-
ফরেক্স ট্রেড আন্তর্জাতিক ব্যবসায় যেটা ঘরে বসে কম্পিউটার ব্যবহার করে করা যায়। দেশের যে কোন প্রান্ত থেকে যে কেউ ফরেক্স ট্রেড করতে পারে। ফরেক্স ট্রেড মজার তখনই যখন ট্রেড করে ভালো ফলাফল পাওয়া যায়। ফরেক্স ট্রেড সকলেই করতে পারে তবে ভালো ফলাফল পায় না। ফরেক্স ট্রেড ভালোভাবে শিখতে পারলে ট্রেড করে আনন্দ আছে। এর থেকেও বেশি আনন্দ পাওয়া যায় ট্রেড করে সফলতা পাওয়া গেলে।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে এত মজার কারন হচ্ছে খুব কম সময়ে কম কম পরিশ্রমে ইনকাম করার একটা রাস্থা জার কারনে ফরেক্স মার্কেট সবাই এত মজা পায়। কিন্তু যারা ফরেক্স মার্কেটে লস করে তারা মনে করে ফরেক্স মার্কেট খুব একটা কঠিন ব্যবসা আর এই ব্যবসা করতে গেলে ফকির হতে হয়।
-
আমরা ঘরে বসেই এ ব্যবসা করতে পারি । আর এখানে অনেক কম সময় লাগে আমার জানামাতে। আমি নতুন ডেমু করতেছি জানি না ব্যবসাটা করতে পারব নাকি। আপনারা কত দিন থেকে এ ব্যবসা করতিছেন?
-
ফরেক্স কেন এত মজার। কাননা আমরা ঘরে বসেই ফরেক্স করতে পারি। কিন্তু আর একটা বিষয় হচ্ছে এখানে আবার লসও আছে । আর আমরা তো সবাই জানি ব্যবসাই লাভ লস দুই টাই
আছে । এই ব্যবসাই যামন লাভ আবার তামন লস।
-
ফরেক্স এত মজার কারন এখানে নিজেই নিজের কন্ট্রলার নিজেই নিজেকে নিয়নত্রন করা গেলেই সুফল এখানে অন্যের কোন খবরদারী নাই । ঘরে বসেই কাজ করা যায় কোন অফিস লাগে না । বেশি কোন যায়গা লাগে না ।
-
ফরেক্স ট্রেডিং এ মজার কিছু নেই । ফরেক্স ট্রেডিং অত্যন্ত কঠিন একটি ব্যাপার । সবার আগে মনে রাখতে হবে যে ফরেক্স ট্রেডিং একটি ব্যবসায় । এ ব্যবসায় লাভ লস আছে । তাই ফরেক্স ট্রেডিং এ লাভ লস সবই হতে পারে । তাই বুঝে শুনে তার পর ফরেক্স ট্রেডিং করা উচিত বলে আমি মনে করি ।
-
ফরেক্স এ ট্রেড করে আপনি ঘরে বসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন এই খানে কোন ধোকা দেওয়া হয় না যা অনেক অনলাইন ব্যাবসা প্রথমে ভাল ইন্টারেস্ট দিলেও পরে বন্ধ হয়ে যাই কিন্তু এটা তার থেকে ভিন্ন একটি নির্ভর যোগ্য অনলাইন বিজনেস হল ফরেক্স ট্রেড তাই আপনি নিদির্ধাই ফরেক্স ফরেক্স ট্রেড করতে পারেন।আপনার যখন সময় হবে তখন ই ট্রেড করতে পারবেন টাইম এখানে ধরা বাধা না।
-
ঘরে বসেই যে কেউ কম্পিউটারের সাহাজ্যে এই ব্যবসা করতে পারে। এই ব্যবসাতে স্বাধীনতা আছে। এখানে একজন ট্রেডার নিজের স্বাধীনতা নইয়ে কাজ করতে পারে। সে কারো কাছে দায়বদ্ধ থাকে না। আপনি যদি বুজে বুজে ট্রেড করতে পারেন তবেই সব কিছু মজার মনে হবে কিন্ত আপনি যদি না বুজে এটা করেন তবে আপনার কাসে জটিল লাগবে ।ঘরে বসেই অল্প সময় এ অনেক টাকা ইনকাম করা যায় ফরেক্স করার মাদ্যমে।
-
আসলে ফরেক্স এর মজা বিভিন্ন লোকের কাছে বিভিন্ন।তবে আমার কাছে এই কারনে ভালো লাগে কারন ফরেক্স একটি মুক্ত এবং স্বাধীন ব্যবসা। ঘরে বসেই যে কেউ সাহাজ্যঅনলাইনে এই ব্যবসা করতে পারে।তাছাড়া ফরেক্স ব্যাবসায় যথার্থ জ্ঞান অর্জন করতে পারলে এখান থেকে অনেক আয় করা সম্ভব যা আমাদের আরো বেশি আনন্দ দেয়।
-
ফরেক্স কেন এত মজার তা একমাত্র যারা ফরেক্স করে তারাই বুঝবে । ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেডিং করি এবং সফলতা লাভ করি তারা এর পরিমাণ আরো একটু বেশি উপভোগ করে । ফরেক্স মার্কেটে আমাদের মত নতুনরা সাধারণত প্রথম অবস্থায় অনেক বেশি সংগ্রাম করতে হয় বলে এর মজা উপভোগ করতে পারে না । স্বাধীন এই পেশাটাকে আকড়ে ধরলে বহুদুর যাওয়া যাবে নিঃসন্দেহে ।