-
আমি প্রথম আমার ডেক্সটপ কম্পিউটার থেকে ডেমো অ্যাকাউন্ট এ ট্রেড করি । পরবতিতে আমি ল্যাপটপ, ডেক্সটপ এবং একটি অ্যন্ড্রয়েড ফোনের মাধ্যমে ট্রেড করি । আসলে আমি বাইরে বাইরে ঘুরতে ভালোবাসি , তাই যখন আম বাইরে থাকি তখন আমার এন্দ্রয়েড মোবাইলে আমাকে মার্কেট খোজ খবর রাখতে হয় । । তবে ব্যাক্তিগত মতামত হল মোবাইল এ মার্কেট এনালাইসিস খুব ভাল করা যায় না ।
-
আমি লাইভে কখনও ট্রেড করি নি তবে ডেমো করছি অনেক দিন ধরে। আমি অ্যান্ডরোইড মোবাইল ফোন থেকে ফরেক্স ট্রেড করেছি । তবে মোবাইল ফোন থেকে ফরেক্স মার্কেট এনালাইসিস করা একটু কঠিন ।
-
না আমি মোবাইল দিয়ে ট্রেড করি না অনেকের কাছে এতা সুবিধা মনে হলেও আমার কাছে এটা মোটেও সুবিধা নয়।মোবাইলে নানা রকম ঝামেলা হতে পারে ট্রেড এর ক্ষেত্রে মার্কেট ভাল্ভাবে এনালাইসিস করা নাও যেতে পারে তাই আমি মোবাইল দিয়ে ট্রেড করি না।যদি ভাল মনে করেন তাহলে করে দেখতে পারেন।:)
-
আমি মোবাইল দিয়েই বেশি ট্রেড করে থাকি । ল্যাপটপ সব জায়গায় নিয়ে যেতে পারি না কিন্তু মোবাইল সব সময় সাথে থাকে । যেকোনো জায়গায় যেকোনো সময় মোবাইল খুলে মার্কেট এর অবস্থা দেখতে পারি, এতে করে ফরেক্স জেন আমার সাথেই থাকে । বিশেষ করে যাদের হাতে সময় কম এবং যারা শর্ট ট্রেড করেন তাদের জন্য মোবাইল টা খুব দরকারি ।
-
হ্যা আমি মাঝে মাঝে ট্রেড করি যখন আমার মডেম এর ব্যলেন্স শেষ হয়ে যায়,তবে সব সময় ট্রেড করি না কারন এনালাইসিস করা কিছুটা সমস্যা হয় যা ল্যপ্টপ বা ডেক্সটপ এ করলে হয়না।আমি মনে করি ভাল এন্ড্রয়েড মোবাইললের মধ্যে ট্রেড করলে এনালাইসিস করা যাবে মনে হয়,কেননা ওগুলোতে সব কিছু এনালাইসিস করার মত ক্ষমতা থাকে।
-
ফরেক্স মার্কেটে বেশির ভাগ সময় আমি মোবাইল দ্বারা ট্রেড করে থাকি,কম্পিউটার দ্বারা ফরেক্স ট্রেডিং করা অনেক ভাল কিন্তু আমি ফরেক্স ট্রেড করি এন্ড্রোয়েড মোবাইলের দ্বারা ট্রেডিং করে থাকি,ফরেক্স মার্কেটে ভাল ট্রেডার হতে চাইলে কম্পিউটার দিয়ে করতে হবে যাতে মার্কেট থেকে ভাল আয় করা যায়।
-
হা আমি মোবাইলে ও ট্রেড করেছি । কারন আমি অনেক দিন থেকে ট্রেড করি ফরেক্স মার্কেটে । কিন্তু আমি বলতে পারি যে আমাদের মোবাইলে ট্রেড করা মোটেই ঠিক না । কারন মোবাইলে ট্রেড করা অনেক অনেক রিস্ক । তাই আমি এখন আর মোবাইলে ট্রেড করি না । আমি আমার অন্য বন্ধুদের বলি মোবাইল ট্রেড না করার জন্য ।
-
না ভাই আমি ফরেক্স এ মোবাইল এ ট্টেড করি নি। আমি ফরেক্স কম্পিউটার এ করি। আমি মোবাইলে এই ফরেক্স করতে পারি না তাই আমি ফরেক্স কম্পিউটার এ করি।
-
হ্যা আমি মোবাইল হতে ট্রেড করেছি। তবে আমার কাছে মনে হয় মোবাইল ট্রেড অনেক ঝুকিপূর্ণ। কারন- মোবাইল হতে ঠিকমত এ্যানালাইসিস করা যায় না। তাই মার্কেট এর মুভমেন্ট বুঝতে না পারার রিক্স থেকে যায়। এ কারনে আমি অনেক অসের সম্মুখিন হয়েছে। অবশ্য এখনো মোবাইল হতে ট্রেড করে থাকি। তবে ট্রেড করার আগে কম্পিউটার দিয়ে বেশি বেশি এ্যানালাইসিস করে নিই। বেশির ভাগ ক্ষেত্রেই আমি মোবাইল হতে ট্রেড ক্লোজ করে থাকি।
-
আমি কখন মোবাইল ট্রেড করিনি। আমি মোবাইল এ ট্রেড করিনি কিন্তু আমার এক ফ্রেন্ড ট্রেড করে। আমি ফরেক্সে ট্রেড করি সবে মাত্র ২ মাস। আমি ফরেক্সে নতুন বর্তমানে ডেমোতে ট্রেড করি। আমি ল্যাপটপে ট্রেড করি। ল্যাপটপে ট্রেড করে আমি অনেক মজা পায়। ল্যাপটপে ট্রেড করলে আমি মার্কেট আনালাইসিস করতে অনেক ভাল করি।