ব্রোকার একটা স্পেড কটে নেয়।আপনি ট্রেড অপেন করার সাখে সাখে ৩ পিপস স্পেড ব্রোকার কেটে নেয়।এভাবে আপনি যতবার ট্রেড অপেন করবেন ব্রোকার ততবার স্পেড কেটে নেয়।তাছাড়া অন্যভাবে ব্রোকারের কোন লাভ হয় নাকি তাহা আমার জানা
Printable View
ব্রোকার একটা স্পেড কটে নেয়।আপনি ট্রেড অপেন করার সাখে সাখে ৩ পিপস স্পেড ব্রোকার কেটে নেয়।এভাবে আপনি যতবার ট্রেড অপেন করবেন ব্রোকার ততবার স্পেড কেটে নেয়।তাছাড়া অন্যভাবে ব্রোকারের কোন লাভ হয় নাকি তাহা আমার জানা
ওপেন করি তখন লক্ষ করবেন ট্রেডটা একটু দেকি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। শের অর্থনীতির খোজ খবর নেওয়া যায়।আর এগুলো ভালো ইফেক্টও ফেলে থাকে।তাই নিয়মিত ভালো নিউজ পাওয়ার জন্য ফরেক্স নিউজ সাইট যেমন, ফরেক্সফ্যাক্টরি,ইনভেস্টিং ইত্যাদি আর কিছু ভালো সাইটে নিয়মিত ভিজিট করতে হবে।তবে আমি ফরেক্সফ্যাক্টরির অ্যাপস ইন্সটল করে রেখেছি যা থেকে নিয়মিত নিউজগুলো পায়। লসেই শুরু হবে। আর এই লসটাই হল ব্রোকারের কমিশন। সাধারণত একেক ব্রোকারের একেক ধরনের কমিশন কেটে নেয়। এই কমিশনটাকে ফরেক্স এর ভাষায় বলা হয় স্প্রেড। যতবারই নতুন ট্রেড ওপেন করবেন ঠিক ততবারই ব্রোকার আপনার কাছ থেকে স্প্রেড কেটে নিবে এবং
ফোরামে অনেক লোকের আনাগোনা বিভিন্ন ট্রেডার বিভিন্ন ধরনের অভিজ্ঞতা শেয়ার করেন তাই ফোরাম থেকে আমরা অনেক কিছু শিখতে পারি । ফোরামটাকে আমরা ফরেক্স মার্কেটে ট্রেনিং সেন্টার বলতে পারি ।
ফোরামে আমাদের অনেক কিছু শেখার আছে । ফোরামে ফরেক্স সম্পর্কে অনেক কথা থাকে যা অজানা থাকে আমাদের কাছে । কিন্তু যদি আমরা ফোরাম পোষ্ট করে থাকি তাহলে আমরা ফরেক্স সম্পর্কে অনেক কিছু জানতে পারবো যা আমরা জানি না । পাশাপাশি ফোরামে কাজ করলে আমরা কিছু বোনাস পোষ্টিং পেয়ে থাকি যা মাস শেষে আমারা ট্রেড করে যে লাভ পেয়ে থাকি সে লাভের টাকা হাতে পাওয়া যায় । তাই ফোরামে কাজ করলে লস নেই । অজানা প্রশ্ন সম্পর্কে জানতে পারবো এবং কিছু টাকাও আয় করতে পারবো ।
ফরেক্সের এই ফোরামটি খুবই আদর্শিক একটা জায়গা বলে আমি মনে করি কারন এখানে অনেক ভাল ভাল দক্স ফরেক্স ট্রেডারদের আনাগোনা রয়েছে ফলে নতুনরা ফরেক্স ট্রেডিংয়ে যে সকল সমস্যা ফিল করে সেই সমস্যাগুলোর সমাধান খুব সহজেই অভিজ্ঞ ফরেক্স ট্রেডারদের কাছ থেকে এই ফোরামের মাধ্যমে খুব সহজে করা যাই।
হা আমি বিশ্বাস করি যে ফোরামে আমাদের অনেক কিছু শিখার আছে । এই জন্যতো ফোরামে আমাদের কাছে অনেক প্রিয় । ফোরাম থেকে অনেক কিছু শেখা যায় কারন অনেকে এখানে মতামত দিয়ে থাকে । তাই আমরা খুব সহজে অনেক কিছু শিখতে পারি । আমি ফোরামকে খুব পছন্দ করি । আমি আমার অনেক ফরেক্স বন্ধুদের বলি যে ফোরাম পোষ্ট করো উন্নতি করতে পারবা ।
ফোরাম হচ্ছে শিখার এক বিশেষ ক্ষেত্র এ ফোরাম থেকে ফরেক্স সংক্রান্ত খুটিনাটি সববিষয় জানা যায় । এই ফোরামে অনেক অভিজ্ঞ ট্রেডারেরা আছে যারা ফরেক্স ব্যবসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং আলোচনা শুনে আমরা অনেক কিছু শিখতে পারি । ফরেক্স শিখার জন্য উন্নত প্লাটফর্ম হচ্ছে এই ফোরাম তো আমরা যারা নতুন ট্রেডার তারা সবসময় ফোরামের দিকে চোখ রাখব ।
ফোরামে আমাদের অনেক কিছু শেখার আছে , অনেকের অনেক মন্তব্যে খুবই কার্যকর সেই মন্তব্য থেকে আমরা ট্রেড সম্পরকে অনেক জানতে পারি । ট্রেড এর অনেক নিয়ম কানুন আছে যা আমরা অনেকেই জানিনা এসব টুকিটাকি সমস্যা গুলো ফোরাম এর মাধ্যমে জানতে পারি ।
ফোরামে আপনি আপনার মনের কথা অন্য জনকে জানাবেন এটার জন্য ফোরাম। এখানে আপনি লিখবেন আপনার লেখা অন্য একজন পড়বে আবার অন্য একজনের লেখা আপনি পড়বেন। এতে আমরা সবাই অনেক কিছু জানতে পারবো। জানার কোন শেষ নেই তাই আমাদের বেশী বেশী পড়তে হবে। তাহলেই আমরা জানতে পারবো।
ফরেক্স শেখার জন্য ভাল যায়গা হল ফরেক্স ফোরাম।। ফরেক্স থেকে আমরা ট্রেডিং শেখার জন্য এবং ফরেক্স সম্পরকে যাবতীয় তথ্য জানার জন্য ফোরাম খুবই গুরুত্বপুরন সাইট।। ফোরাম থেকে যাবতীয় কিছু সেখা যায়।।