-
আমার কিন্তু মনে হয় না যে, দক্ষ ট্রেডারগন শর্ট টাইমফ্রেমে ট্রেড করেন। কারণ শর্ট টাইমফ্রেম ঝুকিপূর্ন সবার জন্য এবং দক্ষ ট্রেডারগন লস কম করতে চান সব সময় তাই দক্ষ ট্রেডার গন লং টাইমফ্রেমের প্রতি বেশী মনযোগী হতে বলেন। তাহলে আসল ব্যপার হলো দক্ষ ট্রেডারগন চাইলে শর্ট টাইমফ্রেমের ট্রেড করতে পারেন কিন্তু তাদের দক্ষতাই হলো লং টাইমফ্রেমের। তাই আমারদের সকলের উচিত লং টাইমফ্রেমের প্রতি মনেযোগী হওয়া।
-
ছোট টাইফে্রেম এ ট্রেড করা আমার কাছে অনেক রিস্ক মনে হয়। কেননা ছোট টাইমফ্রম এ মার্কেট সেন্টিমেন্ট বুঝা যায় না। আর যারা একবারে দক্ষ ট্রেডার তারা ছোট টাইমফ্রেমে ভালো ট্রেড করতে পারে। কিন্তু যারা নুতন ট্রেডার তারা শর্ট টাইম এ ট্রেড করে লসই করে।
-
আমার মনে হয় দক্ষ ট্রেডাররা সব ধরনের টাইম ফ্রেমই ব্যবহার করে থাকেন। তারা মার্কেট এনালাইসিসের জন্য তারা শর্ট টাইম ফ্রেম লং টাইম ফ্রেম সব ধরনের টাইমফ্রেম ব্যবহার করে ট্রেড করেন। তবে আমি যতদূর জানি তারা লং টাইম ফ্রেম ব্যবহার করেই বেশি ট্রেড করে থাকেন। কারন তারা অল্প ট্রেডে বেসি প্রফিট করতে চান। একারনেই তারা লং টাইমফ্রেম কেই বেশি গুরুত্ব দেন।
-
আমি আপনার সাথে পুরোপুরি ভাবে একমত আমি মনে করি দক্ষ এবং অভিজ্হ ফরেক্স ট্রেডারদের জন্য শর্ট টাইমফ্রেমের মাধ্যমে স্ক্যালিং ট্রেডিং বেশ উপযোগি কারন শর্ট টাইমফ্রেমে ট্রেড করে সকলে প্রফিট লাভ করতে পারে না তার জন্র অবম্যই ফরেক্স ট্রেডিংযে দক্ষতা এবং অভিজ্ঞতার দরকার রয়েছে।
-
জি শট টাইম ফ্রেম এ ট্রেড করার মজাটাই আলাদা। আমি এখন আর লং ট্রেড করি না। প্রতিদিন নিউজ এর পরে ট্রেড করে থাকি। আর টিপি আর স্টপ লস ব্যবহার করি। জেহুতু দিনে একটি পেন্ডিং ট্রেড নিয়ে থাকি আল্লাহর রহমতে প্রফিট হিট করে ৯৯%। তবে একটি কথা ফরেক্স মার্কেট এ জত অল্পতে প্রফিট করা জায় তত ভালো। বেশি সময় ট্রেড নিলে লাভের তুলনা লস বেশি হয়ে থাকে।
-
আসলে ফরেক্স মার্কেট নতুন অবস্থায় শর্ট টাইমফ্রেমে ট্রেড করলে যথেষ্ঠ সময় নিয়ে ট্রেড করতে আর রিস্কিও বটে তাই লাভের চেয়ে লস হওয়ার সম্ভাবনা বেশী থাকে। আর লং টাইমফ্রেটে মার্কেট এর নয়েজ কম থাকে যার কারনে সহজে বোঝা যায় মার্কেট এর অবস্থান সম্পর্কে। যখন মার্কেট এর লং টাইমের মোমেন্টাম কম থাকে তখন শর্ট টাইমফ্রেমে ট্রেড করেও প্রফিট করা যায় কিন্তু তার জন্য যথেষ্ঠ অভিজ্ঞতার প্রয়োজন। আমরা কিন্তু অভিজ্ঞতা ছাড়াই ফরেক্স মার্কেট থেকে অনেক আয় করতে চাই যা কিনা অসম্ভব।
-
যত ছোট টাইমফ্রেম তত বেশি টেনশন। কারন ছোট টাইমফ্রেমগুলোতে ট্রেন্ড একটু পর পর পরিবর্তন হবে। কিছুক্ষন দেখাবে আপট্রেন্ড আবার কিছুক্ষন দেখাবে ডাউনট্রেন্ড, আবার সিদ্ধান্ত নিতে নিতে সাইডওয়েতে চলে যাবে। নতুন অবস্থায় ছোট টাইমফ্রেমে বেশি ট্রেড করে থাকে নতুনরা। এর জন্য দেখা যায় লসও বেশি হয়। নতুনদের প্রতি একটাই উপদেশ থাকবে আপনার mt4 সফটওয়ার থেকে ১মিনিট, ৫মিনিট, ১৫মিনিট টাইমফ্রেম ডিলেট করে দিন। কমপক্ষে ৩০মিনিট টাইমফ্রেমে ট্রেড করার অভ্যাস করুন। তাহলে দেখবেন চার্ট প্যাটার্ন সহ মার্কেটের গতিবিধি সহজে বুঝতে পারবেন। আর যখন আরো সময় যাবে তখন হায়ার টাইমফ্রেম এর ট্রেন্ড ফলো করে ছোট টাইমফ্রেমে এন্ট্রি নিতে পারবেন। সেটা সময়ই বলে দেবে। কিন্তু শুরু থেকে ছোট টাইমফ্রেম বর্জন করাই ভালো।
-
শর্ট টাইমফ্রেমে ট্রেড করলে তারা স্ক্যালপিং করে । আর স্ক্যালপিং ট্রেড যতটা প্রফিটেবল ঠিক ততটাই ঝুঁকিপূর্ণ। এজন্য একমাত্র যারা দক্ষ বা অভিজ্ঞ ট্রেডার তাদের জন্য ই স্ক্যালপিং ট্রেড উপযোগী। অন্যথায় অনভিজ্ঞরা স্ক্যালপিং করতে গেলে দ্রুতই লস আর লস করবে। এজন্য শুধুমাত্র দক্ষ ট্রেডাররাই শর্ট টাইমফ্রেম ব্যবহার করার জন্য উপযোগী।
-
হ্যা যারা দক্ষ ও অভিজ্ঞ ট্রেডার তারা সাধারণত বেশির ভাগ সময় ফরেক্স মার্কেটে শর্ট টাইম ফ্রেমে ট্রেড করে থাকে যা এটা স্ক্যাল্পিং নামে পরিচিত। আর যারা স্ক্যাল্পিং করে ট্রেড করে তারা সাধারণত অধিক দক্ষ ও অভিজ্ঞ এমনকি মার্কেটের গতিবিধি সম্পর্কে ভাল ধারণা অর্জনে সক্ষম। অন্যথায় যারা অনভিজ্ঞ এবং অদক্ষ তাদের স্ক্যাল্পিং মোটেও উচিত না কেননা স্ক্যাল্পিং যেমন আপনাকে ভাল মুনাফা উপার্জন করতে সক্ষম করে দিতে পারে তেমনি আপনাকে ব্যলেন্স শূন্য করেও দিতে পারে। অতএব আমার মতে অভিজ্ঞতা ছাড়া স্ক্যাল্পিং বা শর্ট টাইম ফ্রেম ব্যবহার করা মোটেও উচিত না।
-
দক্ষ ট্রেডার এর জন্য শর্ট টাইম ফ্রেম খুবই উপকারী । কারন মার্কেট লং টাইমফ্রেমে কি হবে সেটি বোঝা যথেষ্ট কঠিন ব্যাপার শর্ট টাইমফ্রেমের মাধম্যে আমরা সহজেই মার্কেট থেকে আমাদের কাঙ্খিত মুনাফা বের করে নিয়ে আসতে পারি । তাই শর্ট টাইম ফ্রেম ব্যবাার করা প্রয়োজন । ডে ট্রেডার রা ট্রেডিং এ সব থেকে বেশি সফল । অনেকে আবার লং ট্রেডে ও করে ।