-
আমার জানা মতে আমার প্রায় দশ থেকে বার জন বন্ধু ফরেক্সে ট্রেড করছে তাদের মধ্যে কয়েকজন বাংলাদেশে ফরেক্সের কার্যক্রম যখন থেকে শুরু হয়েছে সেই সময় থেকে ফরেক্সের সাথে রয়েছে। আর তাদের মধ্যে এমনও কয়েক জন রয়েছে যারা ফরেক্সে অনেক বেশি দক্ষ এবং অভিজ্ঞ যার ফলে তারা পেশা হিসাবে ফরেক্সকেই বেছে নিয়েছে।
-
আমার জানা মতে আমার অনেক বুন্দুরাই ফরেক্স মার্কেটে ট্রেড করে থাকে কারন তারা মনে ককরে ফরেক্স মার্কেটে যদি ভাল করে ট্রেড করা যায় তবে ফরেক্স মার্কেট থেকে অনেক টাকা ইনকাম করা যাবে আর তাই তারা ফরেক্স মার্কেটে ট্রেড করে থাকে আর লাভ করার চেস্ট করে তাকে বলে মনে করি।
-
অনেক বন্ধু আছে যারা ফরেক্স করে।কিন্তু কেউ জানে না যে আমি ফরেক্স করি,এটাই আমার গোপনীয়তা।আমার বন্ধুরা প্রায় সবাই ঝরে পরেছে,কিন্তু আমি এখন ও ফরেক্স এ টিকে আছি।আমি ফরেক্স এ কোনো লোভ করি না,তাই এখন ও ফরেক্স এ টীকে আছি। আমি যখন ফরেক্স শিখতে থাকি তখন আমার প্রায় সব বন্ধুরা ফরেক্স বিয়ষে বাজে মন্তব্য করেছে।আর আমি রিয়েল ট্রেড শুরু করার কয়েক মাস পর আমার কয়েকজন বন্ধু ফরেক্স শিখতে আগ্রহ প্রকাশ করছে এবং ফরেক্স তারা শিখতেছে।বর্তমানে আমার পাঁচ জন বন্ধু ফরেক্স মার্কেটের সাথে জড়িত।
-
আমার নিজের যে বন্ধু আছে তারা কেউই ফরেক্স করে না , তাদের মদ্ধে থেকে শুধু আমি এই ফরেক্স করে থাকি , ইচ্ছা আছে আমি আমার বন্ধুদের এই ফরেক্স ব্যবসায় জড়িত করব এবং আমাদের মদ্ধে একটি দল গঠন করব ।
-
বর্তমানে বাংলাদেশে ফরেক্স মার্কেট ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে । দিন দিন মার্কেটে নতুন নতুন বিনিয়োগকারি যোগ হচ্ছে । ফরেক্স মার্কেটে আমি যখন ট্রেড করি তখন অনেকেই ফরেক্স কি সেই বিষয়ে জানতই না । বর্তমানে আমার দেখামতে আমার অনেক বন্ধু ফরেক্স মার্কেেটে ট্রেড করে ডলার আয় করছে । বর্তমানে আমরা 10 জন বন্ধ ফরেক্স মার্কেটে ট্রেড করে থাকি । ধন্যবাদ ।
-
ফরেক্স মার্কেটে আমরা ৪ জন বন্ধু এক সাথে যাত্রা শুরু করি । মার্কেটে আমরা চার জনই এখনও ঠিকে আছি । বর্তমানে আমাদের সাথে আরোও অনেক নতুন নতুন ট্রেড*ার তৈরি হচ্চে আমাদের সাহায্য নিয়ে । আমরা সবাই আশাবাদি যে ফরেক্স মার্কেট থেকে আমরা আমাদের অর্থনৈতিক চাহিদা মেটাতে পারবে । ধন্যাবাদ ।
-
ফরেক্স মার্কেটে মূলত আমি আমার বড় ভাইয়ের হাতধরে এসেছি।আমার পরিবারে আমি ছাড়াও আরও কয়েকজন সদেশ্য ফরেক্স করে।আমি যখন ফরেক্স শিখতে থাকি তখন আমার প্রায় সব বন্ধুরা ফরেক্স বিয়ষে বাজে মন্তব্য করেছে।আর আমি রিয়েল ট্রেড শুরু করার কয়েক মাস পর আমার কয়েকজন বন্ধু ফরেক্স শিখতে আগ্রহ প্রকাশ করছে এবং ফরেক্স তারা শিখতেছে।বর্তমানে আমার পাঁচ জন বন্ধু ফরেক্স মার্কেটের সাথে জড়িত।
-
আমি ফরেক্স মার্কেটে মূলত আমার এক বন্ধুর মাদ্দ্যমে এসেছি।আমি যখন ফরেক্স শিখতে থাকি তখন আমার প্রায় কিছুই বন্ধুরা ফরেক্স বিয়ষে বাজে মন্তব্য করেছে।আর আমি রিয়েল ট্রেড শুরু করার কয়েক মাস পর আমার কয়েকজন বন্ধু ফরেক্স শিখতে আগ্রহ প্রকাশ করছে এবং ফরেক্স তারা শিখতেছে।বর্তমানে আমার পাঁচ জন বন্ধু ফরেক্স মার্কেটের সাথে কাজ করতেছ।
-
আমি ফরেক্স মার্কেট আশি আমার এক বন্ধুর মাধ্যমে এবং আমার দেখা দেখি আরো আমার ৪ বন্ধু ফরেক্স ট্রেডিং করে।আমরা মোটামুটি এখন ফরেক্স অনেক ভাল ভাবে অবিজ্ঞতা অর্জন করতেছি এবং এভাবে আমাদের একটা গ্রুপ হয় তাই আমরা সবাই গ্রুপের মাধ্যমে ট্রেড নিয়ে থাকি সবাই এখন ভালো প্রফিট করতেছে।
-
আমার পরিচিত কোন বন্ধু নেয় যারা ট্রেডিং করে । কিন্তু পরিচিত অনেক ভাই আছে যারা ফরেক্ম এ ট্রেড করে বর্তমানে অনেক ভাল একটি জায়গায় আছে । কিন্তু আমি চাই তাদের কাছ থেকে শেখার জন্য কারণ তারা অভিঙ্গ সম্পন্ন মানুষ । তাই তারা হযতো ভাল করে বোঝাতে সক্ষম হবে বলে আমার ধারণা হয় ।