-
আসলে আপনি যদি ফরেক্স মার্কেট সুম্পর্কে ভাল জ্ঞান লাভ করতে পারেন তবে আপনি লং ট্রেড বা সর্ট টাইম যাই করন না কেন আপনি ফরেক্স মার্কেটে ভাল করতে পারবেন বলে আমি মনে করি তাই আমি মনে করি আপনি আগে ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল জ্ঞান লাভ করেন পরে ফরেক্স মার্কেটে ট্রেড করেন।
-
ফরেক্সে ট্রেড মূলত দুই ধরনের। এক হলো শর্ট টাইম ট্রেড আর দুই হলো লং টাইম ট্রেড । শর্ট টাইম ট্রেডের বিস্তার হয় অল্প। অল্প সময়েই লাভ তুলে নেয়া হয়। এতে লাভ নেয়া হয় অল্প । কিন্তু লং টাইম ট্রেডে বেশি লাভ টার্গেট করা হয়/। অর্থাৎ লং টাইম ট্রেডে লাভ বেশি।
-
আপনি লং টাইম ট্রেড করেন কিংবা সর্ট টাইম ট্রেড করেন আপনাকে ধৈর্য্য নিয়ে ট্রেড করতে হবে। তবে সর্ট টাইমের তুলনায় লং টাইম ট্রেডের জন্য আপনাকে বেশি ধৈর্য্যশীল হতে হবে। তাহলে আপনি বেশি লাভ করতে পারবেন। আর লং টাইম ট্রেডের জন্য আপনাকে ফান্ডামেন্টাল এ্যানালাইসিস বেশি করতে হবে। তাহলে আপনি সফল হবেন। এর জন্য আপনার ব্যালেন্স ও বেশি দরকার।
-
আমার মতে ফরেক্স মার্কেট লং টাইমের ট্রেড সব থেকে বেশি ভাল।কারন দিনের যখন আপনি ট্রেড করবেন তখন একবার এনালাইসিস করে আপনি ট্রেড করেন আর ট্রেড যদি আপনার পক্ষে যাই তাহলে আপনি ভাল আয় করতে পারবেন।
-
ফরেক্স মার্কেটে ট্রেড মুলত ২ প্রকার।যথা-
১।লং টাইম ট্রেড
২।শর্ট টাইম ট্রেড
ফরেক্স মার্কেটে শর্ট টাইম ট্রেড করতে হলে আপনাকে অবশ্যই মার্কেট এ দক্ষ হতে হবে নয়ত ভা আয় করতে পারবেন না।নতুনেরা বেশির ভাগ এই ভুলটি করে থাকে শর্ট টাইমের ট্রেড করে।তবে আমার মতে লং টাইমের ট্রেড করা বেশি ভাল কারন এতে ঝুকি কম থাকে।
-
লাভ বা লস নির্ভর করে ট্রেড সাইজ এবং ট্রেডারের ট্রেড কৌশল এবং দক্ষতার উপর তাতে ট্রেড লং হোক বা সর্ট।ভালো ভাবে ট্রেড করতে পারলে লং ট্রেড করে অনেক বেশি আয় করতে পারবেন আবার সর্ট ট্রেড তেকেও পারবেন। এটা ট্রেডারের দক্ষতার উপর নির্ভর করে।
-
ফরেক্স মাকেট থেকে যদি বেশি লাভ করতে হয় তবে আমি মনে করি আপনাকে স্ট টাইম ট্রেড করতে হবে তবে আপনি বেশি বেশি আয় করতে পারবেন | আপনার যদই লংটাইম ট্রেড করেন তবে আপনি লস ও করতে পারেন |
-
লং টাইম ট্রেড করলে মার্কেটে গতিবিধি সবসময় পর্যবেক্ষণ করা হয়। মার্কেট এনালাইসিস করতে সুবিধা হয়। মার্কেটে ট্রেড এর অনুকুল পরিবেশ নিরধারন করে ট্রেড করা যায়। ট্রেড এ ভালো কৌশল ব্যবহার করে প্রত্যাশিত মুনাফা করা যায়। দক্ষ ট্রেডারদের জন্য লং টাইম ট্রেড এ ট্রেড করলে বেশি লাভ করা যায়।
-
না আসলে লং টাইমে ট্রেড করলেই যে আপনি বেশি প্রফিট লাভ করতে পারবেন এমনটি ভাবার কোন কারন নেই বেশি প্রফিট লাভ করতে হলে আপনাকে ট্রেডিং জ্ঞান এবং কেৌশল অবশ্যই ভাল ভাবে রপ্ত করতে হবে। লং টাইম ফ্রেমে ট্রেড করলে লসের ঝুকি অনেকাংশে কুমিয়ে আনা সম্ভাব।
-
অবশ্যই লং ট্রেড বেশী বেশী করে করব তাহলেই আমরা লাভবান হতে পারবে । যে ট্রেডার যত বেশী ধৈর্য্য ধারণ করবে সে অবশ্যই সফলকাম হতে পারবে । লং টাইমে ট্রেড করলে বেশী ক্ষতিতে পড়বে না । আমরা সব সময় মার্কেট এ্যানালাইসিস বেশী বেশী কর করব তাহলেই আমরা লাভবান হতে পারব । অতএব শর্ট টাইম ট্রেড করব না কারণ শর্ট টাইম ট্রেড করলেই লসে পড়ে যেতে হবে ।