-
আপনি কত ভলিউমে ট্রেড করবেন এবং রিক্স কম হবে তা আপনার ব্যলেন্স এবং দক্ষতার উপর নির্ভর করে । আপনি যদি কম দক্ষ হন এবং বেশী রিক্স মনে করেন তা হলে .০১ ভলিউমে ট্রেড করতে পারেন ।কারন কম ভলিউমে ট্রেড করলে মার্কেট যদি বিপরীতেও যাই তা হলে আপনার যে লস হবে তা আপনি সহজেই পুষিয়ে নিতে পারবেন । তা ছাড়াও মার্কেট এনালাইসিস করে আপনাকে ট্রেড করতে হবে ।
-
আসলে লট ভলিউম নির্।র করে আপনার একাউন্ট ব্যলেন্স এর উপর । আর আপনি যত ভলিউম কম নেবেন তত আপনার রিক্স কম তেমনি লরভ ও কম হবে । আবার বেশী ভলিউমের ট্রেড নিলে রিক্স ও বেশী লাভ ও বেশী । আর আপনার কাছে যদি কোন ভাল স্টাটেজি থাকে তাহলে আপনার ভলিউম বেশী নিলেও রিক্স কম হবে । প্রতি ১০০ ডলারের একাউন্টে সর্বচ্চো .০৩ নেওযা উচিত আমার মতে ।
-
আসলে ফরেক্স মার্কেট এ টিকে থাকতে হলে আপনাকে অবশ্যই ম্যানি ম্যানেজমেন্ট করে ট্রেড করতে হবে । এবং কত ভলিউম দিয়ে ট্রেড করবেন তা আপনার দক্ষতার উপর নির্ভর করবে । আপনার মূলধন এর উপর নির্ভর করে আপনার লট সাইজ নিতে হবে । যেমন মূলধন যদি ১০ ডলার থাকে তাহলে আপনি ১ সেন্ট এর ট্রেড ওপেন করতে পারেন । তাই ফরেক্স মার্কেট এ সফলতা পেতে হলে ম্যানি ম্যানেজমেন্ট করে ট্রেডিং করতে হবে ।
-
আসলে আপনি কত ভলিউম দিয়ে ট্রেড অপেন করবেন এটা নিরভর করে আপনার একাউন্ট ব্যালেন্স এর উপর যদি আপনার একাউন্ট ব্যালেন্স বেশি হয়ে থাকে মানে যদি আপনার একাউন্ট ব্যালেন্স 100 ডলার এর মত হয়। আর আপনি যদি 0.10 লটে ট্রেড অপেন করেন তাইলে এইক্ষেত্রে আপনার লস এর ঝুঁকি অনেক কম থাকবে। আর ট্রেড করার সময় সব সময় মাথা ঠান্ডা রাখা উচিত।
-
আমি কত ভলিউম নিয়ে ট্রাড করব তা নির্ভর করবা আমার অ্যাকাউন্ট এর স্টক এর উপর আমি মনে করি। ধরেন আপনার অ্যাকাউন্ট স্টক $১০০ ইউএসডি বা $২০০ ইউএসডি তাহলে আপনার ভলিউম ১ সেন্ট অর ৫ সেন্ট অর ১০ সেন্ট ম্যাক্সিমাম ই ভাল হবে।
-
কম ভলিউম দিয়ে ট্রেডিং করলে আমাদের রিস্ক অনেক কমে যাবে,তাই আমাদের সর্ব নিম্ন ০.০১ লট ভলিউম দিয়ে ট্রেডিং করলে অনেক প্রফিট করা যাবে,তাই আমাদের ফরেক্স মার্কেট এ কম ভলিউম দিয়ে ট্রেড করতে হবে বেশি ট্রেড ওপেন করা যাবেনা।মানি ম্যানেজমেন্টের অনুসরন করতে হবে,যদি আপনার একাউন্টে ১০০ ডলার থাকে এবং আপনি ৩% রিক্স নিতে চান তবে আপনি প্রতি ০.০৫ লটে ট্রেড করতে পারেন।
-
এটা নির্ভর করবে আপনার ব্যালেন্স এর উপর,আপ্নে যদি ১০০$ ব্যালেন্স নিয়া ট্রেড শুরু করেন তাহলে আপনার উচিৎ ০.01 ভলিউম দিয়ে ট্রেড ওপেন করলে রিক্স কম হবে.তাহলে আপনার মানিমেনেজমেট হিসাবে ট্রেড করা হবে।
-
কত ভলিউম দিয়ে ট্রেড ওপেন করলে রিক্স কম হবে ত আমার জানা নেই। আমি ফরেক্স মার্কেট এ নতুন। তবে আমি তা অনেকটা শিখতেছি।
-
ভলিউম দিতে হবে আপনার ফ্রি মার্জিনের উপর ভিত্তি করে। হাতে অন্তত পক্ষে ২০০০ পিপস রেখে ট্রেড করতে পারলে মোটামুউটি রিস্ক মুক্ত থাকা যায় বলে আমার মনে হয়। আমি আমার ওল্প জ্ঞানে যা মনে হয় তাই বলেছি। যদি কোন অভিজ্ঞ ট্রেডার থাকেন আশা করি আপনার মতামত ব্যক্ত করবেন।
-
আমি বলবো এটি নির্ভর করছে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স, ফ্রি মার্জিন ইত্যাদি বিষয়সমূহের উপর আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স যদি ১০০ ডলার হয় সেক্ষেত্রে আপনার ফ্রি মার্জিন অবশ্যই বেশি থাকবে সেক্ষেত্রে আপনি সবোচ্চ ০.১০ লটে ট্রেড ওপেন করতে পারেন তাতে করে আপনার ঝুকি অনেকাংশে কম থাকবে।