তার মার্কেট সম্পর্কে পুরো ধারনা না থাকায় এবং মার্কেট মুভমেন্ট বুঝতে না পারায় আবার সে লস করে ফেলে। তখন সে মনে মনে ভাবে যে না ফরেক্স আসলে কোন ব্যবসা নয়। এখানে শুধু লসই হয়। লাভ করা যায় না। এই ভুল ধারনা নিয়েই সে ফরেক্স হতে বিদায় নেয়।
-
ফরেক্সে মার্কেটে যে বিশাল পরিমাণে ট্রেডার ঝরে যায় তারা হল প্রাথমিক অবস্থার ট্রেডার । আসলে আমাদের বিষয়টা খুব সাধরণভাবে কমন সেন্স দিয়ে চিন্তা করতে হবে । ফরেক্স থেকে টাকা ইনকাম করা যায় । তবে তাই বলে সবাই প্রথম ট্রেডেই যদি টাকা কামাতে পারত তবে শুধু ফরেক্স দিয়ে জীবন চলে যেত । প্রথম অবস্থায় বেশিরভাগ ট্রেডার অদক্ষ থাকে বলেই প্রথম অবস্থায় ব্যর্থ হয় ।
-
ফরেক্স মার্কেটে যে ৯৫% ট্রেডার ঝরে যাই তার অন্যতম কারন হল এরা মার্কেটে না পরিশ্রম করে বেশি মুনাফা অর্জন করতে চাই তাই তারা প্রথমে ইনভেস্ট করে এবং ইনভেস্ট নস্ট করে আবার ফরেক্স মার্কেটে দোষ দিয়ে চলে যাই।ফরেক্স মার্কেট থেকে আয় পেতে গেলে আমাদের আগে মার্কেট সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে।
-
ফরেক্স মার্কেটে ৯০ থেকে ৯৫% ট্রেডাররা ঝরে পড়ার কারন হল এইসব ট্রেদাররা মার্কেত সম্পর্কে কোন কিছু না জেনে ট্রেড করে।তারা ভাবে যে মার্কেত উপরে উঠলে বাই আর নিচে নামলে সেল দিতে হবে।কিন্তু মার্কেত এনালাইসিসের কথা মাথাই রাখে না তাই তারা ফরেক্স মার্কেটে লুজার হয়।
-
ফরেক্স মার্কেট এ কথা সবাই জানে যে এখানে ৯০-৯৫% ট্রেডার লুজার হয়ে থাকে। এখানে আসলে এই ট্রেডার গুলো বিগিনার লেভেল এ। তারা বিগিনার লেভেল এ থাকার কারনে পর্যাপ্ত ফরেক্স জ্ঞান না থাকার কারনে ফরেক্স এ টিকে থাকতে পারে না।
-
ফরেক্স মার্কেটে ৯০-৯৫% ট্রেডার ঝরে যায় এই কথা পুরপুরি ঠিক না । ফরেক্স মার্কেটে ৯০-৯৫% ট্রেডার ঝরে যায় নতুন টেড আর পুরাতন টেড আর বছর এর বছর ধরে টেড করে কন সমসা হই না । ফরেক্স মার্কেটে ৯০-৯৫% ণতুন ট্রেডার ঝরে যায় আর একটা হল ফরেক্স মার্কেট এ ধুকে উলটা পাল্টা টেড করে অস করার পর টেড করা ছেরে দেই ।
-
প্রত্যেক ট্রেডার ফরেক্স এ ট্রেড করতে আসে অনেক আসা নিয়ে কিন্তু বেশির ভাগ ট্রেডারখার মেনে থেমে যায়।ট্রেডার দের হেরে যাবার জন্য দায়ী অতিরিক্ত লোভ,অধৈর্য্য এবং অদক্ষতা। যে ট্রেডার নিজের লোভ নিওন্ত্রন করে ধৈঈয্য নিয়ে ফরেক্স ট্রেড শিখে ট্রেড করতে পারে তারাই সফল হতে পারে।
-
ফরেক্স মার্কেট থেকে যারা লস করে তাদের বেশিরভাগ নতুন ট্রেডার। তারা অন্যর কাছ থেকে শুনেছে ফরেক্স থেকে অনেক লাভ করা যায়। তারা ফরেক্সকে টাকা বানানোর মেশিন মনে করে। নিয়ম নীতি না মেনে ট্রেড করার ফলে শূণ্য হাতে ফিরে যায়। তাদের বিশেষ গুণের কারনে তাদের একাউন্ট জিরো হয়-
১। বড় ল্েট ট্রেড ওপেন করা।
২। অভার ট্রেড করা।
৩। ধৈর্য্য থাকে না।
৪। অতিরিক্ত লোভ করা।