-
স্টপলস ও টেকপ্রফিট ব্যাবহার করা নিঃসন্দেহে নিরাপদ৷ফরেক্স ট্রেড হলো নতুন ট্রেডারদের জন্য ১০০ ভাগ ঝুকিঁপূর্ণ ৷তাই তাদেরকে অবশ্যই স্টপলস ও টেকপ্রফিট ব্যাবহার করা উচিৎ৷নইলে তাদের ব্যালেন্স দ্রুত শুন্য হয়ে যেতে পারে৷আর দক্ষ ট্রেডারদের পদ্ধতি সর্বদা ভিন্ন৷নতুন ট্রেডারগণ যখন দক্ষ হয়ে যাবেন তখন তাদেরকে এগুলো ব্যাবহার না করলেও ব্যালেন্সের কোনো সমস্যা হবেনা৷
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অবশ্যই আপনাকে স্টপলস টেক প্রফিট ব্যাবহার করা জরুরী।কারন আপনার যদি লাভ হয় তবে ,আপনি ভাল লাভ করতে পারবেন।আর যদি লস হয় তাহলে আপনার পুজি শুন্য হবে আপনি টেরও পাবেন না।সুতরাং স্টপ লস টেক প্রপিট ব্যাবহার করুন।
-
স্টপলস ও টেক প্রফিট ফরেক্সে মার্কটে ট্রেডারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে সকল ট্রেডাররা স্টপলস ব্যাবহার করে না তাদের একাউন্ট বেশিরভাগ সময়ই জিরো হয়ে যাওয়ার চান্স থাকে বলেই আমার ধারনা। আর যারা সঠিকভাবে স্টপলস ও টেক প্রফিট ব্যাবহার করে তারাই মুলত ফরেক্সে টিকে থাকতে পারে।
-
ফরেক্স মার্কেটে স্টপ লস এবং টেইক প্রফিট অবশ্যই ব্যবহার করব । যে এইগুলো ব্যবহার করবে সে অবশ্যই লসে পড়বে না । অার অামরাও চাই না লসে পড়তে । সে জন্য অবশ্যই অামরা স্টপ লস এ টেইক প্রফিট ব্যবহার করে নেব । যে এই গুলো ব্যবহার করবে সে অবশ্যই লাভবান হতে পারবে ।
-
একজন দক্ষ ট্রেডার এর গুনাবলি ফরেক্স এর যথাযথ ব্যবহার। স্টপ লস ও টেক প্রফিট ফরেক্স এর অন্যতম ২ টা টুলস। নিজেকে লসের হার থেকে বাচানোর অন্যতম উপায় হচ্ছে এই স্টপ লস ও টেক প্রফিট এর ব্যবহার। যারা ফরেক্স মার্কেটে লং ট্রেড করে বা যারা ফরেক্স মার্কেটে পার্ট টাইম হিসাবে কাজ করে তাদের অবশ্যই টেক প্রফিট ও স্টপ লস ব্যবহার করতে হবে।তানা হলে বিশাল লসের সমূখীন হতে হবে।স্টপ লস টেক প্রফিট ব্যবহার করে ট্রেড করলে আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন।তাই প্রতিটি ট্রেড কার সময় স্টপ লস টেক প্রফিট ব্যবহর করা উচিত।
-
ফরেক্স মার্কেটে স্টপ লস টেক প্রফিট অত্যান্ত গুরুত্বপূর্ণ বিষয়।ফরেক্স মার্কেটে যারা স্ক্ল্যাপিং করে তদের স্টপ লস টেক প্রফিট ব্যবহার না করলেও চলে।কিন্তুু যারা ফরেক্স মার্কেটে লং ট্রেড করে বা যারা ফরেক্স মার্কেটে পার্ট টাইম হিসাবে কাজ করে তাদের অবশ্যই টেক প্রফিট ও স্টপ লস ব্যবহার করতে হবে।তানা হলে বিশাল লসের সমূখীন হতে হবে।স্টপ লস টেক প্রফিট ব্যবহার করে ট্রেড করলে আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন।তাই প্রতিটি ট্রেড কার সময় স্টপ লস টেক প্রফিট ব্যবহর করা উচিত।
-
ফরেক্স মার্কেটে স্টপ লস এবং টেক প্রফিটকে আমাদের ট্রেড এর বডি গার্ড বলা যেতে পারে । ফরেক্সের এই দুটি টুলস আমাদের একাউন্ট আমাদের ট্রেড কে উপযুক্ত লাভ নিয়ে মার্কেট থেকে ক্লজ করে দিবে তাতে আমরা মার্কেটের সামনে থাকি বা না থাকি । আর স্টপ লস আমাদের একাউন্ট কে রক্ষা করে । স্টপ লস হিট করলে ট্রেড ক্লোজ হয়ে যায় তাই ট্রেড টি আর বেশি লসে যেতে পারে না । স্টপ লস এবং টেক প্রফিট দিয়ে দিলে মার্কেটে আর বসে থাকার দরকার হয় না
-
যে কোন ব্যবসা করতে হলে সেই ব্যবসার নিয়ম নিতি আইন কানুন জানা থাকতে হবে। ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে ফরেক্স মার্কেটের নিয়ম নিতি ভাল করে নাজানলে ক্ষতর সম্মক্ষিন হতে হবে। তাই আমি মনে করি ট্রেড করার সময় স্টপ লস এবং টেইক প্রফিট ব্যবহার করা অনেক ভাল বলে আমি মনে করি।
-
ফরেক্স স্টপ লস ও টেক প্রফট একটি গুরুপ্তপূর্ন অংশ। আপনি যখন ফরেক্স এ ট্রেড করবেন ট্রেড ধরার পর স্টপ লস ও টেক প্রফিট ব্যাবহার করা বুদ্ধিমানের কাজ কারন এর ফলে আপনার ট্রেডের বিপরীতে মার্কেট যদি যায় তবে স্টপ লস হিট করে অল্পো লসে ট্রেড কটে যাবে এর ফলে আপনার এক্যাউন্ট বড় ধরনের লসের হাত থেকে রক্ষা পাবে আর যদি মার্কেট যদি ট্রেডের পক্ষে থাকে তবে টেক প্রোফিট হিট করে প্রোফিট আপনার ব্যালেন্স এ যোগ হয়ে যাবে।
-
📈 স্টপ লচ ও টেক প্রফিট ব্যবহার করার উপকারীতা অনেক।
ফরেক্স মার্কেট এর ট্রেডিং প্ল্যাটফর্ম এর সব থেকে ২ টি গুরুত্বপূর্ণ টুলস হয়ছে স্টপ লস এবং টেক প্রফিট,এই স্টপ লস এবং টেক প্রফিট এর উপকারীতা অনেক,ফরেক্স মার্কেট এর ট্রেডিং প্ল্যাটফর্ম এ আপনি সব সময় বসে থাকতে পারবেন না,তাই কোন এন্ট্রি এর সাথে আপনি যদি স্টপ লস এবং টেক প্রফিট সেট করে দেন তাহলে চিন্তামুক্ত থাকবেন এবং অটোমেটিক সব কাজ হয়ে যাবে।