নতুন অবস্থায় বলে শুধু লস করে যাচ্ছি।একবার লাভ করছি তো পরেরবার লস বেশি করছি।এভাবে লাভ একদিন করলে দুদিন লস করছি।এজন্য এখনও এতো দ্রুতই ফরেক্সে বেসিক তৈরি হচ্ছে না তবে চেষ্টায় রয়েছি। অনেক কিছুই দেখেছি ফরেক্স জীবনে। অনেক কিছু উপলব্দি করতে পেরেছি। জীবনের অনেক না জানা তথ্য জানতে পেরেছি ফরেক্স এর মাধ্যমে। ফরেক্স ট্রেডিং এর মুল কথাই হল ফরেক্স ট্রেডিং এ টিকে থাকা।