-
না আমি ফোরাম প্রতিদিন কাজ করি না। আমি এই মাসে ১৩ দিন পোস্ট করছি , বপ্লতে গেলে আমি ফোরাম এ আমি তেমন এক টা সময় দিতে পারি না, সব চাইতে মজার ব্যাপার হল আমি এই মাসে বেশি সময় দিলাম ফোরাম । আমার পরালিখা নিয়ে এক্তু বেশি বুস্য আমি আশা করি কিছু দিন পর আমি ফোরাম এ নিয়মিত হব। এই আমার মতামত ।
-
হ্যাঁ আমি প্রতিদিন ফোরাম এ পোস্ট করি।
-
হ্যা, আমিও প্রতিদিন ফোরামে পোস্ট করি এবং ফোরামে প্রতিদিন সময় দেই। কিন্তু মাঝে মধ্যে অন্য কোন জরুরী কাজের দরুন ফোরামে পোস্ট করা মিস হয়ে যায় এবং ফোরামে সময় দিতে পারি না। পরবর্তীতে অন্য সময় একটু বেশী সময় দিয়ে যেদিন ফোরামে পোস্ট করতে পারি নাই সেদিনের পোস্ট গুলো পুষিয়ে নেবার চেষ্টা করি। এছাড়া ফোরামে সময় দিয়ে ফরেক্স সম্পর্কিত খুটি নাটি বিষয়গুলো জানার চেষ্টা করি।
-
আমি প্রতিদিন ফোরামে পোষ্ট করিনা। কোনো কোনো মাসে পোষ্ট করিওনা আবার মাসে হয়তো 30 থেকে 40 টা পোষ্ট করি। যখন সময় পাই তখন পোষ্ট করি। এই চলতি মাসে একটু বেশি পোষ্ট করছি কারন হাতে সময় ছিলো তাই পোষ্ট দিতে পারছি।
-
আমি প্রতি দিন পোষ্ট করতে পারি না। তবে আমি যতটুকু সময় পাই তা এখানে পোষ্ট করতে ব্যয় করি। আমার ইচ্ছা করে প্রতিদিন এই সাইডে ঢুকে পোষ্ট করি। তবে আমি একটা জব করি তাই প্রতিদিন সময় বের করতে পারি না।
-
হা আমি পিরাই প্রতিদিন ফোরামে-পোস্ট করে থাকি | আমি মনে করি ফরেক্স সম্পরকে আমাকে আর ও অনেক কিছু জানার আছে তাই আমি প্রতিনিওত এ ফোরামে-পোস্ট করে নিজের না জানা কথা গুল জানতে চাই এবং জানতে পারি | ফরেক্স সম্পরকে আমি যেটা জানি সেটাও সবাই কে জানাতে চাই |
-
হ্যাঁ আমি প্রতিদিন ফো রাম পোস্ট করি আমি প্রতিদিন এর জন্য কিছু সময় আলাদা করে বের করে এতে ব্যয় করি। আমি মনে করি আমার মতো যারা নতুন তাদের উচিত ফোরামে প্রতিদিন পোস্ট করা। প্রতিদিন পোস্ট করলে ফরেক্স সম্পর্কে ভাল জানা যাবে। প্রতিদিন কম্পক্কে ২/৩ পোস্ট করলে অনেক উপকার হবে। আমি প্রতিদিন পোস্ট করে অনেক কিছু জানতে পেরেসি।
-
আমি মাএ কয়েক দিল হল ফোরামে পোস্ট কিরছি। কিন্তু নিয়মিত পোস্ট কিরছি।
-
না বন্ধু আমি প্রতিদিন ফরেক্স ফোরামে পোস্ট করার জন্য আসি না আসলে সময় পায়না আমি একজন ছাত্র তাই লেখাপড়ার পাশা পাশি আমি ফরেক্স ট্রেড করি এজন্য যখন ফ্রি থাকি বা সময় পায তখন আমি ফরেক্স ফোরামে পোস্ট করার জন্য আসি কারন ফরেক্স ফোরাম আমার খুব ভাল লাগে তাছাড়া আমি মুলত কোন নতুন কৌশল টেস্ট করার জন্য এই মানি ব্যবহার করি, ধন্যবাদ।
-
আমি প্রতিদিন সময় বের করে কিছু সময় ফরেক্স ট্রেডিং এ দেই এবং কিছু সময় এই ফোরামে দেই । আসলে এই ফোরাম থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি যা বিভিন্ন সময়ে আমার অনেক বেশি উপকার করছে বলে আমি জানতে পেরেছি । আমি এই ফোরামের কাছে কৃতজ্ঞ ।